বিনোদন ডেস্ক
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব সানড্যান্সে প্রদর্শিত হতে যাচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়ার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট’। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির গল্পও মালিয়ার লেখা। চলচ্চিত্রটি মার্কিন শর্ট ফিকশন ক্যাটাগরিতে উৎসবে অংশ নিচ্ছে।
চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী আগামী বুধবার, সপ্তাহজুড়ে এটি প্রদর্শিত হবে। সানড্যান্স জানিয়েছে, মালিয়ার ‘দ্য হার্ট’ এবার আয়োজনে শর্ট ফিল্ম প্রোগ্রাম ১–এ প্রদর্শিত হবে।
এ নিয়ে হলিউড রিপোর্টারকে দেওয়া এক ভিডিও বার্তায় মালিয়া ওবামা (২৫) বলেন, সিনেমার গল্পটি মাকে হারানো এক নিঃসঙ্গ ছেলের জীবনযাপনকে কেন্দ্র করে। গভীর শোক ও নিঃসঙ্গতার মধ্যে তিনি মায়ের এক অদ্ভুত অনুরোধ তাঁকে রক্ষা করতে হয়।
মালিয়া বলেন, সিনেমাটি প্রিয় বস্তু হারানো এবং নিঃসঙ্গ মানুষের গল্প। এতে রয়েছে ক্ষমা আর খেদের কাহিনি। তবে আমার মনে হয়, গল্পের পরতে পরতে মমতা আর আন্তরিকতা আবিষ্কারের একটা প্রয়াস রয়েছে। আমরা আশা করি, আপনার ছবিটি উপভোগ করবেন, এই ছবি আপনাদের নিঃসঙ্গতা কাটিয়ে উঠতে একটু হলেও সহায়তা করে, অন্তত প্রিয়জনদের স্মৃতি আগলে রাখার তাগিদ অনুভব করবেন।
‘দ্য হার্ট’ এর আগে টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি শিকাগো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। সেখানে এটি সেরা লাইভ অ্যাকশন শর্ট বিভাগে পুরস্কার জিতেছে। এ ছাড়া মালিয়া এর আগে ডোনাল্ড গ্লোভার প্রযোজিত সিরিজ ‘দ্য সোয়ার্ম’ এ লেখক হিসেবে কাজ করেন।
ওবামা পরিবারে অবশ্য সিনেমার সঙ্গে সম্পর্ক নতুন নয়। ২০১৮ সালে ওবামা দম্পতি তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠান হাইয়ার গ্রাউন্ড প্রোডাকশনসের সঙ্গে নেটফ্লিক্সের চুক্তি করেন। দুটি প্রতিষ্ঠান যৌথভাবে বেশি কয়েকটি প্রজেক্টে কাজ করেছে। এর মধ্যে গত মাসে মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিনেমা ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ অন্যতম। এ সিনেমায় অভিনয় করেছেন অস্কার বিজয়ী অভিনেতা মাহেরশালা আলী এবং জুলিয়া রবার্টস।
এ ছাড়া ‘ওয়ার্কিং: হোয়াট উই ডু অল ডে’ প্রামাণ্যচিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন বারাক ওবামা। চলতি মাসেই সেরা নেপথ্য কণ্ঠ হিসেবে দ্বিতীয়বার ক্রিয়েটিভ আর্টস অ্যামি জিতেছেন তিনি।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব সানড্যান্সে প্রদর্শিত হতে যাচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়ার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট’। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির গল্পও মালিয়ার লেখা। চলচ্চিত্রটি মার্কিন শর্ট ফিকশন ক্যাটাগরিতে উৎসবে অংশ নিচ্ছে।
চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী আগামী বুধবার, সপ্তাহজুড়ে এটি প্রদর্শিত হবে। সানড্যান্স জানিয়েছে, মালিয়ার ‘দ্য হার্ট’ এবার আয়োজনে শর্ট ফিল্ম প্রোগ্রাম ১–এ প্রদর্শিত হবে।
