‘নাইটহুড’ উপাধিতে ভূষিত হচ্ছেন হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলান

বিনোদন ডেস্ক
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৫: ৪৯
Thumbnail image

বিশ্বের দাপুটে নির্মাতাদের একজন ক্রিস্টোফার নোলান। ‘ওপেনহাইমার’-এর মাধ্যমে তিনি এ বছর ঘুচিয়েছেন অস্কারের খরা। সিনেমাটির জন্য এবার সেরা নির্মাতার পুরস্কার ওঠে নোলানের হাতে। অস্কারের পর এবার সম্মানজনক ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত হচ্ছেন হলিউডের এই নির্মাতা।

বিবিসি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের অনুমোদন দেওয়া তালিকায় ক্রিস্টোফার নোলানের সঙ্গে নাম রয়েছে তাঁর স্ত্রী প্রযোজক এমা থমাসেরও। তিনি নারীদের জন্য সম্মানসূচক ‘ডেমহুড’ উপাধিতে ভূষিত হচ্ছেন। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, সিনেমায় বিশেষ অবদানের জন্য তাঁরা দুজন এই সম্মানে ভূষিত হচ্ছেন।

মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তাঁর জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।

অস্কারে সেরা ছবির পুরস্কার গ্রহণ করে নোলানপত্নী থমাস বলেন, ‘আমি মনে করি আমাদের মধ্যে যাঁরা সিনেমা বানান, তাঁরা এই মুহূর্তের স্বপ্ন দেখেন। কিন্তু এটি এতটাই অসম্ভাব্য মনে হয়েছিল যে বাস্তবে ঘটবে।’

ক্রিস্টোফার নোলান ও এমা থমাস। ছবি: এএফপিইউনিভার্সিটি কলেজ লন্ডনে ছাত্র থাকাকালীন নোলান ও এমা থমাসের প্রথম দেখা হয়। ১৯৯৭ সালে তাঁরা বিয়ে করেন। চার সন্তান নিয়ে তাঁরা লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন।

উল্লেখ্য, ১৩৪৮ সাল থেকে সিংহাসনে ক্ষমতাসীন রাজা বা রানি তাঁদের পছন্দ অনুযায়ী উপহার হিসেবে এই সম্মাননা দিয়ে থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত