বিনোদন ডেস্ক
৩০ বছর পর একসঙ্গে পাওয়া গেল ফরেস্ট ও জেনিকে। হলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর এ দুই চরিত্র যে আবার ফিরবে, তা কল্পনায়ও ছিল না। ১৯৯৪ সালে ফরেস্ট গাম্প সিনেমা দিয়ে তুমুল খ্যাতি পেয়েছিলেন টম হ্যাঙ্কস ও রবিন রাইট।
তিন দশক পর নতুন সিনেমায় অভিনয় করলেন এ জুটি। ফরেস্ট গাম্প পরিচালক রবার্ট জেমেকিসই ফিরিয়ে আনলেন তাঁদের। এ পরিচালকের নতুন সিনেমা ‘হেয়ার’-এ দেখা যাবে টম হ্যাঙ্কস ও রবিন রাইটকে।
হেয়ার সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে এএফআই ফেস্টে সিনেমাটির প্রিমিয়ার হয়ে গেল। সেখানে টম হ্যাঙ্কস ও রবিন রাইট দুজনেই এসেছিলেন। একসঙ্গে উপভোগ করেন সিনেমাটি।
এতদিন পর কীভাবে একত্র হলেন তাঁরা, প্রশ্ন করতেই টম হ্যাঙ্কস রসিকতার ছলে জানালেন, নব্বইয়ের দশকে যেভাবে একসঙ্গে কাজ করেছিলেন, সেই একই প্রসেসে। টম হ্যাঙ্কস বলেন, ‘আমরাও নিজেদের মধ্যে এ আলাপ করেছি অনেকবার। প্রথম যেদিন আমরা হেয়ারের স্ক্রিপ্ট নিয়ে বসেছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না, এতদিন পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি আমরা। নিজেদেরকেই প্রশ্ন করছিলাম, এটা কী বিশ্বাসযোগ্য? কীভাবে ঘটল এটা?’
টম হ্যাঙ্কস জানিয়েছেন, ফরেস্ট গাম্পের পর একসঙ্গে কাজ না করলেও রবিন রাইটের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। দুজনের মধ্যে যেমন ভালো বোঝাপড়া আছে, তেমনি পরস্পরের প্রতি রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা। যে কারণে এতদিন পরও একসঙ্গে কাজ করাটা খুবই সহজ হয়েছে।
হেয়ার সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে টম হ্যাঙ্কস নিজেও জানতেন না, রবিন রাইটও থাকবেন এতে। পরে যখন পরিচালকের কাছে বিষয়টি শোনেন, অবাক হয়ে গিয়েছিলেন। ফরেস্ট গাম্পের অভিনেতাদের ফিরিয়ে আনতে হবে, এমন বড় কোনো পরিকল্পনা ছিল না রবার্ট জেমেকিসেরও। বলা ভালো, বিষয়টি অনেকটা অজান্তেই ঘটে গেছে।
ফরেস্ট গাম্প তৈরি হয়েছিল এক বোকাসোকা ছেলে ও তাঁর শৈশবের বান্ধবী জেনির গল্প নিয়ে। নানা প্রতিকূলতার পর এক সময়ে তারা বিয়ে করে। হেয়ার সিনেমাটিও সম্পর্কের গল্পে তৈরি হয়েছে। তবে এতে প্রাধান্য পেয়েছে একটি বাড়ি।
প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই বাড়িতে বসবাস করা একাধিক পরিবারের কাহিনি উঠে এসেছে হেয়ার সিনেমায়। এতে বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে হ্যাঙ্কস ও রাইটকে।
৩০ বছর পর একসঙ্গে পাওয়া গেল ফরেস্ট ও জেনিকে। হলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর এ দুই চরিত্র যে আবার ফিরবে, তা কল্পনায়ও ছিল না। ১৯৯৪ সালে ফরেস্ট গাম্প সিনেমা দিয়ে তুমুল খ্যাতি পেয়েছিলেন টম হ্যাঙ্কস ও রবিন রাইট।
তিন দশক পর নতুন সিনেমায় অভিনয় করলেন এ জুটি। ফরেস্ট গাম্প পরিচালক রবার্ট জেমেকিসই ফিরিয়ে আনলেন তাঁদের। এ পরিচালকের নতুন সিনেমা ‘হেয়ার’-এ দেখা যাবে টম হ্যাঙ্কস ও রবিন রাইটকে।
হেয়ার সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে এএফআই ফেস্টে সিনেমাটির প্রিমিয়ার হয়ে গেল। সেখানে টম হ্যাঙ্কস ও রবিন রাইট দুজনেই এসেছিলেন। একসঙ্গে উপভোগ করেন সিনেমাটি।
এতদিন পর কীভাবে একত্র হলেন তাঁরা, প্রশ্ন করতেই টম হ্যাঙ্কস রসিকতার ছলে জানালেন, নব্বইয়ের দশকে যেভাবে একসঙ্গে কাজ করেছিলেন, সেই একই প্রসেসে। টম হ্যাঙ্কস বলেন, ‘আমরাও নিজেদের মধ্যে এ আলাপ করেছি অনেকবার। প্রথম যেদিন আমরা হেয়ারের স্ক্রিপ্ট নিয়ে বসেছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না, এতদিন পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি আমরা। নিজেদেরকেই প্রশ্ন করছিলাম, এটা কী বিশ্বাসযোগ্য? কীভাবে ঘটল এটা?’
টম হ্যাঙ্কস জানিয়েছেন, ফরেস্ট গাম্পের পর একসঙ্গে কাজ না করলেও রবিন রাইটের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। দুজনের মধ্যে যেমন ভালো বোঝাপড়া আছে, তেমনি পরস্পরের প্রতি রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা। যে কারণে এতদিন পরও একসঙ্গে কাজ করাটা খুবই সহজ হয়েছে।
হেয়ার সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে টম হ্যাঙ্কস নিজেও জানতেন না, রবিন রাইটও থাকবেন এতে। পরে যখন পরিচালকের কাছে বিষয়টি শোনেন, অবাক হয়ে গিয়েছিলেন। ফরেস্ট গাম্পের অভিনেতাদের ফিরিয়ে আনতে হবে, এমন বড় কোনো পরিকল্পনা ছিল না রবার্ট জেমেকিসেরও। বলা ভালো, বিষয়টি অনেকটা অজান্তেই ঘটে গেছে।
ফরেস্ট গাম্প তৈরি হয়েছিল এক বোকাসোকা ছেলে ও তাঁর শৈশবের বান্ধবী জেনির গল্প নিয়ে। নানা প্রতিকূলতার পর এক সময়ে তারা বিয়ে করে। হেয়ার সিনেমাটিও সম্পর্কের গল্পে তৈরি হয়েছে। তবে এতে প্রাধান্য পেয়েছে একটি বাড়ি।
প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই বাড়িতে বসবাস করা একাধিক পরিবারের কাহিনি উঠে এসেছে হেয়ার সিনেমায়। এতে বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে হ্যাঙ্কস ও রাইটকে।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
১০ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
১০ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
১০ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
১০ ঘণ্টা আগে