বিনোদন ডেস্ক
ঢাকা: সালটা ১৯৯৬। ‘মিশন ইমপসিবল’ সিনেমায় প্রথমবারের মতো হাজির হয়েছিলেন ‘ইথান হান্ট’। বাকিটা ইতিহাস। ২৫ বছর কেটে যাওয়ার পরও ‘ইমপসিবল’ সিরিজ এবং ‘ইথান হান্ট’কে নিয়ে দর্শকদের উত্তেজনায় এতটুকুও ভাটা পড়েনি। এখনো ‘মিশন ইমপসিবল’ এর সিক্যুয়েলের জন্য আগ্রহ নিয়ে বসে থাকেন সারা বিশ্বের সিনেমাপ্রেমীরা।
বিশ্ব সিনেমার ইতিহাসে অন্যতম সুপারহিট ফ্র্যাঞ্চাইজি হিসেবে আছে এই সিরিজ। ইথান হান্ট চরিত্রে অভিনয় করা টম ক্রুজও এ সিনেমা দিয়ে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। দীর্ঘ ৩৫ বছরের সিনেমা ক্যারিয়ারে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন টম। কিন্তু সবচেয়ে আলোচিত চরিত্রের নাম হিসেবে উঠে আসবে ‘ইথান হান্ট’। এই সিরিজের প্রথম সিনেমা মুক্তির রজত জয়ন্তীতে নষ্টালজিক হলেন টম ক্রুজ।
এ পর্যন্ত মিশন ইমপসিবল সিরিজের ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রতিটিতেই আছে শ্বাসরুদ্ধকর অনেক দৃশ্য। এগুলোর মধ্যে ‘মিশন ইমপসিবল ১ ’-এ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সদর দপ্তরে ভল্ট সিকোয়েন্সটি অনবদ্য। এখনো দর্শকদের চোখে লেগে আছে দৃশ্যটি।
যেখানে শুধু একটি তারের সাহায্যে বেশ উঁচু থেকে ঝাঁপিয়ে পড়েন টম ক্রুজ। মাটি থেকে খানিকটা ওপরে বিপজ্জনকভাবে ঝুলে ছিলেন। এক ফোঁটা ঘাম পড়লেও দেয়ালের ফাঁকে থাকা লেজার রশ্মি ছিন্নভিন্ন করে দেবে শরীর।
সিআইএ ভবনের ভল্টে চুরির দৃশ্যে অভিনয় করতে গিয়ে দম আটকানোর দশা হয়েছিল টম ক্রুজের। স্মৃতিচারণ করলেন তিনি, ‘এখনও পর্যন্ত আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন স্ট্যান্ট ছিল ওই দৃশ্যটি। মনে আছে, ওই শটটি নিতে বারবার সমস্যা হচ্ছিল। ওপর থেকে পড়ার সময় ঠিকমতো ভারসাম্য রাখতে পারছিলাম না। সরাসরি মুখ থুবড়ে মাটিতে পড়ছিলাম। নাকে আঘাত লাগছিল। এদিকে সময়ও প্রায় শেষ। নির্ধারিত সময়ের পর সেখানে আর শুটিং করা যাবে না।’
দেখে নিন সেই দৃশ্যটির এক ঝলক:
শেষপর্যন্ত একবার ঠিকঠাক ঝুলে থাকতে পেরেছিলেন টম ক্রুজ। তারপরই আত্মবিশ্বাস গেল বেড়ে। এরপরও নিশ্চিন্ত হতে পারেননি পরিচালক ব্রায়ান ডি পালমা। বলছেন টম, ‘তাঁর নির্দেশে আরো কয়েকবার ওই দৃশ্যের শুটিং করেছিলাম। প্রত্যেকবারই ভাবছিলাম, এবার আরো ভালো করতে হবে। জুতোর মধ্যে বেশকিছু খুচরো পয়সা ঢুকিয়ে নিয়েছিলাম। যাতে ওপর থেকে ঝোলার সময় শরীরের ভারসাম্য বজায় থাকে।’
শেষে যখন হাঁপিয়ে উঠেছি, এমন সময় শুনি দূরে বসে হাসছেন পরিচালক। আসলে অনেকক্ষণ আগেই শটটি ‘ওকে’ হয়ে গিয়েছিল। মজা করার জন্য আমাকে এতক্ষণ পরিশ্রম করাচ্ছিলেন তিনি।
টম ক্রুজ, ‘মিশন ইমপসিবল’ অভিনেতা
