বিনোদন ডেস্ক
৩০ বছর পর একসঙ্গে পাওয়া গেল ফরেস্ট ও জেনিকে। হলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর এ দুই চরিত্র যে আবার ফিরবে, তা কল্পনায়ও ছিল না। ১৯৯৪ সালে ফরেস্ট গাম্প সিনেমা দিয়ে তুমুল খ্যাতি পেয়েছিলেন টম হ্যাঙ্কস ও রবিন রাইট।
তিন দশক পর নতুন সিনেমায় অভিনয় করলেন এ জুটি। ফরেস্ট গাম্প পরিচালক রবার্ট জেমেকিসই ফিরিয়ে আনলেন তাঁদের। এ পরিচালকের নতুন সিনেমা ‘হেয়ার’-এ দেখা যাবে টম হ্যাঙ্কস ও রবিন রাইটকে।
হেয়ার সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে এএফআই ফেস্টে সিনেমাটির প্রিমিয়ার হয়ে গেল। সেখানে টম হ্যাঙ্কস ও রবিন রাইট দুজনেই এসেছিলেন। একসঙ্গে উপভোগ করেন সিনেমাটি।
এতদিন পর কীভাবে একত্র হলেন তাঁরা, প্রশ্ন করতেই টম হ্যাঙ্কস রসিকতার ছলে জানালেন, নব্বইয়ের দশকে যেভাবে একসঙ্গে কাজ করেছিলেন, সেই একই প্রসেসে। টম হ্যাঙ্কস বলেন, ‘আমরাও নিজেদের মধ্যে এ আলাপ করেছি অনেকবার। প্রথম যেদিন আমরা হেয়ারের স্ক্রিপ্ট নিয়ে বসেছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না, এতদিন পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি আমরা। নিজেদেরকেই প্রশ্ন করছিলাম, এটা কী বিশ্বাসযোগ্য? কীভাবে ঘটল এটা?’
টম হ্যাঙ্কস জানিয়েছেন, ফরেস্ট গাম্পের পর একসঙ্গে কাজ না করলেও রবিন রাইটের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। দুজনের মধ্যে যেমন ভালো বোঝাপড়া আছে, তেমনি পরস্পরের প্রতি রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা। যে কারণে এতদিন পরও একসঙ্গে কাজ করাটা খুবই সহজ হয়েছে।
হেয়ার সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে টম হ্যাঙ্কস নিজেও জানতেন না, রবিন রাইটও থাকবেন এতে। পরে যখন পরিচালকের কাছে বিষয়টি শোনেন, অবাক হয়ে গিয়েছিলেন। ফরেস্ট গাম্পের অভিনেতাদের ফিরিয়ে আনতে হবে, এমন বড় কোনো পরিকল্পনা ছিল না রবার্ট জেমেকিসেরও। বলা ভালো, বিষয়টি অনেকটা অজান্তেই ঘটে গেছে।
ফরেস্ট গাম্প তৈরি হয়েছিল এক বোকাসোকা ছেলে ও তাঁর শৈশবের বান্ধবী জেনির গল্প নিয়ে। নানা প্রতিকূলতার পর এক সময়ে তারা বিয়ে করে। হেয়ার সিনেমাটিও সম্পর্কের গল্পে তৈরি হয়েছে। তবে এতে প্রাধান্য পেয়েছে একটি বাড়ি।
প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই বাড়িতে বসবাস করা একাধিক পরিবারের কাহিনি উঠে এসেছে হেয়ার সিনেমায়। এতে বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে হ্যাঙ্কস ও রাইটকে।
৩০ বছর পর একসঙ্গে পাওয়া গেল ফরেস্ট ও জেনিকে। হলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর এ দুই চরিত্র যে আবার ফিরবে, তা কল্পনায়ও ছিল না। ১৯৯৪ সালে ফরেস্ট গাম্প সিনেমা দিয়ে তুমুল খ্যাতি পেয়েছিলেন টম হ্যাঙ্কস ও রবিন রাইট।
তিন দশক পর নতুন সিনেমায় অভিনয় করলেন এ জুটি। ফরেস্ট গাম্প পরিচালক রবার্ট জেমেকিসই ফিরিয়ে আনলেন তাঁদের। এ পরিচালকের নতুন সিনেমা ‘হেয়ার’-এ দেখা যাবে টম হ্যাঙ্কস ও রবিন রাইটকে।
হেয়ার সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে এএফআই ফেস্টে সিনেমাটির প্রিমিয়ার হয়ে গেল। সেখানে টম হ্যাঙ্কস ও রবিন রাইট দুজনেই এসেছিলেন। একসঙ্গে উপভোগ করেন সিনেমাটি।
এতদিন পর কীভাবে একত্র হলেন তাঁরা, প্রশ্ন করতেই টম হ্যাঙ্কস রসিকতার ছলে জানালেন, নব্বইয়ের দশকে যেভাবে একসঙ্গে কাজ করেছিলেন, সেই একই প্রসেসে। টম হ্যাঙ্কস বলেন, ‘আমরাও নিজেদের মধ্যে এ আলাপ করেছি অনেকবার। প্রথম যেদিন আমরা হেয়ারের স্ক্রিপ্ট নিয়ে বসেছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না, এতদিন পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি আমরা। নিজেদেরকেই প্রশ্ন করছিলাম, এটা কী বিশ্বাসযোগ্য? কীভাবে ঘটল এটা?’
টম হ্যাঙ্কস জানিয়েছেন, ফরেস্ট গাম্পের পর একসঙ্গে কাজ না করলেও রবিন রাইটের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। দুজনের মধ্যে যেমন ভালো বোঝাপড়া আছে, তেমনি পরস্পরের প্রতি রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা। যে কারণে এতদিন পরও একসঙ্গে কাজ করাটা খুবই সহজ হয়েছে।
হেয়ার সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে টম হ্যাঙ্কস নিজেও জানতেন না, রবিন রাইটও থাকবেন এতে। পরে যখন পরিচালকের কাছে বিষয়টি শোনেন, অবাক হয়ে গিয়েছিলেন। ফরেস্ট গাম্পের অভিনেতাদের ফিরিয়ে আনতে হবে, এমন বড় কোনো পরিকল্পনা ছিল না রবার্ট জেমেকিসেরও। বলা ভালো, বিষয়টি অনেকটা অজান্তেই ঘটে গেছে।
ফরেস্ট গাম্প তৈরি হয়েছিল এক বোকাসোকা ছেলে ও তাঁর শৈশবের বান্ধবী জেনির গল্প নিয়ে। নানা প্রতিকূলতার পর এক সময়ে তারা বিয়ে করে। হেয়ার সিনেমাটিও সম্পর্কের গল্পে তৈরি হয়েছে। তবে এতে প্রাধান্য পেয়েছে একটি বাড়ি।
প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই বাড়িতে বসবাস করা একাধিক পরিবারের কাহিনি উঠে এসেছে হেয়ার সিনেমায়। এতে বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে হ্যাঙ্কস ও রাইটকে।
গিটার বাজাতে বাজাতেই চলে গেলেন গিটারিস্ট পিকলু। গতকাল ২০ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর রামপুরায় গিটার প্রশিক্ষণের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন পিকলু। অনুষ্ঠান শেষে গিটার হাতে জ্যামিং করেন।
৬ ঘণ্টা আগেছাত্র-জনতার জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আয়োজন করা হয়েছে কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’। ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ এই চ্যারিটি কনসার্টের প্রধান আকর্ষণ জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। কনসার্টটি আয়োজন করেছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্পিরিট অব জুলাই।
১৪ ঘণ্টা আগেরামায়ণ নিয়ে যেন একেবারে কুরুক্ষেত্র। একদিকে ‘মহাভারত’ সিরিয়ালের ভীষ্ম অর্থাৎ ছোট পর্দার শক্তিমান মুকেশ খান্না, অন্যদিকে বলিউডের ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, রামায়ণে হনুমান কার জন্য সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিলেন? সোনাক্ষী এ প্রশ্নের উত্তর দিতে
১৫ ঘণ্টা আগেমা-বাবা, অভিভাবকেরা সব সময় সন্তানের মঙ্গল কামনা করেন। তাই জীবন চলার পথে তাঁদের পরামর্শ ও মতকে প্রাধান্য দিতে শিখতে হবে। সংসারজীবনে কল্পনাকে প্রশ্রয় দিলে চলবে না। জীবনে ঘাত-প্রতিঘাত আসবে, তা ধৈর্য ও সাহস নিয়ে মোকাবিলা করতে হবে।
১৫ ঘণ্টা আগে