বিনোদন ডেস্ক
ঢাকা: তুমুল জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’ এর বহু আকাঙ্ক্ষিত প্রিকুয়েল ‘হাউস অব দ্য ড্রাগনে’র নির্মাণ কাজ শুরু হয়েছে। নতুন সিরিজটির পটভূমি ‘গেম অব থ্রোনসে’র ৩০০ বছর আগের। এটি জর্জ আর আর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাস অবলম্বনে টার্গারিয়েন পরিবারের গল্প দেখাবে। এটি আগামী বছর এইচবিও ম্যাক্সে প্রচার হওয়ার কথা রয়েছে।
সিরিজটিতে প্রিন্স ডায়েমন টার্গারিয়েন চরিত্রে অভিনয় করবেন ‘ডক্টর হু’ তারকা স্মিথ। অন্যদিকে, কিং ভিসারিস টার্গারিয়েন চরিত্রে দেখা যাবে কন্সিডাইনকে।
এ সিরিজের প্রেক্ষাপট ‘গেম অব থ্রোনস’ -এর ৩০০ বছর আগের কাহিনি। ‘গেম অব থ্রোনস’- এরই লেখক জর্জ আর আর মার্টিনের ২০১৮ সালের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে তৈরি হচ্ছে এটি।
এর আগে প্রযোজনা–পূর্ববর্তী কাজের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে দেখা গেছে, সামাজিক দূরত্ব বজায় রেখে অভিনয়শিল্পীরা চিত্রনাট্য পাঠ করছেন। কে কোন চরিত্র করছেন, তারও কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে রাই ইফান্সকে ওটো হাইটাওয়ার, অলিভিয়া কুককে অ্যালিসেন্ট হাইটাওয়ার, ম্যাট স্মিথকে প্রিন্স ডায়েমন টারগারিয়ান, প্যাডি কনসিডাইনকে রাজা ভিসেরিস টারগারিয়ান, স্টিভ টুসেইন্টকে দ্য স্ন্যাক, এমা ডরসিকে প্রিন্সেস রায়েনিরা টারগারিয়ান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
এর আগে ২০১১ সালে শুরু হয়ে ‘গেম অব থ্রোনস’ চলে ২০১৯ সাল পর্যন্ত। তখনই ভক্তদের জানানো হয়েছিল যে মার্কিন চ্যানেল এইচবিও পাস করেছে সিরিজটির প্রিকুয়েল (আগের ঘটনা)। নাম দেওয়া হয়েছে ‘হাউস অব ড্রাগন’।
বিভিন্ন রাজপরিবারের সিংহাসন পাওয়ার লড়াই নিয়ে ছিল ‘গেম অব থ্রোনস’ -এর কাহিনি। সিরিজটি শেষ হয় টারগারিয়ান রাজপরিবারের শেষ উত্তরসূরি ডেনেরিস টারগারিয়ানের মৃত্যুর মধ্য দিয়ে। প্রিকুয়েলে সেই টারগারিয়ান পরিবারের ইতিহাস তুলে ধরা হবে। এইচবিওর প্রোগ্রাম প্রেসিডেন্ট কেজি ব্লয়েজ বলেছিলেন, ‘“দ্য গেম অব থ্রোনস’’ নানা শক্তিশালী গল্পে ভরা। আমরা হাউস অব টারগারিয়ানকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি এবং ওয়েস্টারাসের প্রাথমিক দিনগুলো তুলে আনব। এ প্রকল্পের নেতৃত্ব দেবেন মিগুয়েল, রায়ান ও জর্জ।’’
ঢাকা: তুমুল জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’ এর বহু আকাঙ্ক্ষিত প্রিকুয়েল ‘হাউস অব দ্য ড্রাগনে’র নির্মাণ কাজ শুরু হয়েছে। নতুন সিরিজটির পটভূমি ‘গেম অব থ্রোনসে’র ৩০০ বছর আগের। এটি জর্জ আর আর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাস অবলম্বনে টার্গারিয়েন পরিবারের গল্প দেখাবে। এটি আগামী বছর এইচবিও ম্যাক্সে প্রচার হওয়ার কথা রয়েছে।
সিরিজটিতে প্রিন্স ডায়েমন টার্গারিয়েন চরিত্রে অভিনয় করবেন ‘ডক্টর হু’ তারকা স্মিথ। অন্যদিকে, কিং ভিসারিস টার্গারিয়েন চরিত্রে দেখা যাবে কন্সিডাইনকে।
