বিনোদন ডেস্ক
মিস ইউনিভার্সের ৭১তম আসরের সেরার মুকুট জিতেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল ও ফ্যাশন ডিজাইনার আর’বনি গ্যাব্রিয়েল। যুক্তরাষ্ট্রের সময় শনিবার দিবাগত রাতে লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। প্রথম ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে এই পুরস্কার জেতেন তিনি। গত বছর মিস যুক্তরাষ্ট্রের খেতাবও জিতেছিলেন।
বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জেতেন আর’বনি গ্যাব্রিয়েল। তাঁকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গত আসরের বিজয়ী ভারতীয় মডেল, অভিনেত্রী হারনাজ সান্ধু। তাঁর হাত ধরে দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্সের মুকুট জিতেছিল ভারত। এবারের আসরে দ্বিতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল এবং তৃতীয় হয়েছেন মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ।
গ্যাব্রিয়েল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন। তাঁর জন্ম যুক্তরাষ্ট্রে হলেও বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক। গত বছর ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই প্রথম মিস ইউএসএ নির্বাচিত হয়েছিলেন।
প্রতিযোগিতার শেষ পর্যায়ের প্রশ্নোত্তর পর্বে গ্যাব্রিয়েলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মিস ইউনিভার্সে জয়ী হলে তিনি কী করবেন। গ্যাব্রিয়েল তখন জানান, তিনি নারী ও কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারণে কাজ করবেন, যাতে তাঁরা নিজেকে জানতে পারেন।
এবারের মিস ইউনিভার্স তালিকার সেরা ১৬ প্রতিযোগীর মধ্যে ছিলেন ভারতের প্রতিযোগী দিবিতা রাইও। তবে নিজের দেশের হয়ে সেরার মুকুট ধরে রাখতে পারলেন না তিনি।
মাঝখানে কয়েক বছর অংশ না নেওয়া দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, লেবানন, মালয়েশিয়া, মিয়ানমারসহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিযোগীদের দেখা গেছে এবারের আসরে। প্রথমবারের মতো অংশ নিয়েছে ভুটান।
মিস ইউনিভার্সের ৭১তম আসরের সেরার মুকুট জিতেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল ও ফ্যাশন ডিজাইনার আর’বনি গ্যাব্রিয়েল। যুক্তরাষ্ট্রের সময় শনিবার দিবাগত রাতে লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। প্রথম ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে এই পুরস্কার জেতেন তিনি। গত বছর মিস যুক্তরাষ্ট্রের খেতাবও জিতেছিলেন।
বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জেতেন আর’বনি গ্যাব্রিয়েল। তাঁকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গত আসরের বিজয়ী ভারতীয় মডেল, অভিনেত্রী হারনাজ সান্ধু। তাঁর হাত ধরে দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্সের মুকুট জিতেছিল ভারত। এবারের আসরে দ্বিতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল এবং তৃতীয় হয়েছেন মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ।
গ্যাব্রিয়েল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন। তাঁর জন্ম যুক্তরাষ্ট্রে হলেও বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের নাগরিক। গত বছর ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই প্রথম মিস ইউএসএ নির্বাচিত হয়েছিলেন।
প্রতিযোগিতার শেষ পর্যায়ের প্রশ্নোত্তর পর্বে গ্যাব্রিয়েলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মিস ইউনিভার্সে জয়ী হলে তিনি কী করবেন। গ্যাব্রিয়েল তখন জানান, তিনি নারী ও কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারণে কাজ করবেন, যাতে তাঁরা নিজেকে জানতে পারেন।
এবারের মিস ইউনিভার্স তালিকার সেরা ১৬ প্রতিযোগীর মধ্যে ছিলেন ভারতের প্রতিযোগী দিবিতা রাইও। তবে নিজের দেশের হয়ে সেরার মুকুট ধরে রাখতে পারলেন না তিনি।
মাঝখানে কয়েক বছর অংশ না নেওয়া দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, লেবানন, মালয়েশিয়া, মিয়ানমারসহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিযোগীদের দেখা গেছে এবারের আসরে। প্রথমবারের মতো অংশ নিয়েছে ভুটান।
ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান। প্রতি ঈদেই তাঁর সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদকেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়েই ব্যস্ত।
১০ ঘণ্টা আগে২০১২ সালে টিকিট কেটে মা, বাবা ও বড় বোনের সঙ্গে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে গিয়েছিলেন দেয়াশিনী রায়। ১৩ বছর পর সেই দেয়াশিনী জিতলেন সারেগামাপার মুকুট। গত রোববার শেষ হলো ‘সারেগামাপা’র এবারের সফর।
১১ ঘণ্টা আগেফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১ দিন আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১ দিন আগে