বিনোদন ডেস্ক
বিশ্বনন্দিত ইরানি সিনেমা নির্মাতা জাফর পানাহির ছেলে পানাহ পানাহি প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। নাম ‘হিট দ্য রোড’। ছবিটির ক্যামেরাম্যান পানাহর বোন সোলমেজ পানাহি। ইরানে নিষিদ্ধ পরিচালক জাফরের ছেলের এই সিনেমা প্রথমবারের মতো দেখা গেল কানে। এই বছর ৭৩তম কান উৎসবে সিনেমাটি ‘ডিরেক্টরস ফোর্টনাইট’ বিভাগে প্রতিযোগিতা করছে। ‘ইয়ার অব দ্য এভারলাস্টিং স্ট্রম’ এন্থলজি শর্টফিল্ম বানিয়ে প্রশংসিত হয়েছিলেন। পানাহ বলেন, ‘সিনেমা নির্মাণের আগে থেকেই জানি যে আমার প্রথম লড়াইটা হবে আমার বাবার সঙ্গে। আমার বাবা কানে ১৯৯৫ সালেই পুরস্কিত হয়েছেন। আর মানুষ তাঁর সঙ্গে আমার তুলনা শুরু করবেন, এটাই স্বাভাবিক। যেটা আমার বাবার জন্য অস্বস্তির। কারণ তিনি চান যে আমার মৌলিক কোনো কৃতিত্ব থাকুক যার জন্য তিনি গর্ববোধ করতে পারেন। সারাজীবন আমি সেই চেষ্টাই করব। আর তার প্রথমধাপ এই সিনেমা। সিনেমাটি নির্মাণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো বাবার ছিটেফোঁটাও যেন এখানে আশ্রয় না পায়।’
এক ইরানি পরিবারের রোড ট্রিপের গল্প দেখানো হয়েছে ‘হিট দ্য রোড’ সিনেমায়। সিনেমায় ইরানের সমাজটাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এর আগে বাবার সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন পানাহ। নিজের প্রথম সিনেমায় বাবার সাহায্য ছিলো না? ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে পানাহ বলেন,‘স্ক্রিপ্ট লিখে আমি বাবাকে দেখিয়েছি। বললাম আমি এই স্ক্রিপ্টে খুব শীঘ্রই শুটিং শুরু করতে চাই। বাবা কোনো কারেকশন দেননি। তবে পোস্ট প্রডাকশনে অনেক হেল্প করেছেন।’
দুই বছর আগে ৭১তম কান উৎসবেও পুরস্কৃত হয়েছিল জাফর পানাহির ছবি ‘থ্রি ফেসেস’। ছবিটি জিতে নিয়েছে আসরের সেরা চিত্রনাট্যকারের পুরস্কার। তবে ‘গৃহবন্দি’ থাকার কারণে পুরস্কার নিতে পারেননি পানাহি। এই ছবিটি এডিটিং করেছিলেন পানাহ।
ইরান সরকার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এনে ২০১০ সালে স্ত্রী-কন্যাসহ জাফর পানাহিকে গ্রেপ্তার করে। তখন তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়, সঙ্গে ২০ বছর চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞাও। কারাভোগের পর এই নির্মাতাকে গৃহবন্দি করে রাখা হয়। বিদেশ ভ্রমণ ও সব রকম সাক্ষাৎকার দেওয়াতেও দেশটির আদালত নিষেধাজ্ঞা আরোপ করেন।
এরপরও থমকে যাননি ৬১ বছর বয়সী এই হার না মানা নির্মাতা। সব প্রতিবন্ধকতাকে পায়ে ঢেলে নির্মাণ করে গেছেন চলচ্চিত্র। বন্দি জীবনে মোট চারটি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। এর একটিই হলো ‘থ্রি ফেসেস’।
ফ্রান্স সরকার ইরান সরকারের কাছে পানাহিকে আসতে দেওয়ার সুপারিশ করলেও তাতে কাজ হয়নি। তার সম্মানে সেই বছর সংবাদ সম্মেলনের একটি চেয়ার শূন্য রাখা হয়।
‘থ্রি ফেসেস’ নির্মাণ করাটা এতো সহজ ব্যাপার ছিলো না। নিষেধাজ্ঞা কাঁধে নিয়ে লুকিয়ে পুরো ছবির শুটিং শেষ করতে হয়েছে। সীমান্তবর্তী তিনটি গ্রামে ছবিটির শুটিং হয়। স্থানগুলোর মধ্যে একটি পানাহির বাবার জন্মস্থান, একটি তার মায়ের আর অন্যটি তার দাদার। সেখানকার মানুষ পানাহিকে চেনেন তাই শুটিং করতে তেমন বেগ পেতে হয়নি। এমনভাবে এগিয়ে যাচ্ছে জাফর পানাহি।
বিশ্বনন্দিত ইরানি সিনেমা নির্মাতা জাফর পানাহির ছেলে পানাহ পানাহি প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। নাম ‘হিট দ্য রোড’। ছবিটির ক্যামেরাম্যান পানাহর বোন সোলমেজ পানাহি। ইরানে নিষিদ্ধ পরিচালক জাফরের ছেলের এই সিনেমা প্রথমবারের মতো দেখা গেল কানে। এই বছর ৭৩তম কান উৎসবে সিনেমাটি ‘ডিরেক্টরস ফোর্টনাইট’ বিভাগে প্রতিযোগিতা করছে। ‘ইয়ার অব দ্য এভারলাস্টিং স্ট্রম’ এন্থলজি শর্টফিল্ম বানিয়ে প্রশংসিত হয়েছিলেন। পানাহ বলেন, ‘সিনেমা নির্মাণের আগে থেকেই জানি যে আমার প্রথম লড়াইটা হবে আমার বাবার সঙ্গে। আমার বাবা কানে ১৯৯৫ সালেই পুরস্কিত হয়েছেন। আর মানুষ তাঁর সঙ্গে আমার তুলনা শুরু করবেন, এটাই স্বাভাবিক। যেটা আমার বাবার জন্য অস্বস্তির। কারণ তিনি চান যে আমার মৌলিক কোনো কৃতিত্ব থাকুক যার জন্য তিনি গর্ববোধ করতে পারেন। সারাজীবন আমি সেই চেষ্টাই করব। আর তার প্রথমধাপ এই সিনেমা। সিনেমাটি নির্মাণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো বাবার ছিটেফোঁটাও যেন এখানে আশ্রয় না পায়।’
এক ইরানি পরিবারের রোড ট্রিপের গল্প দেখানো হয়েছে ‘হিট দ্য রোড’ সিনেমায়। সিনেমায় ইরানের সমাজটাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এর আগে বাবার সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন পানাহ। নিজের প্রথম সিনেমায় বাবার সাহায্য ছিলো না? ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে পানাহ বলেন,‘স্ক্রিপ্ট লিখে আমি বাবাকে দেখিয়েছি। বললাম আমি এই স্ক্রিপ্টে খুব শীঘ্রই শুটিং শুরু করতে চাই। বাবা কোনো কারেকশন দেননি। তবে পোস্ট প্রডাকশনে অনেক হেল্প করেছেন।’
দুই বছর আগে ৭১তম কান উৎসবেও পুরস্কৃত হয়েছিল জাফর পানাহির ছবি ‘থ্রি ফেসেস’। ছবিটি জিতে নিয়েছে আসরের সেরা চিত্রনাট্যকারের পুরস্কার। তবে ‘গৃহবন্দি’ থাকার কারণে পুরস্কার নিতে পারেননি পানাহি। এই ছবিটি এডিটিং করেছিলেন পানাহ।
ইরান সরকার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এনে ২০১০ সালে স্ত্রী-কন্যাসহ জাফর পানাহিকে গ্রেপ্তার করে। তখন তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়, সঙ্গে ২০ বছর চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞাও। কারাভোগের পর এই নির্মাতাকে গৃহবন্দি করে রাখা হয়। বিদেশ ভ্রমণ ও সব রকম সাক্ষাৎকার দেওয়াতেও দেশটির আদালত নিষেধাজ্ঞা আরোপ করেন।
এরপরও থমকে যাননি ৬১ বছর বয়সী এই হার না মানা নির্মাতা। সব প্রতিবন্ধকতাকে পায়ে ঢেলে নির্মাণ করে গেছেন চলচ্চিত্র। বন্দি জীবনে মোট চারটি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। এর একটিই হলো ‘থ্রি ফেসেস’।
ফ্রান্স সরকার ইরান সরকারের কাছে পানাহিকে আসতে দেওয়ার সুপারিশ করলেও তাতে কাজ হয়নি। তার সম্মানে সেই বছর সংবাদ সম্মেলনের একটি চেয়ার শূন্য রাখা হয়।
‘থ্রি ফেসেস’ নির্মাণ করাটা এতো সহজ ব্যাপার ছিলো না। নিষেধাজ্ঞা কাঁধে নিয়ে লুকিয়ে পুরো ছবির শুটিং শেষ করতে হয়েছে। সীমান্তবর্তী তিনটি গ্রামে ছবিটির শুটিং হয়। স্থানগুলোর মধ্যে একটি পানাহির বাবার জন্মস্থান, একটি তার মায়ের আর অন্যটি তার দাদার। সেখানকার মানুষ পানাহিকে চেনেন তাই শুটিং করতে তেমন বেগ পেতে হয়নি। এমনভাবে এগিয়ে যাচ্ছে জাফর পানাহি।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১২ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৪ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৫ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৬ ঘণ্টা আগে