সানড্যান্সে দেখানো হবে ওবামাকন্যা মালিয়া পরিচালিত প্রথম সিনেমা

বিনোদন ডেস্ক
Thumbnail image

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব সানড্যান্সে প্রদর্শিত হতে যাচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়ার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট’। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির গল্পও মালিয়ার লেখা। চলচ্চিত্রটি মার্কিন শর্ট ফিকশন ক্যাটাগরিতে উৎসবে অংশ নিচ্ছে। 

চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী আগামী বুধবার, সপ্তাহজুড়ে এটি প্রদর্শিত হবে। সানড্যান্স জানিয়েছে, মালিয়ার ‘দ্য হার্ট’ এবার আয়োজনে শর্ট ফিল্ম প্রোগ্রাম ১–এ প্রদর্শিত হবে।

এ নিয়ে হলিউড রিপোর্টারকে দেওয়া এক ভিডিও বার্তায় মালিয়া ওবামা (২৫) বলেন, সিনেমার গল্পটি মাকে হারানো এক নিঃসঙ্গ ছেলের জীবনযাপনকে কেন্দ্র করে। গভীর শোক ও নিঃসঙ্গতার মধ্যে তিনি মায়ের এক অদ্ভুত অনুরোধ তাঁকে রক্ষা করতে হয়।

সানড্যান্স চলচ্চিত্র উৎসবে মালিয়ামালিয়া বলেন, সিনেমাটি প্রিয় বস্তু হারানো এবং নিঃসঙ্গ মানুষের গল্প। এতে রয়েছে ক্ষমা আর খেদের কাহিনি। তবে আমার মনে হয়, গল্পের পরতে পরতে মমতা আর আন্তরিকতা আবিষ্কারের একটা প্রয়াস রয়েছে। আমরা আশা করি, আপনার ছবিটি উপভোগ করবেন, এই ছবি আপনাদের নিঃসঙ্গতা কাটিয়ে উঠতে একটু হলেও সহায়তা করে, অন্তত প্রিয়জনদের স্মৃতি আগলে রাখার তাগিদ অনুভব করবেন।

 ‘দ্য হার্ট’ এর আগে টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি শিকাগো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। সেখানে এটি সেরা লাইভ অ্যাকশন শর্ট বিভাগে পুরস্কার জিতেছে। এ ছাড়া মালিয়া এর আগে ডোনাল্ড গ্লোভার প্রযোজিত সিরিজ ‘দ্য সোয়ার্ম’ এ লেখক হিসেবে কাজ করেন।

বারাক ওবামার সঙ্গে মালিয়াওবামা পরিবারে অবশ্য সিনেমার সঙ্গে সম্পর্ক নতুন নয়। ২০১৮ সালে ওবামা দম্পতি তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠান হাইয়ার গ্রাউন্ড প্রোডাকশনসের সঙ্গে নেটফ্লিক্সের চুক্তি করেন। দুটি প্রতিষ্ঠান যৌথভাবে বেশি কয়েকটি প্রজেক্টে কাজ করেছে। এর মধ্যে গত মাসে মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিনেমা ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ অন্যতম। এ সিনেমায় অভিনয় করেছেন অস্কার বিজয়ী অভিনেতা মাহেরশালা আলী এবং জুলিয়া রবার্টস।

এ ছাড়া ‘ওয়ার্কিং: হোয়াট উই ডু অল ডে’ প্রামাণ্যচিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন বারাক ওবামা। চলতি মাসেই সেরা নেপথ্য কণ্ঠ হিসেবে দ্বিতীয়বার ক্রিয়েটিভ আর্টস অ্যামি জিতেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত