গত রমজানে কোরআন পড়ার অনুভূতি জানালেন হলিউড অভিনেতা উইল স্মিথ

বিনোদন ডেস্ক
Thumbnail image

সৌদি আরব সফরে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। আর সেখানেই তিনি মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন পড়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। কোরআন নিয়ে তাঁর মুগ্ধতার কথা বলতে গিয়ে এই পবিত্র গ্রন্থকে ‘স্ফটিকের মতো স্বচ্ছ’ বলে বর্ণনা করেছেন তিনি। প্রশংসা করেছেন এর প্রাঞ্জলতারও। অভিনেতার ভাষায়, ‘কোরআন সুন্দর ও স্পষ্ট’।

সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের রমজান মাসে কোরআন পড়েছিলেন উইল স্মিথ। সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, ‘এটির সরলতা আমার ভালো লেগেছে; কোরআন খুব স্পষ্ট; স্ফটিকের মতো স্বচ্ছ। কোরআন পড়ে ভুল বোঝার সুযোগ নেই।’

উইল স্মিথ আরও জানিয়েছেন, ইহুদিদের তোরাহ ও খ্রিষ্টানদের বাইবেলও তিনি পড়েছেন। আর কোরআন, তোরাহ ও বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পেয়ে অবাক হয়েছেন।

তিনি বলেন, ‘এগুলোর মধ্যে একটি গল্পের বিষয়ে এত মিল পেয়ে আমি অবাক হয়েছিলাম। একজন পিতা হিসেবে ইব্রাহিমের পরবর্তীতে আইজ্যাক (ইসা) ও ইসমাইলের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি আমি কখনোই পুরোপুরি বুঝতে পারিনি। যখন তিনটি গ্রন্থ পড়ে পুরো বিষয়টি অনুধাবন করতে পারি, সেই অনুভূতিটা সত্যিই সুন্দর ছিল।’

অভিনেতা উইল স্মিথ।এমবিসির পডকাস্টে মধ্যপ্রাচ্যের দেশগুলো ও এসব দেশের সংস্কৃতি নিয়ে নিজের ভালোবাসার কথাও উল্লেখ করেছেন উইল স্মিথ। তিনি মজা করে বলেছেন, ‘আমার মনে হয় আমার পূর্বের জীবনে দৈত্য ছিলাম। মনে হচ্ছে আমি আমার বাড়িতেই আছি। বিষয়টি আমার ভালো লাগছে।’

প্রসঙ্গত, গাই রিচি পরিচালিত হলিউডের ব্যবসাসফল সিনেমা ‘আলাদিন’–এ জিনি (দৈত্য) চরিত্রে অভিনয় করেন উইল স্মিথ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত