যে চরিত্রের জন্য এত পরিশ্রম

বিনোদন ডেস্ক
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১২: ০৬
Thumbnail image

ঢাকা: ‘ব্ল্যাক অ্যাডাম’ এ বছরের আলোচিত ছবিগুলোর মধ্যে অন্যতম। হলিউড সুপারস্টার ডোয়াইন জনসন, যিনি ‘রক’ নামেই পরিচিত, তাঁর বহুল প্রত্যাশিত ছবি এটি। ‘ব্ল্যাক অ্যাডাম’–এর মূল চরিত্রে অভিনয় করছেন রক। জানিয়েছেন, তাঁর দুই দশকের ক্যারিয়ারে এ চরিত্র ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং।

‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমায় ডোয়াইন জনসনওয়ার্নার ব্রাদার্সের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি শাজামের প্রধান ভিলেন ব্ল্যাক অ্যাডাম। তবে ভিলেন না বলে অ্যান্টিহিরো বললে বেশি ভালো শোনায়। শাজামের সঙ্গে ব্ল্যাক অ্যাডামের অনেক মিল। শাজাম শক্তি পায় বিভিন্ন গ্রিক ও রোমান দেবতার কাছ থেকে। আর ব্ল্যাক অ্যাডামের শক্তির উৎস মিসরীয় দেবতারা। ব্ল্যাক অ্যাডাম তার আবাসভূমি ও প্রাচীন শহর কানদাখের রক্ষাকর্তা। আখতোন নামের এক ভিলেনের আক্রমণে এই শহর ধসে পড়ে। ব্ল্যাক অ্যাডাম হারায় তার পরিবার। এ ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপরই সে হয়ে ওঠে অন্যতম শক্তিশালী অ্যান্টিহিরো।

‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমায় ডোয়াইন জনসন‘ব্ল্যাক অ্যাডাম’–এ অভিনয় করে খুবই উচ্ছ্বসিত ডোয়াইন জনসন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘ব্ল্যাক অ্যাডাম ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর শুটিং চলছে এই সপ্তাহে। শার্ট খুলে পেশি দেখাচ্ছি। কঠিন ডায়েটে আছি, ট্রেনিং আর ব্যায়াম চলছে। পুরো ক্যারিয়ারে এত পরিশ্রম আগে কখনো করিনি।’

‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমায় ডোয়াইন জনসনডোয়াইন জনসন বলেন, ‘অনেকেই জানেন টেথ অ্যাডাম এমন এক চরিত্র, যিনি দেবতাদের মাধ্যমে অমর চ্যাম্পিয়ন হয়ে ওঠেন। ক্রোধ তাঁর আত্মাকে অন্ধকার করে দেয়। পরিণত হয় ব্ল্যাক অ্যাডামে।’

‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমায় ডোয়াইন জনসনএর আগে ডোয়াইন জনসনকে ‘জুমানজি ২: দ্য নেক্সট লেভেল’–এ দেখা গিয়েছিল। ভবিষ্যতে মুক্তি পাবে ‘জঙ্গল ক্রুজ’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৯’, নেটফ্লিক্স-এর ‘রেড নোটিস’, ‘স্যান অ্যান্ড্রিয়াস-২’ সহ বেশ কিছু ছবি।

‘ব্ল্যাক অ্যাডাম’ মুক্তি পাওয়ার কথা ২০২২ সালের ২৯ জুলাই।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত