Ajker Patrika

‘লাভ স্টোরি’ অভিনেতা রায়ান ও’নিলের মৃত্যু

বিনোদন ডেস্ক
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৪: ২৪
‘লাভ স্টোরি’ অভিনেতা রায়ান ও’নিলের মৃত্যু

হলিউডের কিংবদন্তি অভিনেতা রায়ান ও’নিল আর নেই। গতকাল শুক্রবার লস অ্যাঞ্জেলেসে অস্কার মনোনীত এই অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে প্যাট্রিক ও’নিল।

প্যাট্রিক ও’নিল শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, তাঁর বাবা শান্তিপূর্ণভাবে মারা গেছেন। তিনি লিখেছেন, ‘আমার বাবা আজ শান্তিপূর্ণভাবে মারা গেছেন, আমার বাবা সব সময়ই আমার নায়ক ছিলেন।’

রায়ানের মৃত্যুর কারণ সম্পর্কে তাঁর পরিবারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। তবে ২০১২ সাল থেকে তিনি প্রোস্ট্যাট ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। এর আগে ২০০১ সালে মরণঘাতী লিউকেমিয়ায় আক্রান্ত হন।

‘লাভ স্টোরি’র দৃশ্যে রায়ান ও’নিল১৯৭০-এর দশকে, ও’নিল হলিউডের অন্যতম হার্টথ্রব অভিনেতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন। সে সময় ‘হোয়াটস আপ’, ‘ডক?’ , ‘পেপার মুন’ ও ‘ব্যারি লিন্ডন’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।

তবে ১৯৭০ সালে আলী ম্যাকগ্রার বিপরীতে মুক্তিপ্রাপ্ত ‘লাভ স্টোরি’ তাঁকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়, যার জন্য তিনি সেরা অভিনেতার জন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন।

ব্যক্তিজীবনে দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রায়ান ও’নিল। এ দুই সংসারে তাঁর চার সন্তান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত