অনলাইন ডেস্ক
অ্যাকশন তারকা হিসেবে ডোয়াইন জনসনের সুনাম বিশ্বজুড়ে। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলো বক্স অফিসেও ব্যবসাসফল। এবার নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য রক’ নামে পরিচিত এই অভিনেতার নতুন চলচ্চিত্র ‘রেড নোটিশ’। আগামীকাল শুক্রবার থেকে দর্শকেরা এটি নেটফ্লিক্সে দেখতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই ছবিটিতে জনসনের সঙ্গে আছেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গ্যাল গ্যাদত এবং আরেক তুমুল জনপ্রিয় অভিনেতা রায়ান রেনল্ডস। সীমিত সংখ্যক মুভি থিয়েটারে এক সপ্তাহ চলার পর আগামীকাল শুক্রবার থেকে নেটফ্লিক্সে সিনেমাটি সম্প্রচার করা হবে। ২০ কোটি ডলার বাজেটের এই চলচ্চিত্রটি নেটফ্লিক্সের বানানো সবচেয়ে ব্যয়বহুল ছবির তকমা পেয়ে গেছে এরই মধ্যে।
ডোয়েইন জনসন সম্প্রতি ‘জুমানজি’ ও ‘ফিউরিয়াস ৭’ এর মতো সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, ‘চলচ্চিত্রগুলো শুধু থিয়েটারে মুক্তি না দিয়ে নেটফ্লিক্সের মতো মাধ্যমগুলোতে সম্প্রচার করা উচিত। এতে করে মানুষ ঘরে বসেই ছবিগুলো দেখতে পারবে। তাহলে এসব সিনেমা সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।’
জনসন আরও বলেন, ‘আমার সহকর্মীরা হয়তো আমার সঙ্গে একমত হবেন না। আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দর্শক। আমার মতে দর্শকেরা যেভাবে চলচ্চিত্র দেখতে চায়, তাঁদের সেভাবেই তা দেখার সুযোগ করে দেওয়া উচিত। মানুষ এখন ঘরে বসেই চলচ্চিত্র দেখতে বেশি আগ্রহী।’
নতুন ছবি ‘রেড নোটিশ’–এ গ্যাল গ্যাদত চোরের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁকে হন্যে হয়ে খুঁজছে এফবিআই। ইন্টারপোল থেকে জারি হয়েছে রেড নোটিশ। চোরকে পাকড়াও করার দায়িত্ব পড়ে তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ কর্মকর্তা জন হার্টলির (ডোয়াইন জনসন) কাঁধে। তিনি আবার চোর ধরতে জোট বাঁধেন নোলান বুথের (রায়ান রেনল্ডস) সঙ্গে। এভাবেই এগিয়ে যায় গল্প। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এই ছবিটির পরতে পরতে দেখা যাবে কমেডি, অ্যাডভেঞ্চার ও অ্যাকশন।
‘রেড নোটিশ’ ছবিটির নির্মাণকাজ শুরু হয়েছিল কোভিড-১৯ মহামারির আগে। লকডাউন শুরু হওয়ার পর নতুন করে ছবিটির গল্প সাজানো হয়। এ ব্যাপারে গ্যাল গ্যাদত বলেন, ‘আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে এসেছি। ছবিটি শেষ করার জন্য এর ইউনিটের সব সহকর্মীকে আমি কৃতিত্ব দিতে চাই।’
আরও পড়ুন:
অ্যাকশন তারকা হিসেবে ডোয়াইন জনসনের সুনাম বিশ্বজুড়ে। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলো বক্স অফিসেও ব্যবসাসফল। এবার নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘দ্য রক’ নামে পরিচিত এই অভিনেতার নতুন চলচ্চিত্র ‘রেড নোটিশ’। আগামীকাল শুক্রবার থেকে দর্শকেরা এটি নেটফ্লিক্সে দেখতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই ছবিটিতে জনসনের সঙ্গে আছেন ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত গ্যাল গ্যাদত এবং আরেক তুমুল জনপ্রিয় অভিনেতা রায়ান রেনল্ডস। সীমিত সংখ্যক মুভি থিয়েটারে এক সপ্তাহ চলার পর আগামীকাল শুক্রবার থেকে নেটফ্লিক্সে সিনেমাটি সম্প্রচার করা হবে। ২০ কোটি ডলার বাজেটের এই চলচ্চিত্রটি নেটফ্লিক্সের বানানো সবচেয়ে ব্যয়বহুল ছবির তকমা পেয়ে গেছে এরই মধ্যে।
ডোয়েইন জনসন সম্প্রতি ‘জুমানজি’ ও ‘ফিউরিয়াস ৭’ এর মতো সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, ‘চলচ্চিত্রগুলো শুধু থিয়েটারে মুক্তি না দিয়ে নেটফ্লিক্সের মতো মাধ্যমগুলোতে সম্প্রচার করা উচিত। এতে করে মানুষ ঘরে বসেই ছবিগুলো দেখতে পারবে। তাহলে এসব সিনেমা সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।’
জনসন আরও বলেন, ‘আমার সহকর্মীরা হয়তো আমার সঙ্গে একমত হবেন না। আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দর্শক। আমার মতে দর্শকেরা যেভাবে চলচ্চিত্র দেখতে চায়, তাঁদের সেভাবেই তা দেখার সুযোগ করে দেওয়া উচিত। মানুষ এখন ঘরে বসেই চলচ্চিত্র দেখতে বেশি আগ্রহী।’
নতুন ছবি ‘রেড নোটিশ’–এ গ্যাল গ্যাদত চোরের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁকে হন্যে হয়ে খুঁজছে এফবিআই। ইন্টারপোল থেকে জারি হয়েছে রেড নোটিশ। চোরকে পাকড়াও করার দায়িত্ব পড়ে তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ কর্মকর্তা জন হার্টলির (ডোয়াইন জনসন) কাঁধে। তিনি আবার চোর ধরতে জোট বাঁধেন নোলান বুথের (রায়ান রেনল্ডস) সঙ্গে। এভাবেই এগিয়ে যায় গল্প। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এই ছবিটির পরতে পরতে দেখা যাবে কমেডি, অ্যাডভেঞ্চার ও অ্যাকশন।
‘রেড নোটিশ’ ছবিটির নির্মাণকাজ শুরু হয়েছিল কোভিড-১৯ মহামারির আগে। লকডাউন শুরু হওয়ার পর নতুন করে ছবিটির গল্প সাজানো হয়। এ ব্যাপারে গ্যাল গ্যাদত বলেন, ‘আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে এসেছি। ছবিটি শেষ করার জন্য এর ইউনিটের সব সহকর্মীকে আমি কৃতিত্ব দিতে চাই।’
আরও পড়ুন:
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১১ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
১৯ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
২১ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
২১ ঘণ্টা আগে