বিনোদন ডেস্ক
বিশ্বের দাপুটে নির্মাতাদের একজন ক্রিস্টোফার নোলান। ‘ওপেনহাইমার’-এর মাধ্যমে তিনি এ বছর ঘুচিয়েছেন অস্কারের খরা। সিনেমাটির জন্য এবার সেরা নির্মাতার পুরস্কার ওঠে নোলানের হাতে। অস্কারের পর এবার সম্মানজনক ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত হচ্ছেন হলিউডের এই নির্মাতা।
বিবিসি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের অনুমোদন দেওয়া তালিকায় ক্রিস্টোফার নোলানের সঙ্গে নাম রয়েছে তাঁর স্ত্রী প্রযোজক এমা থমাসেরও। তিনি নারীদের জন্য সম্মানসূচক ‘ডেমহুড’ উপাধিতে ভূষিত হচ্ছেন। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, সিনেমায় বিশেষ অবদানের জন্য তাঁরা দুজন এই সম্মানে ভূষিত হচ্ছেন।
মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তাঁর জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।
অস্কারে সেরা ছবির পুরস্কার গ্রহণ করে নোলানপত্নী থমাস বলেন, ‘আমি মনে করি আমাদের মধ্যে যাঁরা সিনেমা বানান, তাঁরা এই মুহূর্তের স্বপ্ন দেখেন। কিন্তু এটি এতটাই অসম্ভাব্য মনে হয়েছিল যে বাস্তবে ঘটবে।’
ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ছাত্র থাকাকালীন নোলান ও এমা থমাসের প্রথম দেখা হয়। ১৯৯৭ সালে তাঁরা বিয়ে করেন। চার সন্তান নিয়ে তাঁরা লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন।
উল্লেখ্য, ১৩৪৮ সাল থেকে সিংহাসনে ক্ষমতাসীন রাজা বা রানি তাঁদের পছন্দ অনুযায়ী উপহার হিসেবে এই সম্মাননা দিয়ে থাকেন।
বিশ্বের দাপুটে নির্মাতাদের একজন ক্রিস্টোফার নোলান। ‘ওপেনহাইমার’-এর মাধ্যমে তিনি এ বছর ঘুচিয়েছেন অস্কারের খরা। সিনেমাটির জন্য এবার সেরা নির্মাতার পুরস্কার ওঠে নোলানের হাতে। অস্কারের পর এবার সম্মানজনক ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত হচ্ছেন হলিউডের এই নির্মাতা।
বিবিসি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের অনুমোদন দেওয়া তালিকায় ক্রিস্টোফার নোলানের সঙ্গে নাম রয়েছে তাঁর স্ত্রী প্রযোজক এমা থমাসেরও। তিনি নারীদের জন্য সম্মানসূচক ‘ডেমহুড’ উপাধিতে ভূষিত হচ্ছেন। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, সিনেমায় বিশেষ অবদানের জন্য তাঁরা দুজন এই সম্মানে ভূষিত হচ্ছেন।
মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তাঁর জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।
অস্কারে সেরা ছবির পুরস্কার গ্রহণ করে নোলানপত্নী থমাস বলেন, ‘আমি মনে করি আমাদের মধ্যে যাঁরা সিনেমা বানান, তাঁরা এই মুহূর্তের স্বপ্ন দেখেন। কিন্তু এটি এতটাই অসম্ভাব্য মনে হয়েছিল যে বাস্তবে ঘটবে।’
ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ছাত্র থাকাকালীন নোলান ও এমা থমাসের প্রথম দেখা হয়। ১৯৯৭ সালে তাঁরা বিয়ে করেন। চার সন্তান নিয়ে তাঁরা লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন।
উল্লেখ্য, ১৩৪৮ সাল থেকে সিংহাসনে ক্ষমতাসীন রাজা বা রানি তাঁদের পছন্দ অনুযায়ী উপহার হিসেবে এই সম্মাননা দিয়ে থাকেন।
লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধরল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
১ ঘণ্টা আগেএকের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।
৩ ঘণ্টা আগেবলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়...
৪ ঘণ্টা আগেসৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
৫ ঘণ্টা আগে