বিমান দুর্ঘটনায় ল্যাটিন গ্র্যামি জয়ী সঙ্গীত শিল্পী ম্যানডোনসা নিহত

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২০: ১৯
Thumbnail image

কনসার্টে যাওয়ার পথে ব্রাজিলের জনপ্রিয় তরুণ শিল্পী ম্যারিলিয়া ম্যানডোনসা বিমান দুর্ঘটনায় মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

দমকল বাহিনীর বরাত দিয়ে এএফপি জানায়, ল্যাটিন গ্র্যামী জয়ী সঙ্গীত শিল্পী ২৬ বছর বয়সী ম্যানডোনসাকে বহনকারী বিমানটি মিনাস গেরাইস রাজ্যে বিধ্বস্ত হয়। ম্যান্ডোনসা ল্যাটিন সার্তানেহো সঙ্গীতের জন্য জনপ্রিয় ছিল।

এই বিমান বিধ্বস্তের ঘটনায় একজন গ্র্যামি পুরষ্কার জয়ী প্রযোজক এবং তাঁর চাচাও নিহত হয়েছেন। সেই সঙ্গে মারা গেছেন বিমানটি দুইজন পাইলটও। 

পথে ব্রাজিলের জনপ্রিয় তরুণ শিল্পী ম্যারিলিয়া ম্যানডোনসাস্থানীয় পুলিশ প্রধান ইভান লোপেজ জানিয়েছেন, বিমান দুর্ঘটনার ঘটনায় তদন্ত করা হচ্ছে। 

একটি সংবাদ সম্মেলনে লোপেজ বলেন, আমরা এখনও বলতে পারি না যে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে। তবে দেখে মনে করা হচ্ছে যে বিমানটি পড়ার আগে একটি (পাওয়ার) অ্যান্টেনার সাথে সংঘর্ষ হয়েছিল। 

স্থানীয় সময় শুক্রবার মিনাস গেরাইসের কারাতিঙ্গা শহরের কাছে একটি গ্রাম্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। 

ম্যানডোনসা ২০১৯ সালে ল্যাটিন গ্র্যামি পুরষ্কার জেতেন। ইউটিউবে এই শিল্পীর দুই কোটি ২০ লাখ অনুসারী রয়েছে। জনপ্রিয় মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে প্রতি মাসে প্রায় ৮০ লাখ শ্রোতা তাঁর গান শুনতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত