বিনোদন প্রতিবেদক, ঢাকা
জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা: জ্বীন ২’ দিয়ে গত বছর থেকে পাকিস্তানের প্রেক্ষাগৃহে শুরু হয়েছে বাংলা সিনেমা মুক্তি। এরপর দেশটির প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘দেয়ালের দেশ’। আগামীকাল থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। পাকিস্তানে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছেন যুক্তরাষ্ট্রের এভেইল এন্টারটেইনমেন্ট।
সরকারি অনুদানে দেয়ালের দেশ বানিয়েছেন মিশুক মনি। পাকিস্তানে মুক্তির বিষয়টি নিশ্চিত করে নির্মাতা মিশুক মনি বলেন, ‘দেয়ালের দেশ আমার প্রথম সিনেমা। মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। বাংলাদেশের পাশাপাশি অনেক দেশেই মুক্তি পেয়েছে এটি। কাল মুক্তি পাচ্ছে পাকিস্তানে। আশা করি পাকিস্তানের দর্শকদের কাছেও সিনেমাটি ভালো লাগবে।’
বৈশাখ ও নহর নামের দুই যুবক-যুবতীর ব্যতিক্রম রসায়ন নিয়ে নির্মিত হয়েছে দেয়ালের দেশ। এতিমখানায় মানুষ হওয়া বৈশাখ চালচুলোহীন, খামখেয়ালি। বাসে বাসে লিফলেট বিলি করা মেয়ে নহরকে তার ভালো লাগে। প্রেম হয়ে যায় তাদের। কিন্তু স্বভাব বদলায় না বৈশাখের। জুয়া আর নেশায় ডুবে থাকে। ডেলিভারি ম্যানের চাকরি নিলেও জেলে যেতে হয় তাকে। সব হারিয়ে বৈশাখ কাজ নেয় মর্গে। একদিন একটা লাশ আসে মর্গে। কফিন খুলে বৈশাখ দেখে, এটা তাঁর প্রেমিকা নহরের লাশ। এখান থেকেই ছবির মূল গল্প শুরু হয়। শরিফুল রাজ ও বুবলী ছাড়া এতে আরও অভিনয় করেছেন স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সাবেরী আলম প্রমুখ।
গত বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল দেয়ালের দেশ। এরপর মুক্তি পায় যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর নানা দেশে।
জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা: জ্বীন ২’ দিয়ে গত বছর থেকে পাকিস্তানের প্রেক্ষাগৃহে শুরু হয়েছে বাংলা সিনেমা মুক্তি। এরপর দেশটির প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘দেয়ালের দেশ’। আগামীকাল থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। পাকিস্তানে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছেন যুক্তরাষ্ট্রের এভেইল এন্টারটেইনমেন্ট।
সরকারি অনুদানে দেয়ালের দেশ বানিয়েছেন মিশুক মনি। পাকিস্তানে মুক্তির বিষয়টি নিশ্চিত করে নির্মাতা মিশুক মনি বলেন, ‘দেয়ালের দেশ আমার প্রথম সিনেমা। মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। বাংলাদেশের পাশাপাশি অনেক দেশেই মুক্তি পেয়েছে এটি। কাল মুক্তি পাচ্ছে পাকিস্তানে। আশা করি পাকিস্তানের দর্শকদের কাছেও সিনেমাটি ভালো লাগবে।’
বৈশাখ ও নহর নামের দুই যুবক-যুবতীর ব্যতিক্রম রসায়ন নিয়ে নির্মিত হয়েছে দেয়ালের দেশ। এতিমখানায় মানুষ হওয়া বৈশাখ চালচুলোহীন, খামখেয়ালি। বাসে বাসে লিফলেট বিলি করা মেয়ে নহরকে তার ভালো লাগে। প্রেম হয়ে যায় তাদের। কিন্তু স্বভাব বদলায় না বৈশাখের। জুয়া আর নেশায় ডুবে থাকে। ডেলিভারি ম্যানের চাকরি নিলেও জেলে যেতে হয় তাকে। সব হারিয়ে বৈশাখ কাজ নেয় মর্গে। একদিন একটা লাশ আসে মর্গে। কফিন খুলে বৈশাখ দেখে, এটা তাঁর প্রেমিকা নহরের লাশ। এখান থেকেই ছবির মূল গল্প শুরু হয়। শরিফুল রাজ ও বুবলী ছাড়া এতে আরও অভিনয় করেছেন স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সাবেরী আলম প্রমুখ।
গত বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল দেয়ালের দেশ। এরপর মুক্তি পায় যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর নানা দেশে।
সম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
১ ঘণ্টা আগে২০২০ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে চমকে দিয়েছিলেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ‘কারাগার’ সিরিজটি মুক্তির পর প্রত্যাশা বেড়েছে আরও। তবে ২০২২ সালের ডিসেম্বরে কারাগার সিরিজের দ্বিতীয় সিজন মুক্তির পর আর কোনো নতুন কাজ দেখা যায়নি শাওকীর।
১ ঘণ্টা আগে১৯ এপ্রিল হয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের ২০২৫-২৮ মেয়াদের নির্বাচন। এবার সভাপতি হিসেবে আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক পদে রাশেদ মামুন অপু নির্বাচিত হয়েছেন।
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে