আমার মেয়ে যা করেছে ঠিক করেছে, কঙ্গনাকে চড় মারার ঘটনায় অভিযুক্তের মা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১৮: ১৫
Thumbnail image

প্রথমবার নির্বাচনের মাঠে নেমেই ছক্কা হাঁকিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। কিন্তু তাঁর এ রাজনৈতিক সাফল্যকে ছাপিয়ে গেছে চড়-কাণ্ড। গত বৃহস্পতিবার বিকেলে চণ্ডীগড় থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার সময় এয়ারপোর্টে তাঁকে চড় মারেন নারী নিরাপত্তারক্ষী কুলবিন্দর কৌর। ইতিমধ্যে কুলবিন্দরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের পাশাপাশি গ্রেপ্তারও করা হয়েছে তাঁকে। এবার মেয়ের এমন কাণ্ডে মুখ খুললেন অভিযুক্ত নিরাপত্তারক্ষীর মা বীর কৌর।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কুলবিন্দরের মা বীর কৌর জানিয়েছেন, তাঁর মেয়ে সঠিক কাজটি করেছে। প্রসঙ্গত, কুলবিন্দর কৌরের মা পাঞ্জাবে হওয়া কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

তবে শুধু মা নন, ঘটনায় মুখ খুলেছেন কুলবিন্দরের বড়ভাই শের সিং মাহিভাল। তিনি বলেন, ‘আমি সংবাদমাধ্যমে চণ্ডীগড় এয়ারপোর্টের ঘটনার কথা জানতে পারি। কঙ্গনার মোবাইল এবং পার্স চেক করার সময় এই ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। তর্কবিতর্কের পরে আমার বোন আবেগপ্রবণ হয়ে পড়ে, এ কারণেই ঘটনাটা ঘটেছে। দেশের নিরাপত্তারক্ষী এবং কৃষক, দুই পক্ষই তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এই বিষয়ে আমরা বোনকে পূর্ণ সমর্থন করছি।’

এদিকে কনস্টেবল কুলবিন্দর কৌরের সমর্থনে বিক্ষোভের ডাক দিয়েছে ভারতে কৃষক আন্দোলনের একাধিক সংগঠন। আগামীকাল রোববার (৯ জুন) নরেন্দ্র মোদির টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ঘোষণা দিয়েছে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনাকে থাপ্পড় মেরে গ্রেপ্তার হওয়া সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কনস্টেবল কুলবিন্দর কৌরের বিরুদ্ধে অযৌক্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে কৃষক আন্দোলনকারী একাধিক সংগঠন। যাতে তাঁর বিরুদ্ধে অন্যায় পদক্ষেপ না নেওয়া হয়, সেই দাবিতে কৃষকদের সংগঠনগুলো ৯ জুন পাঞ্জাবের মোহালিতে ‘ইনসাফ’ পদযাত্রার পরিকল্পনা করেছে। একই সঙ্গে বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে তাঁর সঠিক তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত