বিনোদন ডেস্ক
অস্কার অনুভূতি
চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ওরফে অস্কারের ৯৩তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা হলো আজ (২৬ এপ্রিল)। এবার সেরা ছবি হয়েছে ‘নোম্যাডল্যান্ড’ , আর সেই সূত্রে সেরা পরিচালক হয়ে ইতিহাস গড়লেন চীনা পরিচালক ক্লোয়ি ঝাও। দ্বিতীয় নারী পরিচালক হিসেবে অস্কার পেলেন তিনি।
‘নোম্যাডল্যান্ড’ -এর গল্পটা ফার্ন নামের এক নারীকে ঘিরে। আমেরিকার মহামন্দার সময় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন ষাটে পা দেওয়া ফার্ন। এরপর ছুটে যান পশ্চিমে। বেছে নেন এ যুগের যাযাবর জীবন। আর ফার্নের চরিত্রটাকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলে সেরা অভিনেত্রীর অস্কারটা বাগিয়ে নিয়েছেন ফ্রান্সেস ম্যাকডোরমান্ড। এ নিয়ে তিনটি অস্কার পেলেন এ অভিনেত্রী। তিনটিই পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে (আগের দুটি ছবি হলো- ‘ফারগো’ , ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং মিসৌরি’।
‘দ্য ফাদার’ ছবিতে ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন অ্যান্থনি হপকিন্স। একইসঙ্গে তিনি আবার অস্কারজয়ী সবচেয়ে বেশি বয়সী অভিনেতাও।
অস্কার প্রাপ্তির পর কলাকুশলীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেছেন:
‘প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার শুভাকাঙ্খীদের। আমি গর্বিত। তবে খুব অবাক হয়েছি। আমার কোনো প্রত্যাশাই ছিল না। খুব করে চাচ্ছিলাম প্রয়াত চ্যাডউকি যেন পুরস্কারটা পায়। এই পুরস্কার আমি চ্যাডউইককে উৎসর্গ করছি।’
অ্যান্থনি হপকিন্স, সেরা অভিনেতা
‘আমার কিছু বলার নেই। আমার রয়েছে এক ধারালো তলোয়ার। আর সেটিই আমার বর্ণমালা। আপনারা জানেন, আমাদের সেই ধারালো অস্ত্র কী! সেটি আমাদের কাজ, আমাদের অভিনয়। সেটিই যা বলার বলে। আমার আজ তাই কিছু বলার নেই।’
ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড, সেরা অভিনেত্রী
‘আমি দুনিয়ার যেখানে যার সঙ্গেই মিশেছি, তাদের ভালো দিকটাই দেখেছি। আর তাই আমার এই পুরস্কারটা তাদের জন্য উৎসর্গ করছি, যারা নিজেদের মধ্যে ভালো মানুষটাকে ধরে রাখার মতো সাহস দেখিয়ে চলেছেন, তা যতোই কঠিন হোক না কেন। এমন মানুষদের উৎসাহেই আমার সিনেমা। জীবনে এমন সিনেমা বানানোর অভিজ্ঞতা একবারই হয়’।
ক্লোয়ি ঝাও, সেরা পরিচালক
ট্রফিটা বড্ড শীতল আর ভারী ঠেকছে। আর আমি কিন্তু কেঁদে ফেলবো না, কারণ এটা ঠিক ইংরেজদের মতো আচরণ হবে না। নারীদের না-বলা অভিজ্ঞতা খুঁজে বের করে তাদের গল্প বলা আমাদের দায়িত্ব। এই পুরস্কার আমাকে আরো দু:সাহসী করে তুললো।
এমারেল্ড ফেনেল, সেরা মৌলিক চিত্রনাট্য
যে ছবির জন্য অস্কার পেলাম, সেটার শুটিং শুরুর চারদিনের মধ্যে সড়ক দুর্ঘটনায় আমার মেয়ে মারা যায়। প্রচণ্ড কষ্ট বুকে চেপে ঠিক করি মেয়ের স্মৃতি ধরে রাখতেই এ সিনেমার কাজ শেষ করবো। জীবনের জয়গানের বার্তা নিয়ে বানানো সিনেমাটির শেষে তাই মেয়ের নাম ‘আইডা’ জুড়ে দিয়েছি।
থমাস ভিনটারবার্গ, পরিচালক, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
আমি পৃথিবীর আরেক প্রান্তে বাস করি। টেলিভিশনেই দেখি অস্কারের আয়োজন। কিন্তু আজ আমি এখানে, আমি বিশ্বাস করতে পারছি না! মিনারি’ সিনেমার নির্মাতা লি আইজাক চুংকে ‘আমার ক্যাপ্টেন’। তাকে বলতে হয় আমি আপনার চেয়েও ভাগ্যবান।, ইয়ুহ-জুং ইয়ান, সেরা পার্শ্ব অভিনেত্রী
অস্কার অনুভূতি
চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ওরফে অস্কারের ৯৩তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা হলো আজ (২৬ এপ্রিল)। এবার সেরা ছবি হয়েছে ‘নোম্যাডল্যান্ড’ , আর সেই সূত্রে সেরা পরিচালক হয়ে ইতিহাস গড়লেন চীনা পরিচালক ক্লোয়ি ঝাও। দ্বিতীয় নারী পরিচালক হিসেবে অস্কার পেলেন তিনি।
‘নোম্যাডল্যান্ড’ -এর গল্পটা ফার্ন নামের এক নারীকে ঘিরে। আমেরিকার মহামন্দার সময় সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন ষাটে পা দেওয়া ফার্ন। এরপর ছুটে যান পশ্চিমে। বেছে নেন এ যুগের যাযাবর জীবন। আর ফার্নের চরিত্রটাকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলে সেরা অভিনেত্রীর অস্কারটা বাগিয়ে নিয়েছেন ফ্রান্সেস ম্যাকডোরমান্ড। এ নিয়ে তিনটি অস্কার পেলেন এ অভিনেত্রী। তিনটিই পেয়েছেন সেরা অভিনেত্রী হিসেবে (আগের দুটি ছবি হলো- ‘ফারগো’ , ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং মিসৌরি’।
‘দ্য ফাদার’ ছবিতে ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন অ্যান্থনি হপকিন্স। একইসঙ্গে তিনি আবার অস্কারজয়ী সবচেয়ে বেশি বয়সী অভিনেতাও।
অস্কার প্রাপ্তির পর কলাকুশলীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেছেন:
‘প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার শুভাকাঙ্খীদের। আমি গর্বিত। তবে খুব অবাক হয়েছি। আমার কোনো প্রত্যাশাই ছিল না। খুব করে চাচ্ছিলাম প্রয়াত চ্যাডউকি যেন পুরস্কারটা পায়। এই পুরস্কার আমি চ্যাডউইককে উৎসর্গ করছি।’
অ্যান্থনি হপকিন্স, সেরা অভিনেতা
‘আমার কিছু বলার নেই। আমার রয়েছে এক ধারালো তলোয়ার। আর সেটিই আমার বর্ণমালা। আপনারা জানেন, আমাদের সেই ধারালো অস্ত্র কী! সেটি আমাদের কাজ, আমাদের অভিনয়। সেটিই যা বলার বলে। আমার আজ তাই কিছু বলার নেই।’
ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড, সেরা অভিনেত্রী
‘আমি দুনিয়ার যেখানে যার সঙ্গেই মিশেছি, তাদের ভালো দিকটাই দেখেছি। আর তাই আমার এই পুরস্কারটা তাদের জন্য উৎসর্গ করছি, যারা নিজেদের মধ্যে ভালো মানুষটাকে ধরে রাখার মতো সাহস দেখিয়ে চলেছেন, তা যতোই কঠিন হোক না কেন। এমন মানুষদের উৎসাহেই আমার সিনেমা। জীবনে এমন সিনেমা বানানোর অভিজ্ঞতা একবারই হয়’।
ক্লোয়ি ঝাও, সেরা পরিচালক
ট্রফিটা বড্ড শীতল আর ভারী ঠেকছে। আর আমি কিন্তু কেঁদে ফেলবো না, কারণ এটা ঠিক ইংরেজদের মতো আচরণ হবে না। নারীদের না-বলা অভিজ্ঞতা খুঁজে বের করে তাদের গল্প বলা আমাদের দায়িত্ব। এই পুরস্কার আমাকে আরো দু:সাহসী করে তুললো।
এমারেল্ড ফেনেল, সেরা মৌলিক চিত্রনাট্য
যে ছবির জন্য অস্কার পেলাম, সেটার শুটিং শুরুর চারদিনের মধ্যে সড়ক দুর্ঘটনায় আমার মেয়ে মারা যায়। প্রচণ্ড কষ্ট বুকে চেপে ঠিক করি মেয়ের স্মৃতি ধরে রাখতেই এ সিনেমার কাজ শেষ করবো। জীবনের জয়গানের বার্তা নিয়ে বানানো সিনেমাটির শেষে তাই মেয়ের নাম ‘আইডা’ জুড়ে দিয়েছি।
থমাস ভিনটারবার্গ, পরিচালক, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
আমি পৃথিবীর আরেক প্রান্তে বাস করি। টেলিভিশনেই দেখি অস্কারের আয়োজন। কিন্তু আজ আমি এখানে, আমি বিশ্বাস করতে পারছি না! মিনারি’ সিনেমার নির্মাতা লি আইজাক চুংকে ‘আমার ক্যাপ্টেন’। তাকে বলতে হয় আমি আপনার চেয়েও ভাগ্যবান।, ইয়ুহ-জুং ইয়ান, সেরা পার্শ্ব অভিনেত্রী
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
১২ ঘণ্টা আগেভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
১৩ ঘণ্টা আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
১৫ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
১৮ ঘণ্টা আগে