বিনোদন ডেস্ক
তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রিক্যুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’। গত রোববার প্রথম পর্ব মুক্তির পর ফিরে এসেছে পুরোনো উন্মাদনা। ভক্তরা আবারো মেতেছেন এ সিরিজ নিয়ে। রেকর্ড পরিমাণ দর্শক দেখে ফেলেছেন সিরিজের প্রথম পর্ব। এখন অপেক্ষা দ্বিতীয় পর্বের। ২৮ আগস্ট প্রচারিত হবে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর দ্বিতীয় পর্ব ‘দ্য রাফ প্রিন্স’।
লেখক জর্জ আর আর মার্টিনের ২০১৮ সালের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। এর পটভূমি ‘গেম অব থ্রোনস’-এর ৩০০ বছর আগের। কীভাবে টার্গারিয়েন পরিবার জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে সেটাই এ সিরিজের কাহিনি। গল্পের শুরু কিং ভিসারিস টার্গারিয়েনের আলোচনার মধ্য দিয়ে। পরবর্তী উত্তরাধিকার কে হওয়া উচিত—তার ভাই প্রিন্স ডায়েমন নাকি তার মেয়ে প্রিন্সেস রেনাইরা!
‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে প্রিন্স ডায়েমন টার্গারিয়েন চরিত্রে অভিনয় করছেন ‘ডক্টর হু’ তারকা ম্যাট স্মিথ। অন্যদিকে, কিং ভিসারিস টার্গারিয়েন চরিত্রে দেখা যাচ্ছে প্যাডি কন্সিডাইনকে।
এইচবিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, টেলিভিশন ও স্ট্রিমিং সাইট মিলিয়ে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর প্রথম পর্বের প্রিমিয়ার দেখেছেন এক কোটির বেশি দর্শক। আর প্রথম চারদিনে এ সংখ্যা হয়েছে দ্বিগুণ। যা একটি রেকর্ড হিসেবে বিবেচনা করছে চ্যানেলটি। এর আগে তাদের কোনো সিরিজ এত সংখ্যক দর্শক টানতে পারেনি।
তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রিক্যুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’। গত রোববার প্রথম পর্ব মুক্তির পর ফিরে এসেছে পুরোনো উন্মাদনা। ভক্তরা আবারো মেতেছেন এ সিরিজ নিয়ে। রেকর্ড পরিমাণ দর্শক দেখে ফেলেছেন সিরিজের প্রথম পর্ব। এখন অপেক্ষা দ্বিতীয় পর্বের। ২৮ আগস্ট প্রচারিত হবে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর দ্বিতীয় পর্ব ‘দ্য রাফ প্রিন্স’।
লেখক জর্জ আর আর মার্টিনের ২০১৮ সালের উপন্যাস ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। এর পটভূমি ‘গেম অব থ্রোনস’-এর ৩০০ বছর আগের। কীভাবে টার্গারিয়েন পরিবার জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে সেটাই এ সিরিজের কাহিনি। গল্পের শুরু কিং ভিসারিস টার্গারিয়েনের আলোচনার মধ্য দিয়ে। পরবর্তী উত্তরাধিকার কে হওয়া উচিত—তার ভাই প্রিন্স ডায়েমন নাকি তার মেয়ে প্রিন্সেস রেনাইরা!
‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজে প্রিন্স ডায়েমন টার্গারিয়েন চরিত্রে অভিনয় করছেন ‘ডক্টর হু’ তারকা ম্যাট স্মিথ। অন্যদিকে, কিং ভিসারিস টার্গারিয়েন চরিত্রে দেখা যাচ্ছে প্যাডি কন্সিডাইনকে।
এইচবিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, টেলিভিশন ও স্ট্রিমিং সাইট মিলিয়ে ‘হাউস অব দ্য ড্রাগন’-এর প্রথম পর্বের প্রিমিয়ার দেখেছেন এক কোটির বেশি দর্শক। আর প্রথম চারদিনে এ সংখ্যা হয়েছে দ্বিগুণ। যা একটি রেকর্ড হিসেবে বিবেচনা করছে চ্যানেলটি। এর আগে তাদের কোনো সিরিজ এত সংখ্যক দর্শক টানতে পারেনি।
সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
১ ঘণ্টা আগেনাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা
১ ঘণ্টা আগেঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ। ১১ জানুয়ারি শুরু হয়েছিল সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই উৎসব। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। এবার ঢাকা উৎসবে প্রদর্শিত হয়েছে ৭৫ দেশের ২২০টি সিনেমা।
১ ঘণ্টা আগেএখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১৪ ঘণ্টা আগে