বিনোদন ডেস্ক
ঢাকা: আবার ভয় দেখাতে এসেছে কনজুরিং। ৪ জুন মুক্তি পেয়েছে কনজুরিং সিরিজের তিন নম্বর ছবি ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’। পিশাচের খোঁজে নতুন কেস পেয়েছে অ্যাডওয়ার্ড ও লরেন ওয়ারেন।
১৯৮১ সালে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়া আর্নে জনসনের জীবনের বাস্তব ঘটনা নিয়েই তৈরি হয়েছে ছবিটি। পরিচালক মাইকেল কেভসের দাবি, কনজুরিং সিরিজের এই ছবিটিই সবচেয়ে ভয়ের।
২০১৬ সালে এসেছিল ভৌতিক ছবি ‘কনজুরিং ২’। প্রায় পাঁচ বছর অপেক্ষার পর এল সিরিজের তিন নম্বর কিস্তি। ১৯৮১ সালে হত্যার অপরাধে আর্নে জনসন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যদিও যুবকের দাবি ছিল, সে হত্যা করেনি। কেউ জোর করে তাকে দিয়ে হত্যা করিয়েছে।
তদন্তে নেমে জানা যায়, ওই যুবকের জীবনে ঘটে গেছে নানা অলৌকিক ঘটনা। আর যেখানেই অলৌকিক ঘটনা, সেখানেই উপস্থিত হয় অ্যাড ও লরেন জুটি। ভূতগ্রস্ত যুবককে বাঁচাতে সব রকমের অলৌকিক শক্তিকে নির্মূল করার পদক্ষেপ নেয় তারা।
দেখে নিন ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’ সিনেমার ট্রেলার:
ছবিতে অ্যাড ও লরেনের ভূমিকায় অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফার্মিগা। তিনটি অ্যানাবেল, দ্য নান ও দুটি কনজুরিং–এর পর এটি কনজুরিং গোত্রের সাত নম্বর ছবি। বক্স অফিসেও ছবিগুলোর বাজার এককথায় অসাধারণ। ‘কনজুরিং ৩’ মুক্তি পেয়েছে সিনেমা হলে। দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সেও।
কনজুরিং সিরিজের এ ছবিটিকে ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। দর্শকেরা যে দীর্ঘদিন ভয় পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেটা বোঝা যাচ্ছে মুক্তির পর বক্স অফিসের হিসাব দেখে। প্রথম দিনেই ‘কনজুরিং ৩’– এর আয় এক কোটি ডলারেরও বেশি। ধারনা করা হচ্ছে, শনি ও রোববারের আয় মিলিয়ে সংখ্যাটি দাঁড়াবে আড়াই কোটি ডলারেরও বেশি।
ঢাকা: আবার ভয় দেখাতে এসেছে কনজুরিং। ৪ জুন মুক্তি পেয়েছে কনজুরিং সিরিজের তিন নম্বর ছবি ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’। পিশাচের খোঁজে নতুন কেস পেয়েছে অ্যাডওয়ার্ড ও লরেন ওয়ারেন।
১৯৮১ সালে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়া আর্নে জনসনের জীবনের বাস্তব ঘটনা নিয়েই তৈরি হয়েছে ছবিটি। পরিচালক মাইকেল কেভসের দাবি, কনজুরিং সিরিজের এই ছবিটিই সবচেয়ে ভয়ের।
২০১৬ সালে এসেছিল ভৌতিক ছবি ‘কনজুরিং ২’। প্রায় পাঁচ বছর অপেক্ষার পর এল সিরিজের তিন নম্বর কিস্তি। ১৯৮১ সালে হত্যার অপরাধে আর্নে জনসন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যদিও যুবকের দাবি ছিল, সে হত্যা করেনি। কেউ জোর করে তাকে দিয়ে হত্যা করিয়েছে।
তদন্তে নেমে জানা যায়, ওই যুবকের জীবনে ঘটে গেছে নানা অলৌকিক ঘটনা। আর যেখানেই অলৌকিক ঘটনা, সেখানেই উপস্থিত হয় অ্যাড ও লরেন জুটি। ভূতগ্রস্ত যুবককে বাঁচাতে সব রকমের অলৌকিক শক্তিকে নির্মূল করার পদক্ষেপ নেয় তারা।
দেখে নিন ‘দ্য কনজুরিং: দ্য ডেভিল মেড মি ডু ইট’ সিনেমার ট্রেলার:
ছবিতে অ্যাড ও লরেনের ভূমিকায় অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও ভেরা ফার্মিগা। তিনটি অ্যানাবেল, দ্য নান ও দুটি কনজুরিং–এর পর এটি কনজুরিং গোত্রের সাত নম্বর ছবি। বক্স অফিসেও ছবিগুলোর বাজার এককথায় অসাধারণ। ‘কনজুরিং ৩’ মুক্তি পেয়েছে সিনেমা হলে। দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সেও।
কনজুরিং সিরিজের এ ছবিটিকে ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। দর্শকেরা যে দীর্ঘদিন ভয় পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেটা বোঝা যাচ্ছে মুক্তির পর বক্স অফিসের হিসাব দেখে। প্রথম দিনেই ‘কনজুরিং ৩’– এর আয় এক কোটি ডলারেরও বেশি। ধারনা করা হচ্ছে, শনি ও রোববারের আয় মিলিয়ে সংখ্যাটি দাঁড়াবে আড়াই কোটি ডলারেরও বেশি।
প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রায় ৭২ ঘণ্টা ধরেই শিরোনামে। নেটিজেনদের কৌতূহল যেন থামছেই না। এরই মধ্যে যেন আগুনে ঘি পড়েছে তাঁর দলের বেস গিটারিস্টেরও বিবাহ বিচ্ছেদের ঘোষণায়। একদিনের ব্যবধানে দুজনের বিচ্ছেদকে জুড়ে দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় মেতেছেন নেটিজেনরা...
১ ঘণ্টা আগেঅডিও অ্যালবামের যুগ শেষ হওয়ার পর হারিয়ে যেতে বসেছে মিক্সড অ্যালবামের প্রচলন। ইউটিউবে যে যার মতো একক কিংবা দ্বৈত গান প্রকাশ করছেন। এমন সময় ৫৪ শিল্পীকে নিয়ে ৬৩ গানের উদ্যোগ নিয়েছেন স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। নাম দিয়েছেন ‘যেটা আমাদের নিজের মতোন’।
২ ঘণ্টা আগেএকটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘হৃদয়ে বসবাস’। জামিউর রহমান লেমনের রচনায় হৃদয়ে বসবাস নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক। আজ রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে প্রচারিত হবে নাটকটি।
২ ঘণ্টা আগেচলতি সপ্তাহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। তবে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল দুটি হলিউড সিনেমা। সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে উইকড ও রেড ওয়ান।
২ ঘণ্টা আগে