বিনোদন ডেস্ক
মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন ২০২২ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্ট তথা অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা উইয়ার। ঘোড়ার পীঠে চড়ার সময় পড়ে গিয়ে ২৩ বছর বয়সী এই মডেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
প্রতিবেদন থেকে জানা গেছে, ঘোড়ায় চড়তে ভালোবাসতেন সিয়েনা। গত ২ এপ্রিল শখের বসে ঘোড়ায় চড়েছিলেন তিনি। কিন্তু তখনই ঘটে অঘটন। ঘোড়া উলটে এর নিচে চাপা পড়েন সিয়েনা। সেই চোটেই সঙ্গে সঙ্গেই কোমায় চলে যান তিনি। এরপরে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকেরা আশার আলো দেখতে পাচ্ছিলেন না। তাই শেষমেশ তাঁর পরিবারের সিদ্ধান্তে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় তাঁর।
২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা। শেষ পর্ব পর্যন্ত পৌঁছান তিনি। শেষ ২২ জন ফাইনালিস্টের মধ্যে স্থান করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই মডেল। যদিও এর আগে থেকেই মডেল হিসেবে রীতিমতো জনপ্রিয় ছিলেন তিনি। তবে মিস ইউনিভার্স প্রতিযোগিতা তাঁকে পৌঁছে দিয়েছিল পৃথিবীর কাছে।
যুক্তরাজ্যে নিজের ক্যারিয়ার দেখছিলেন সিয়েনা উইয়ার। কয়েক দিন আগেই জানিয়েছিলেন, ক্যারিয়ারের জন্য ইংল্যান্ডে চলে যেতে চান তিনি। সেখানেই মডেল ও অভিনেত্রী হিসেবে কাজ শুরু করতে চান। শুধু তাই নয়, তাঁর পরিবারের অনেকেই সেখানে থাকেন। এরপর থেকে তাদের সঙ্গেই থাকতে চান বলে জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হলো না। খুব প্রিয় শখের কারণেই প্রাণ গেল সিয়েনার।
মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন ২০২২ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্ট তথা অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা উইয়ার। ঘোড়ার পীঠে চড়ার সময় পড়ে গিয়ে ২৩ বছর বয়সী এই মডেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
প্রতিবেদন থেকে জানা গেছে, ঘোড়ায় চড়তে ভালোবাসতেন সিয়েনা। গত ২ এপ্রিল শখের বসে ঘোড়ায় চড়েছিলেন তিনি। কিন্তু তখনই ঘটে অঘটন। ঘোড়া উলটে এর নিচে চাপা পড়েন সিয়েনা। সেই চোটেই সঙ্গে সঙ্গেই কোমায় চলে যান তিনি। এরপরে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকেরা আশার আলো দেখতে পাচ্ছিলেন না। তাই শেষমেশ তাঁর পরিবারের সিদ্ধান্তে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় তাঁর।
২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা। শেষ পর্ব পর্যন্ত পৌঁছান তিনি। শেষ ২২ জন ফাইনালিস্টের মধ্যে স্থান করে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই মডেল। যদিও এর আগে থেকেই মডেল হিসেবে রীতিমতো জনপ্রিয় ছিলেন তিনি। তবে মিস ইউনিভার্স প্রতিযোগিতা তাঁকে পৌঁছে দিয়েছিল পৃথিবীর কাছে।
যুক্তরাজ্যে নিজের ক্যারিয়ার দেখছিলেন সিয়েনা উইয়ার। কয়েক দিন আগেই জানিয়েছিলেন, ক্যারিয়ারের জন্য ইংল্যান্ডে চলে যেতে চান তিনি। সেখানেই মডেল ও অভিনেত্রী হিসেবে কাজ শুরু করতে চান। শুধু তাই নয়, তাঁর পরিবারের অনেকেই সেখানে থাকেন। এরপর থেকে তাদের সঙ্গেই থাকতে চান বলে জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হলো না। খুব প্রিয় শখের কারণেই প্রাণ গেল সিয়েনার।
২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
৪ মিনিট আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১৯ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
২০ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১ দিন আগে