এ সিরিজের প্রেক্ষাপট ‘গেম অব থ্রোনস’ -এর ৩০০ বছর আগের কাহিনি। ‘গেম অব থ্রোনস’- এরই লেখক জর্জ আর আর মার্টিনের ২০১৮ সালের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে তৈরি হচ্ছে এটি।
এর আগে প্রযোজনা–পূর্ববর্তী কাজের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে দেখা গেছে, সামাজিক দূরত্ব বজায় রেখে অভিনয়শিল্পীরা চিত্রনাট্য পাঠ করছেন। কে কোন চরিত্র করছেন, তারও কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে রাই ইফান্সকে ওটো হাইটাওয়ার, অলিভিয়া কুককে অ্যালিসেন্ট হাইটাওয়ার, ম্যাট স্মিথকে প্রিন্স ডায়েমন টারগারিয়ান, প্যাডি কনসিডাইনকে রাজা ভিসেরিস টারগারিয়ান, স্টিভ টুসেইন্টকে দ্য স্ন্যাক, এমা ডরসিকে প্রিন্সেস রায়েনিরা টারগারিয়ান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
এর আগে ২০১১ সালে শুরু হয়ে ‘গেম অব থ্রোনস’ চলে ২০১৯ সাল পর্যন্ত। তখনই ভক্তদের জানানো হয়েছিল যে মার্কিন চ্যানেল এইচবিও পাস করেছে সিরিজটির প্রিকুয়েল (আগের ঘটনা)। নাম দেওয়া হয়েছে ‘হাউস অব ড্রাগন’।
বিভিন্ন রাজপরিবারের সিংহাসন পাওয়ার লড়াই নিয়ে ছিল ‘গেম অব থ্রোনস’ -এর কাহিনি। সিরিজটি শেষ হয় টারগারিয়ান রাজপরিবারের শেষ উত্তরসূরি ডেনেরিস টারগারিয়ানের মৃত্যুর মধ্য দিয়ে। প্রিকুয়েলে সেই টারগারিয়ান পরিবারের ইতিহাস তুলে ধরা হবে। এইচবিওর প্রোগ্রাম প্রেসিডেন্ট কেজি ব্লয়েজ বলেছিলেন, ‘“দ্য গেম অব থ্রোনস’’ নানা শক্তিশালী গল্পে ভরা। আমরা হাউস অব টারগারিয়ানকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি এবং ওয়েস্টারাসের প্রাথমিক দিনগুলো তুলে আনব। এ প্রকল্পের নেতৃত্ব দেবেন মিগুয়েল, রায়ান ও জর্জ।’’
সম্প্রতি একক নাটকের প্রভাবে ধারাবাহিক নাটক কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ব্যতিক্রম ‘মাশরাফি জুনিয়র’। চার বছর আগে প্রচার শুরু হওয়া নাটকটি আজ স্পর্শ করতে যাচ্ছে ১২০০ পর্বের মাইলফলক। আজ রাত ৮টায় দীপ্ত টিভিতে দেখা যাবে মাশরাফি জুনিয়রের বিশেষ এই পর্ব।
২ ঘণ্টা আগেশিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশীদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এমন অনুরোধে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্যজন মামুনুর রশীদ।
১২ ঘণ্টা আগেজন লেনন যখন এই চিঠি লিখছেন এরিক ক্ল্যাপটনকে, ততদিনে তিনি দ্য বিটলস থেকে বেরিয়ে এসেছেন। প্লাস্টিক ওনো ব্যান্ড নিয়েই সমস্ত ব্যস্ততা তখন। তবুও নতুন ব্যান্ডের কথা ভাবছিলেন লেনন। ক্ল্যাপটনের জীবনও তখন ছিল নানা সমস্যায় জর্জরিত।
১২ ঘণ্টা আগেসম্প্রতি ঢাকার আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা চালু করেছেন ওমর সানী। সানী জানিয়েছেন, দেশে চলমান আন্দোলনের কারণে রেস্টুরেন্টের নতুন শাখাটি নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
১৭ ঘণ্টা আগে