বিনোদন প্রতিবেদক, ঢাকা
করোনাকালে সামাজিক ব্যবধানের নামে যখন জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা, তখনই বাস্তবতার বিম্বিত রূপ দিতে হাজির হয়েছে ‘এন এনিমি অব দ্য পিপল’। নাট্যকার হেনরিক ইবসেনের নাটকের গল্প নরওয়ের এক ছোট্ট শহরকে ঘিরে। এই শহরের অর্থনীতির মূল চালিকাশক্তি এক পানি প্রকল্প।
এই প্রকল্পকে ঘিরেই মুখোমুখি অবস্থানে ডাক্তার স্টকম্যান ও তাঁর ভাই নগরপিতা পিটার স্টকম্যান। এ যেন সংখ্যাগরিষ্ঠ স্বার্থবাদী মানুষের সাথে একা নির্ভিক মানুষের লড়াই। ডাক্তার স্টকম্যান যেমন একদিকে নগরের মানুষের স্বার্থে পানি পরীক্ষাসহ যাবতীয় পদক্ষেপ হাতে নিলেন,সেই সময়েই নগরপিতা পিটার স্টকম্যান দাঁড়িয়ে গেলেন ক্ষমতার ছড়ি হাতে।
জনতার রোষানল, ক্ষমতার দাপট উপেক্ষা করে শত জনসমর্থন হারিয়েও ডাক্তার থামলেন না। গুটিকয়েক লোক নিয়ে তাঁর বিপ্লব চালিয়ে গেলেন। বাস্তব জীবনের অভিজ্ঞতায় তিনি আবিষ্কার করলেন- দুঃসময়ে যে একা দাঁড়াবার ক্ষমতা রাখে, পৃথিবীতে সেই মানুষই প্রকৃত ক্ষমতাশালী, শক্তিধর মানুষ।
৬ মাস ব্যাপী অভিনয় কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে মঞ্চস্থ হয় ক্লাসোড্রামার ১ম প্রযোজনা ‘অ্যান এনিমি অফ দ্য পিপল’। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হয়েছে নাটকটির মঞ্চায়ন। নির্দেশনা দিয়েছেন রাগীব নাঈম। ডাক্তার স্টকম্যান চরিত্রে শাহরিয়ার আবির, মিসেস স্টকম্যান চরিত্রে মুনিরা মাহজাবিন মিমো, পেট্রা চরিত্রে বহ্নিশিখা ঠাকুর, আসলাকসেন চরিত্রে তাহিনুল মান্নান তাহিন, পিটার স্টকম্যান চরিত্রে মাসউদ আহমেদ, হরস্টার চরিত্রে কিল - প্রান্ত দাস, অ্যানা চরিত্রে উম্মে মারিয়াম অভিনয় করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যায়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. ইস্রাফিল শাহীন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আর্ট হাউজের চেয়ারপারসন অভিনেতা সাফওয়ান মাহমুদ। শনিবার সমাপনী দিনে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি।
নাটকের অন্তরালে কাজ করেছেন:
নির্দেশনা সহকারি- নাভেদ রহমান। মঞ্চ পরিকল্পনা ও প্রয়োগ– মনিরুজ্জামান রিপন। পোশাক ও দ্রব্য সম্ভার পরিকল্পনা ও সংগ্রহ– রাবেয়া রাবু। শব্দ পরিকল্পনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। আলোক পরিনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। পোস্টার ডিজাইন ও সম্পাদনা- আকিফ আহমেদ এবং তত্ত্বাবধানে ছিলেন রিয়াজ তারেক ও মনিরুজ্জামান রিপন।
করোনাকালে সামাজিক ব্যবধানের নামে যখন জেনেছি মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা, তখনই বাস্তবতার বিম্বিত রূপ দিতে হাজির হয়েছে ‘এন এনিমি অব দ্য পিপল’। নাট্যকার হেনরিক ইবসেনের নাটকের গল্প নরওয়ের এক ছোট্ট শহরকে ঘিরে। এই শহরের অর্থনীতির মূল চালিকাশক্তি এক পানি প্রকল্প।
এই প্রকল্পকে ঘিরেই মুখোমুখি অবস্থানে ডাক্তার স্টকম্যান ও তাঁর ভাই নগরপিতা পিটার স্টকম্যান। এ যেন সংখ্যাগরিষ্ঠ স্বার্থবাদী মানুষের সাথে একা নির্ভিক মানুষের লড়াই। ডাক্তার স্টকম্যান যেমন একদিকে নগরের মানুষের স্বার্থে পানি পরীক্ষাসহ যাবতীয় পদক্ষেপ হাতে নিলেন,সেই সময়েই নগরপিতা পিটার স্টকম্যান দাঁড়িয়ে গেলেন ক্ষমতার ছড়ি হাতে।
জনতার রোষানল, ক্ষমতার দাপট উপেক্ষা করে শত জনসমর্থন হারিয়েও ডাক্তার থামলেন না। গুটিকয়েক লোক নিয়ে তাঁর বিপ্লব চালিয়ে গেলেন। বাস্তব জীবনের অভিজ্ঞতায় তিনি আবিষ্কার করলেন- দুঃসময়ে যে একা দাঁড়াবার ক্ষমতা রাখে, পৃথিবীতে সেই মানুষই প্রকৃত ক্ষমতাশালী, শক্তিধর মানুষ।
৬ মাস ব্যাপী অভিনয় কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে মঞ্চস্থ হয় ক্লাসোড্রামার ১ম প্রযোজনা ‘অ্যান এনিমি অফ দ্য পিপল’। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হয়েছে নাটকটির মঞ্চায়ন। নির্দেশনা দিয়েছেন রাগীব নাঈম। ডাক্তার স্টকম্যান চরিত্রে শাহরিয়ার আবির, মিসেস স্টকম্যান চরিত্রে মুনিরা মাহজাবিন মিমো, পেট্রা চরিত্রে বহ্নিশিখা ঠাকুর, আসলাকসেন চরিত্রে তাহিনুল মান্নান তাহিন, পিটার স্টকম্যান চরিত্রে মাসউদ আহমেদ, হরস্টার চরিত্রে কিল - প্রান্ত দাস, অ্যানা চরিত্রে উম্মে মারিয়াম অভিনয় করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যায়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. ইস্রাফিল শাহীন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আর্ট হাউজের চেয়ারপারসন অভিনেতা সাফওয়ান মাহমুদ। শনিবার সমাপনী দিনে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি।
নাটকের অন্তরালে কাজ করেছেন:
নির্দেশনা সহকারি- নাভেদ রহমান। মঞ্চ পরিকল্পনা ও প্রয়োগ– মনিরুজ্জামান রিপন। পোশাক ও দ্রব্য সম্ভার পরিকল্পনা ও সংগ্রহ– রাবেয়া রাবু। শব্দ পরিকল্পনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। আলোক পরিনা ও প্রয়োগ- নাভেদ রহমান, রাগীব নাঈম। পোস্টার ডিজাইন ও সম্পাদনা- আকিফ আহমেদ এবং তত্ত্বাবধানে ছিলেন রিয়াজ তারেক ও মনিরুজ্জামান রিপন।
ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
৩১ মিনিট আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
২ ঘণ্টা আগেগোল্ডেন গ্লোবস, এসএজি, ডিজিএ, বাফটাসহ হলিউডের গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান শেষে অনেকটা সারমর্ম ও মূল আকর্ষণ হিসেবে হাজির হয় অস্কার। বাংলাদেশ সময় ৩ মার্চ অর্থাৎ আগামীকাল সকালে দেওয়া হবে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে...
২ ঘণ্টা আগেরোমান্টিক-কমেডি ঘরানার ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের সিনেমা বানিয়েছেন নাসিম সাহনিক। এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী শান্তা পলের। নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। জানা গেছে, শিগগির ঘোষণা করা...
৩ ঘণ্টা আগে