বিনোদন ডেস্ক
দুই মাস আগে মারা গেলেও বিষয়টি প্রকাশ্যে আনেনি জনপ্রিয় অভিনেত্রী শ্যারন ফ্যারেল পরিবার। ব্যাপারটি জানাজানি হতেই শোকস্তব্ধ পুরো বিশ্ব। দ্য গার্ডিয়ান জানিয়েছে গত ১৫ মে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, শ্যারনের মৃত্যুর সংবাদ তাঁর আত্মীয়রা জানতেন না। সেই কারণেই বিষয়টি ঘোষণা করা হয়নি এত দিন। জানা গেছে, শ্যারন অরেঞ্জ কাউন্টিতে মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। সম্প্রতি ফেসবুকে এই কিংবদন্তির জীবনাবসানের খবর ঘোষণা করা হয়। যদিও কী কারণে তিনি মারা গেলেন—সেটা স্পষ্ট নয়।
টেলিভিশন, সিনেমা ও ব্রডওয়েতে দীর্ঘদিন অভিনয় করেন শ্যারন। ‘ইটস অ্যালাইভ’ সিনেমায় তাঁর অসাধারণ অভিনয় তাকে দর্শকপ্রিয়তা এনে দেয়। ওই সিনেমায় এক অদ্ভুত শিশুর মায়ের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এ ছাড়াও ‘দ্য স্টান্টম্যান’, ‘মারল’, ‘দ্য রিভারস’, ‘ক্যান নট বাই মি লাভ’ ছবিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। তাঁর শ্রেষ্ঠ পারফরম্যান্স ছিল ‘হাওয়াই ফাইভ’ ও এবং ‘দ্য ইয়াং অ্যান্ড দ্য রেস্ট’ শীর্ষক টেলিভিশন শোতে।
১৯৪০ সালের ক্রিসমাস ইভে আইওয়ার সিওক্স সিটিতে জন্মেছিলেন শ্যারন ফ্যারেল। তখন অবশ্য তার নাম ছিল শ্যারন ফোর্সমো। অভিনয় ও মডেলিং ক্যারিয়ারের জন্য নিউইয়র্ক সিটিতে চলে যান তিনি। ১৯৫৯ সালে ‘কিস হার গুডবাই’ ছবির মাধ্যমে অভিনয় জগতে অভিষেক হয় তাঁর।
দুই মাস আগে মারা গেলেও বিষয়টি প্রকাশ্যে আনেনি জনপ্রিয় অভিনেত্রী শ্যারন ফ্যারেল পরিবার। ব্যাপারটি জানাজানি হতেই শোকস্তব্ধ পুরো বিশ্ব। দ্য গার্ডিয়ান জানিয়েছে গত ১৫ মে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, শ্যারনের মৃত্যুর সংবাদ তাঁর আত্মীয়রা জানতেন না। সেই কারণেই বিষয়টি ঘোষণা করা হয়নি এত দিন। জানা গেছে, শ্যারন অরেঞ্জ কাউন্টিতে মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। সম্প্রতি ফেসবুকে এই কিংবদন্তির জীবনাবসানের খবর ঘোষণা করা হয়। যদিও কী কারণে তিনি মারা গেলেন—সেটা স্পষ্ট নয়।
টেলিভিশন, সিনেমা ও ব্রডওয়েতে দীর্ঘদিন অভিনয় করেন শ্যারন। ‘ইটস অ্যালাইভ’ সিনেমায় তাঁর অসাধারণ অভিনয় তাকে দর্শকপ্রিয়তা এনে দেয়। ওই সিনেমায় এক অদ্ভুত শিশুর মায়ের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এ ছাড়াও ‘দ্য স্টান্টম্যান’, ‘মারল’, ‘দ্য রিভারস’, ‘ক্যান নট বাই মি লাভ’ ছবিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। তাঁর শ্রেষ্ঠ পারফরম্যান্স ছিল ‘হাওয়াই ফাইভ’ ও এবং ‘দ্য ইয়াং অ্যান্ড দ্য রেস্ট’ শীর্ষক টেলিভিশন শোতে।
১৯৪০ সালের ক্রিসমাস ইভে আইওয়ার সিওক্স সিটিতে জন্মেছিলেন শ্যারন ফ্যারেল। তখন অবশ্য তার নাম ছিল শ্যারন ফোর্সমো। অভিনয় ও মডেলিং ক্যারিয়ারের জন্য নিউইয়র্ক সিটিতে চলে যান তিনি। ১৯৫৯ সালে ‘কিস হার গুডবাই’ ছবির মাধ্যমে অভিনয় জগতে অভিষেক হয় তাঁর।
চলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা।
৪ ঘণ্টা আগেবলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
৪ ঘণ্টা আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
৫ ঘণ্টা আগেসংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ।
৫ ঘণ্টা আগে