এ নিয়ে হলিউড রিপোর্টারকে দেওয়া এক ভিডিও বার্তায় মালিয়া ওবামা (২৫) বলেন, সিনেমার গল্পটি মাকে হারানো এক নিঃসঙ্গ ছেলের জীবনযাপনকে কেন্দ্র করে। গভীর শোক ও নিঃসঙ্গতার মধ্যে তিনি মায়ের এক অদ্ভুত অনুরোধ তাঁকে রক্ষা করতে হয়।
মালিয়া বলেন, সিনেমাটি প্রিয় বস্তু হারানো এবং নিঃসঙ্গ মানুষের গল্প। এতে রয়েছে ক্ষমা আর খেদের কাহিনি। তবে আমার মনে হয়, গল্পের পরতে পরতে মমতা আর আন্তরিকতা আবিষ্কারের একটা প্রয়াস রয়েছে। আমরা আশা করি, আপনার ছবিটি উপভোগ করবেন, এই ছবি আপনাদের নিঃসঙ্গতা কাটিয়ে উঠতে একটু হলেও সহায়তা করে, অন্তত প্রিয়জনদের স্মৃতি আগলে রাখার তাগিদ অনুভব করবেন।
‘দ্য হার্ট’ এর আগে টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি শিকাগো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। সেখানে এটি সেরা লাইভ অ্যাকশন শর্ট বিভাগে পুরস্কার জিতেছে। এ ছাড়া মালিয়া এর আগে ডোনাল্ড গ্লোভার প্রযোজিত সিরিজ ‘দ্য সোয়ার্ম’ এ লেখক হিসেবে কাজ করেন।
ওবামা পরিবারে অবশ্য সিনেমার সঙ্গে সম্পর্ক নতুন নয়। ২০১৮ সালে ওবামা দম্পতি তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠান হাইয়ার গ্রাউন্ড প্রোডাকশনসের সঙ্গে নেটফ্লিক্সের চুক্তি করেন। দুটি প্রতিষ্ঠান যৌথভাবে বেশি কয়েকটি প্রজেক্টে কাজ করেছে। এর মধ্যে গত মাসে মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিনেমা ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ অন্যতম। এ সিনেমায় অভিনয় করেছেন অস্কার বিজয়ী অভিনেতা মাহেরশালা আলী এবং জুলিয়া রবার্টস।
এ ছাড়া ‘ওয়ার্কিং: হোয়াট উই ডু অল ডে’ প্রামাণ্যচিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন বারাক ওবামা। চলতি মাসেই সেরা নেপথ্য কণ্ঠ হিসেবে দ্বিতীয়বার ক্রিয়েটিভ আর্টস অ্যামি জিতেছেন তিনি।
বিনোদন জগতে একের পর এক বিচ্ছেদের খবর। ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে সম্প্রতি এ আর রহমান এবং তার স্ত্রী সাইরা বানু বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এই খবরের রেশ কাটতে না কাটতেই রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজ গিটারিস্ট ও সহকর্মী মোহিনী দে তাঁর স্বামী স্যাক্সোফোনিস্ট মার্ক হার্টসাচের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দ
২ ঘণ্টা আগেতারকাদের বিচ্ছেদের খবর সব সময় আগ্রহ এবং উদ্বেগের বিষয়। বেশ কিছুদিন ধরে চর্চায় ছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকা নাগা চৈতন্য। অভিনেত্রী সামান্থার সঙ্গে বিচ্ছেদ হয়েছে বহু আগেই। তবে নতুন করে বিয়ে পিঁড়িতে বসার খবরে আবারও আলোচনায় এই জুটি। সম্প্রতি. .
৫ ঘণ্টা আগেঅস্কারজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর (আল্লাহ রাকা) রহমানের ৩০ বছরের দাম্পত্য শেষ হয়ে যাচ্ছে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্যের গভীর সম্পর্কের মাঝেও টানাপোড়েন ও জটিলতা সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন তাঁরা। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের বিষয়টি এক বিবৃতির...
৯ ঘণ্টা আগে