বিনোদন ডেস্ক
প্রায় দুই দশক পর পর্দায় আসছে হলিউডের জনপ্রিয় ‘দ্য ম্যাট্রিক্স’ সিরিজের নতুন সিনেমা। ২২ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’। বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখতে পাবেন বড় পর্দায়। ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ আগামীকাল থেকে দেখা যাবে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ সিনেমার শুটিং শুরু হয়। এছাড়াও জার্মানি ও যুক্তরাষ্ট্রের শিকাগোতে হয়েছে সিনেমাটির শুটিং। ‘দ্য ম্যাট্রিক্স’-এর চতুর্থ পর্বে কিয়ানু রিভস, ক্যারি অ্যান মস ছাড়াও থাকছেন নিল প্যাট্রিক হ্যারিস, জেসিকা হেনউকসহ একঝাঁক জনপ্রিয় হলিউড তারকা।
‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’-এ দেখা যাবে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংকা।
১৯৯৯ সালে মুক্তি পায় বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স’। মুক্তির পরপরই সিনেমাটি ব্যাপক সাড়া পায়। এরপর ২০০৩ সালে মুক্তি পায় এই সিরিজের পরের দুটি সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ ও ‘দ্য ম্যাট্রিক্স রেভ্যুলেশনস’।
আগের তিন পর্বের মতো এবারও পরিচালনায় থাকছেন লানা ওকাভস্কি। নিও ও ট্রিনিটি চরিত্রে থাকছেন কিয়ানু রিভস ও ক্যারি অ্যান মস। ‘দ্য ম্যাট্রিক্স’ সিনেমার কাহিনি যেখান থেকে শুরু হয়েছিল, ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’-এর গল্প ফিরে যাবে ঠিক সেখানেই। অর্থাৎ ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ সিনেমায় ‘দ্য ম্যাট্রিক্স’-এর কাহিনীর পুনরুত্থান ঘটবে।
সিরিজের সর্বশেষ সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রেভ্যুলেশনস’-এ নিও ও ট্রিনিটি মারা যায়। তাই এবারের সিনেমায় এই দুটি চরিত্রকে কীভাবে উপস্থাপন করা হবে— এ নিয়ে দর্শকদের জল্পনা কল্পনার শেষ ছিল না। তবে সিনেমার ট্রেলার দেখে অনেকেই বুঝতে পেরেছেন কীভাবে এই দুটি চরিত্রকে ফিরিয়ে আনা হবে।
সিরিজের এবারের পর্বে নিও ও ট্রিনিটি নিজেদের অস্তিত্ব ভুলে গেছে। একে অন্যকে চিনতে পারছে না তারা। কীভাবে তারা ফিরেছে সেই রহস্যের ইঙ্গিত লুকিয়ে আছে ছবির নামে। ট্রেলার দেখে বোঝা যায়, নিও পুণরায় তার থমাস অ্যান্ডারসন সত্ত্বায় ফিরে যায় আর সে ম্যাট্রিক্স সম্পর্কে সবকিছু ভুলে যায়।
এ ছাড়াও থমাস অ্যান্ডারসন তার স্বপ্নে অদ্ভুত সব জিনিস দেখা শুরু করে। এই স্বপ্ন নিয়ে তার মনে নানা রকমের প্রশ্ন জাগে। তাই সে এসব স্বপ্নের রহস্য উন্মোচন করার চেষ্টা শুরু করে। এই সিনেমায় কিছুটা ভিন্নভাবে তার সাথে মরফিয়াস-এর দেখা হবে। মরফিয়াস আবারও থমাস অ্যান্ডারসনের সামনে নীল ও লাল রঙের দুটি ক্যাপসুল নিয়ে হাজির হয়। থমাস যদি নীল রঙের ক্যাপসুলটি খায়, তাহলে সে ম্যাট্রিক্সের মধ্যে আটকা পড়ে থাকবে। বাস্তব পৃথিবী সম্পর্কে তার কখনও জানা হবে না।
আর সে যদি লাল রঙের ক্যাপসুটি খায়, তাহলে বাস্তব পৃথিবী সম্পর্কে জানতে পারবে। তার জন্য জ্ঞানের দুয়ার খুলে যাবে। ‘দ্য ম্যাট্রিক্স’ সিনেমার মতো এখানেও থমাস অ্যান্ডারসন লাল ক্যাপসুলটি বেছে নিয়ে বাস্তব পৃথিবীর রহস্য উন্মোচনের কাজে নামবে।
প্রায় দুই দশক পর পর্দায় আসছে হলিউডের জনপ্রিয় ‘দ্য ম্যাট্রিক্স’ সিরিজের নতুন সিনেমা। ২২ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’। বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখতে পাবেন বড় পর্দায়। ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ আগামীকাল থেকে দেখা যাবে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ সিনেমার শুটিং শুরু হয়। এছাড়াও জার্মানি ও যুক্তরাষ্ট্রের শিকাগোতে হয়েছে সিনেমাটির শুটিং। ‘দ্য ম্যাট্রিক্স’-এর চতুর্থ পর্বে কিয়ানু রিভস, ক্যারি অ্যান মস ছাড়াও থাকছেন নিল প্যাট্রিক হ্যারিস, জেসিকা হেনউকসহ একঝাঁক জনপ্রিয় হলিউড তারকা।
‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’-এ দেখা যাবে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংকা।
১৯৯৯ সালে মুক্তি পায় বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স’। মুক্তির পরপরই সিনেমাটি ব্যাপক সাড়া পায়। এরপর ২০০৩ সালে মুক্তি পায় এই সিরিজের পরের দুটি সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ ও ‘দ্য ম্যাট্রিক্স রেভ্যুলেশনস’।
আগের তিন পর্বের মতো এবারও পরিচালনায় থাকছেন লানা ওকাভস্কি। নিও ও ট্রিনিটি চরিত্রে থাকছেন কিয়ানু রিভস ও ক্যারি অ্যান মস। ‘দ্য ম্যাট্রিক্স’ সিনেমার কাহিনি যেখান থেকে শুরু হয়েছিল, ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’-এর গল্প ফিরে যাবে ঠিক সেখানেই। অর্থাৎ ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’ সিনেমায় ‘দ্য ম্যাট্রিক্স’-এর কাহিনীর পুনরুত্থান ঘটবে।
সিরিজের সর্বশেষ সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রেভ্যুলেশনস’-এ নিও ও ট্রিনিটি মারা যায়। তাই এবারের সিনেমায় এই দুটি চরিত্রকে কীভাবে উপস্থাপন করা হবে— এ নিয়ে দর্শকদের জল্পনা কল্পনার শেষ ছিল না। তবে সিনেমার ট্রেলার দেখে অনেকেই বুঝতে পেরেছেন কীভাবে এই দুটি চরিত্রকে ফিরিয়ে আনা হবে।
সিরিজের এবারের পর্বে নিও ও ট্রিনিটি নিজেদের অস্তিত্ব ভুলে গেছে। একে অন্যকে চিনতে পারছে না তারা। কীভাবে তারা ফিরেছে সেই রহস্যের ইঙ্গিত লুকিয়ে আছে ছবির নামে। ট্রেলার দেখে বোঝা যায়, নিও পুণরায় তার থমাস অ্যান্ডারসন সত্ত্বায় ফিরে যায় আর সে ম্যাট্রিক্স সম্পর্কে সবকিছু ভুলে যায়।
এ ছাড়াও থমাস অ্যান্ডারসন তার স্বপ্নে অদ্ভুত সব জিনিস দেখা শুরু করে। এই স্বপ্ন নিয়ে তার মনে নানা রকমের প্রশ্ন জাগে। তাই সে এসব স্বপ্নের রহস্য উন্মোচন করার চেষ্টা শুরু করে। এই সিনেমায় কিছুটা ভিন্নভাবে তার সাথে মরফিয়াস-এর দেখা হবে। মরফিয়াস আবারও থমাস অ্যান্ডারসনের সামনে নীল ও লাল রঙের দুটি ক্যাপসুল নিয়ে হাজির হয়। থমাস যদি নীল রঙের ক্যাপসুলটি খায়, তাহলে সে ম্যাট্রিক্সের মধ্যে আটকা পড়ে থাকবে। বাস্তব পৃথিবী সম্পর্কে তার কখনও জানা হবে না।
আর সে যদি লাল রঙের ক্যাপসুটি খায়, তাহলে বাস্তব পৃথিবী সম্পর্কে জানতে পারবে। তার জন্য জ্ঞানের দুয়ার খুলে যাবে। ‘দ্য ম্যাট্রিক্স’ সিনেমার মতো এখানেও থমাস অ্যান্ডারসন লাল ক্যাপসুলটি বেছে নিয়ে বাস্তব পৃথিবীর রহস্য উন্মোচনের কাজে নামবে।
শিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশীদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এমন অনুরোধে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্যজন মামুনুর রশীদ।
১ ঘণ্টা আগেজন লেনন যখন এই চিঠি লিখছেন এরিক ক্ল্যাপটনকে, ততদিনে তিনি দ্য বিটলস থেকে বেরিয়ে এসেছেন। প্লাস্টিক ওনো ব্যান্ড নিয়েই সমস্ত ব্যস্ততা তখন। তবুও নতুন ব্যান্ডের কথা ভাবছিলেন লেনন। ক্ল্যাপটনের জীবনও তখন ছিল নানা সমস্যায় জর্জরিত।
১ ঘণ্টা আগেসম্প্রতি ঢাকার আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা চালু করেছেন ওমর সানী। সানী জানিয়েছেন, দেশে চলমান আন্দোলনের কারণে রেস্টুরেন্টের নতুন শাখাটি নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
৬ ঘণ্টা আগেদক্ষিণি অভিনেতা ধানুশ ও অভিনেত্রী নয়নতারার দ্বন্দ্ব আরও বড় আকার নিল। নয়নতারা ও তাঁর স্বামী পরিচালক ভিগনেশ শিবানের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন ধানুশ। আজ মাদ্রাজ হাই কোর্টে মামলাটি করা হয় ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে।
৬ ঘণ্টা আগে