বিনোদন ডেস্ক
যুক্তরাষ্ট্রের অন্যতম কনিষ্ঠ নারী বিলিয়নিয়ার হিসেবে রেকর্ড গড়েছেন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। গত মাসে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রথমবারের মতো বিলিয়নিয়ারের তালিকায় নাম উঠেছে তাঁর। এখন সেলেনার সম্পত্তির পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। তবে নিজের সম্পদ নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলেই জানালেন সেলেনা গোমেজ। বিষয়টিকে ‘অরুচিকর’ বলে মনে হয় তাঁর।
সেলেনা সম্প্রতি আলোচিত হচ্ছেন ‘এমিলিয়া পেরেজ’কে ঘিরে। স্প্যানিশ ভাষার মিউজিক্যাল ক্রাইম কমেডি সিনেমাটিতে জেসি দেল মন্টে চরিত্রে অভিনয় করেছেন সেলেনা। এর সুবাদে এবারের অস্কারে মনোনয়ন পাবেন তিনি, এমন আলোচনাও চলছে। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছিল এমিলিয়া পেরেজ। ৬২তম নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালেও জায়গা পেয়েছে সিনেমাটি। এমিলিয়া পেরেজ সিনেমার প্রিমিয়ার উপলক্ষে ৩০ সেপ্টেম্বর উৎসবে হাজির হয়েছিলেন সেলেনা। হেঁটেছেন রেড কার্পেটে।
অনুষ্ঠানের এক ফাঁকে এন্টারটেইনমেন্ট টুনাইটের পক্ষ থেকে সেলেনার কাছে বিলিয়নিয়ার হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি, অর্থসম্পদ নিয়ে কথা বলা অরুচিকর।’ নিজের সম্পদের কৃতিত্ব তিনি দিতে চান ক্রেতাদের, বলেন, ‘এ কৃতিত্ব আমি তাঁদের দিতে চাই, যাঁরা পণ্য কেনেন। তাঁরাই আমার স্বপ্নকে সত্যি করে তুলেছেন। তাই আমি সত্যিই সম্মানিত।’
সেলেনা গোমেজ এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন প্রধানত তাঁর প্রসাধনী ব্যবসা ‘রেয়ার বিউটি’র মাধ্যমে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ব্যবসাটি শুরু করেন সেলেনা। তাঁর সম্পত্তির ৮০ শতাংশের বেশি এসেছে রেয়ার বিউটির লভ্যাংশ থেকে। বাকি অর্থ তিনি আয় করেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের এনডোর্সমেন্ট, সংগীত সফর, অ্যালবাম, রিয়েল এস্টেটে বিনিয়োগ ও মানসিক স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম ওয়ান্ডারমিলের মাধ্যমে।
উল্লেখ্য, এমিলিয়া পেরেজ সিনেমাটি তৈরি হয়েছে চারজন নারীর জার্নি নিয়ে। এতে সেলেনা ছাড়াও অভিনয় করেছেন জো সালদানা, কার্লা সোফিয়া গাসকন ও আদ্রিয়ানা পাজ। আগামী ১৩ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এমিলিয়া পেরেজ।
যুক্তরাষ্ট্রের অন্যতম কনিষ্ঠ নারী বিলিয়নিয়ার হিসেবে রেকর্ড গড়েছেন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। গত মাসে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রথমবারের মতো বিলিয়নিয়ারের তালিকায় নাম উঠেছে তাঁর। এখন সেলেনার সম্পত্তির পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। তবে নিজের সম্পদ নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলেই জানালেন সেলেনা গোমেজ। বিষয়টিকে ‘অরুচিকর’ বলে মনে হয় তাঁর।
সেলেনা সম্প্রতি আলোচিত হচ্ছেন ‘এমিলিয়া পেরেজ’কে ঘিরে। স্প্যানিশ ভাষার মিউজিক্যাল ক্রাইম কমেডি সিনেমাটিতে জেসি দেল মন্টে চরিত্রে অভিনয় করেছেন সেলেনা। এর সুবাদে এবারের অস্কারে মনোনয়ন পাবেন তিনি, এমন আলোচনাও চলছে। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছিল এমিলিয়া পেরেজ। ৬২তম নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালেও জায়গা পেয়েছে সিনেমাটি। এমিলিয়া পেরেজ সিনেমার প্রিমিয়ার উপলক্ষে ৩০ সেপ্টেম্বর উৎসবে হাজির হয়েছিলেন সেলেনা। হেঁটেছেন রেড কার্পেটে।
অনুষ্ঠানের এক ফাঁকে এন্টারটেইনমেন্ট টুনাইটের পক্ষ থেকে সেলেনার কাছে বিলিয়নিয়ার হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি, অর্থসম্পদ নিয়ে কথা বলা অরুচিকর।’ নিজের সম্পদের কৃতিত্ব তিনি দিতে চান ক্রেতাদের, বলেন, ‘এ কৃতিত্ব আমি তাঁদের দিতে চাই, যাঁরা পণ্য কেনেন। তাঁরাই আমার স্বপ্নকে সত্যি করে তুলেছেন। তাই আমি সত্যিই সম্মানিত।’
সেলেনা গোমেজ এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন প্রধানত তাঁর প্রসাধনী ব্যবসা ‘রেয়ার বিউটি’র মাধ্যমে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ব্যবসাটি শুরু করেন সেলেনা। তাঁর সম্পত্তির ৮০ শতাংশের বেশি এসেছে রেয়ার বিউটির লভ্যাংশ থেকে। বাকি অর্থ তিনি আয় করেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের এনডোর্সমেন্ট, সংগীত সফর, অ্যালবাম, রিয়েল এস্টেটে বিনিয়োগ ও মানসিক স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম ওয়ান্ডারমিলের মাধ্যমে।
উল্লেখ্য, এমিলিয়া পেরেজ সিনেমাটি তৈরি হয়েছে চারজন নারীর জার্নি নিয়ে। এতে সেলেনা ছাড়াও অভিনয় করেছেন জো সালদানা, কার্লা সোফিয়া গাসকন ও আদ্রিয়ানা পাজ। আগামী ১৩ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এমিলিয়া পেরেজ।
লাখো তরুণীর হৃদয় ভেঙে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। দীর্ঘদিনের প্রেমিকা ধারাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠজনদের নিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
১ ঘণ্টা আগেএকের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।
৩ ঘণ্টা আগেবলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়...
৫ ঘণ্টা আগেসৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
৬ ঘণ্টা আগে