বিনোদন ডেস্ক
ঢাকা: ২০১৯ সাল। ‘দোজ হু উইশ মি ডেড’ নামে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। হ্যানা ফেবার নামে এক অগ্নিনির্বাপককর্মীর চরিত্র। আলাদা কোনো বিশেষত্ব নেই। তবে এ সিনেমাই হয়ে ওঠে জোলির জন্য বিশেষ কিছু।
বিচ্ছেদ, সংসার, সন্তান সামলানো মিলিয়ে তখন বেশ বিপর্যস্ত ছিলেন। ওই সময় সিনেমাটি তাঁকে যেন অনেকটাই উদ্ধার করে। হ্যানার চরিত্র তাঁকে ব্যক্তিগত শোক কাটিয়ে উঠতে সাহায্য করে। বলছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, ‘এ সিনেমায় অভিনয় করা ছিল খুব ভালো সিদ্ধান্ত। ব্যক্তিগত দুঃখ থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছিলাম। চরিত্রটি আমাকে সেরে উঠতে সাহায্য করেছে।’
১৪ মে সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘দোজ হু উইশ মি ডেড’। এসেছে ‘এইচবিও ম্যাক্স’ অ্যাপেও। মহামারির কারণে যুক্তরাষ্ট্রের বক্স অফিসের পরিস্থিতি তেমন ভালো নয়। দেশটিতে এখনো ৬৫ শতাংশ সিনেমা হলই বন্ধ। দর্শক এখনো ব্যাপকভাবে সিনেমা হলে ফেরেনি। এই অবস্থা কাঁধে নিয়ে মুক্তি পাওয়া ‘দোজ হু উইশ মি ডেড’ যে তুমুল ব্যবসাসফল হবে না, সেই ইঙ্গিত দিয়েছিলেন অনেক বিশ্লেষকই। তবে জোলির কাছে এটা ‘অ্যাকশন থ্রিলার’ হিসেবে বেশ ভালো মানের ছবি।
দেখুন ‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমার ট্রেলার:
‘দোজ হু উইশ মি ডেড’ বানিয়েছেন টেইলর শেরিডান। অ্যাকশন-থ্রিলার নির্মাতা হিসেবে বেশ নাম তাঁর। জনপ্রিয় ‘সিকারিও’ সিরিজের দুই সিনেমার চিত্রনাট্যকার তিনি। ২০১৭ সালে বানিয়েছিলেন ‘উইন্ড রিভার’। ‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমায় জোলি ছাড়াও আছেন নিকোলাস হল্ট, অ্যাডাম গিলেন, জ্যাক ওয়েবারের মতো অভিনেতারা। একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল নিকোলাস কেজেরও, কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে যান।
‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমার প্রধান চরিত্র হ্যানাকে যেতে হয় ভীষণ মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে। বনে আগুন নেভানোর সময় তার চোখের সামনেই মারা যায় তিন তরুণ। মানসিকভাবে ভেঙে পড়ে হ্যানা। এ অবস্থা কাটিয়ে ওঠার জন্য তাকে অন্যত্র বদলি করা হয়। সেখানেই দানা বাঁধে সিনেমার মূল গল্প।
‘দোজ হু উইশ মি ডেড’ করার পর জোলি বুঝেছেন অভিনয় করলেই তিনি ভালো থাকতে পারেন। তাই ঠিক করেছেন পর্দায় নিয়মিত হবেন। সামনে অভিনেত্রীকে দেখা যাবে মার্ভেলের সিনেমা ‘ইটারনালস’–এ। এতে তিনি প্রথমবারের মতো সুপারহিরো চরিত্র করেছেন। ডিসেম্বরেই ‘ইটারনালস’ মুক্তি পাওয়ার কথা।
ঢাকা: ২০১৯ সাল। ‘দোজ হু উইশ মি ডেড’ নামে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। হ্যানা ফেবার নামে এক অগ্নিনির্বাপককর্মীর চরিত্র। আলাদা কোনো বিশেষত্ব নেই। তবে এ সিনেমাই হয়ে ওঠে জোলির জন্য বিশেষ কিছু।
বিচ্ছেদ, সংসার, সন্তান সামলানো মিলিয়ে তখন বেশ বিপর্যস্ত ছিলেন। ওই সময় সিনেমাটি তাঁকে যেন অনেকটাই উদ্ধার করে। হ্যানার চরিত্র তাঁকে ব্যক্তিগত শোক কাটিয়ে উঠতে সাহায্য করে। বলছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, ‘এ সিনেমায় অভিনয় করা ছিল খুব ভালো সিদ্ধান্ত। ব্যক্তিগত দুঃখ থেকে বেরিয়ে আসতে চেষ্টা করছিলাম। চরিত্রটি আমাকে সেরে উঠতে সাহায্য করেছে।’
১৪ মে সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘দোজ হু উইশ মি ডেড’। এসেছে ‘এইচবিও ম্যাক্স’ অ্যাপেও। মহামারির কারণে যুক্তরাষ্ট্রের বক্স অফিসের পরিস্থিতি তেমন ভালো নয়। দেশটিতে এখনো ৬৫ শতাংশ সিনেমা হলই বন্ধ। দর্শক এখনো ব্যাপকভাবে সিনেমা হলে ফেরেনি। এই অবস্থা কাঁধে নিয়ে মুক্তি পাওয়া ‘দোজ হু উইশ মি ডেড’ যে তুমুল ব্যবসাসফল হবে না, সেই ইঙ্গিত দিয়েছিলেন অনেক বিশ্লেষকই। তবে জোলির কাছে এটা ‘অ্যাকশন থ্রিলার’ হিসেবে বেশ ভালো মানের ছবি।
দেখুন ‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমার ট্রেলার:
‘দোজ হু উইশ মি ডেড’ বানিয়েছেন টেইলর শেরিডান। অ্যাকশন-থ্রিলার নির্মাতা হিসেবে বেশ নাম তাঁর। জনপ্রিয় ‘সিকারিও’ সিরিজের দুই সিনেমার চিত্রনাট্যকার তিনি। ২০১৭ সালে বানিয়েছিলেন ‘উইন্ড রিভার’। ‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমায় জোলি ছাড়াও আছেন নিকোলাস হল্ট, অ্যাডাম গিলেন, জ্যাক ওয়েবারের মতো অভিনেতারা। একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল নিকোলাস কেজেরও, কিন্তু শেষ মুহূর্তে তিনি সরে যান।
‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমার প্রধান চরিত্র হ্যানাকে যেতে হয় ভীষণ মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে। বনে আগুন নেভানোর সময় তার চোখের সামনেই মারা যায় তিন তরুণ। মানসিকভাবে ভেঙে পড়ে হ্যানা। এ অবস্থা কাটিয়ে ওঠার জন্য তাকে অন্যত্র বদলি করা হয়। সেখানেই দানা বাঁধে সিনেমার মূল গল্প।
‘দোজ হু উইশ মি ডেড’ করার পর জোলি বুঝেছেন অভিনয় করলেই তিনি ভালো থাকতে পারেন। তাই ঠিক করেছেন পর্দায় নিয়মিত হবেন। সামনে অভিনেত্রীকে দেখা যাবে মার্ভেলের সিনেমা ‘ইটারনালস’–এ। এতে তিনি প্রথমবারের মতো সুপারহিরো চরিত্র করেছেন। ডিসেম্বরেই ‘ইটারনালস’ মুক্তি পাওয়ার কথা।
শুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
১ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৩ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৩ ঘণ্টা আগেদীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
১৪ ঘণ্টা আগে