টম ক্রুজের ‘মিশন ইমপসিবল’ সিরিজের সব সিনেমাই বক্স অফিস কাঁপিয়েছে। ২০২২ সালের মে মাসে এ সিরিজের সপ্তম সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ঢাকা: সালটা ১৯৯৬। ‘মিশন ইমপসিবল’ সিনেমায় প্রথমবারের মতো হাজির হয়েছিলেন ‘ইথান হান্ট’। বাকিটা ইতিহাস। ২৫ বছর কেটে যাওয়ার পরও ‘ইমপসিবল’ সিরিজ এবং ‘ইথান হান্ট’কে নিয়ে দর্শকদের উত্তেজনায় এতটুকুও ভাটা পড়েনি। এখনো ‘মিশন ইমপসিবল’ এর সিক্যুয়েলের জন্য আগ্রহ নিয়ে বসে থাকেন সারা বিশ্বের সিনেমাপ্রেমীরা।
বিশ্ব সিনেমার ইতিহাসে অন্যতম সুপারহিট ফ্র্যাঞ্চাইজি হিসেবে আছে এই সিরিজ। ইথান হান্ট চরিত্রে অভিনয় করা টম ক্রুজও এ সিনেমা দিয়ে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। দীর্ঘ ৩৫ বছরের সিনেমা ক্যারিয়ারে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন টম। কিন্তু সবচেয়ে আলোচিত চরিত্রের নাম হিসেবে উঠে আসবে ‘ইথান হান্ট’। এই সিরিজের প্রথম সিনেমা মুক্তির রজত জয়ন্তীতে নষ্টালজিক হলেন টম ক্রুজ।
এ পর্যন্ত মিশন ইমপসিবল সিরিজের ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রতিটিতেই আছে শ্বাসরুদ্ধকর অনেক দৃশ্য। এগুলোর মধ্যে ‘মিশন ইমপসিবল ১ ’-এ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সদর দপ্তরে ভল্ট সিকোয়েন্সটি অনবদ্য। এখনো দর্শকদের চোখে লেগে আছে দৃশ্যটি।
যেখানে শুধু একটি তারের সাহায্যে বেশ উঁচু থেকে ঝাঁপিয়ে পড়েন টম ক্রুজ। মাটি থেকে খানিকটা ওপরে বিপজ্জনকভাবে ঝুলে ছিলেন। এক ফোঁটা ঘাম পড়লেও দেয়ালের ফাঁকে থাকা লেজার রশ্মি ছিন্নভিন্ন করে দেবে শরীর।
সিআইএ ভবনের ভল্টে চুরির দৃশ্যে অভিনয় করতে গিয়ে দম আটকানোর দশা হয়েছিল টম ক্রুজের। স্মৃতিচারণ করলেন তিনি, ‘এখনও পর্যন্ত আমার ক্যারিয়ারের অন্যতম কঠিন স্ট্যান্ট ছিল ওই দৃশ্যটি। মনে আছে, ওই শটটি নিতে বারবার সমস্যা হচ্ছিল। ওপর থেকে পড়ার সময় ঠিকমতো ভারসাম্য রাখতে পারছিলাম না। সরাসরি মুখ থুবড়ে মাটিতে পড়ছিলাম। নাকে আঘাত লাগছিল। এদিকে সময়ও প্রায় শেষ। নির্ধারিত সময়ের পর সেখানে আর শুটিং করা যাবে না।’
দেখে নিন সেই দৃশ্যটির এক ঝলক:
শেষপর্যন্ত একবার ঠিকঠাক ঝুলে থাকতে পেরেছিলেন টম ক্রুজ। তারপরই আত্মবিশ্বাস গেল বেড়ে। এরপরও নিশ্চিন্ত হতে পারেননি পরিচালক ব্রায়ান ডি পালমা। বলছেন টম, ‘তাঁর নির্দেশে আরো কয়েকবার ওই দৃশ্যের শুটিং করেছিলাম। প্রত্যেকবারই ভাবছিলাম, এবার আরো ভালো করতে হবে। জুতোর মধ্যে বেশকিছু খুচরো পয়সা ঢুকিয়ে নিয়েছিলাম। যাতে ওপর থেকে ঝোলার সময় শরীরের ভারসাম্য বজায় থাকে।’
শেষে যখন হাঁপিয়ে উঠেছি, এমন সময় শুনি দূরে বসে হাসছেন পরিচালক। আসলে অনেকক্ষণ আগেই শটটি ‘ওকে’ হয়ে গিয়েছিল। মজা করার জন্য আমাকে এতক্ষণ পরিশ্রম করাচ্ছিলেন তিনি।
টম ক্রুজ, ‘মিশন ইমপসিবল’ অভিনেতা
টম ক্রুজের ‘মিশন ইমপসিবল’ সিরিজের সব সিনেমাই বক্স অফিস কাঁপিয়েছে। ২০২২ সালের মে মাসে এ সিরিজের সপ্তম সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৬ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৭ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১২ ঘণ্টা আগে