বিনোদন ডেস্ক
ফ্রান্সের জুলিয়া দুকুরনোর ‘টাইটেন’ ছবিটি ৭৪তম কান উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘স্বর্ণ পাম’ বা পাম দ্য’র জিতে নিয়েছে। এর ফলে কানের গত ২৮ বছর পর দ্বিতীয় নারী নির্মাতা হিসেবে জুলিয়া এ স্বাদ পেলেন। কানের ইতিহাসে নারী নির্মাতাদের মধ্যে কেবল জেন ক্যাম্পিয়ন স্বর্ণ পাম জিতেছেন ১৯৯৩ সালে। দ্বিতীয়বারের মতো কোনো নারী নির্মাতার ছবি স্বর্ণ পাম জিতে গেলো এবার। বিশ্ব সিনেমার তীর্থভূমি কানে (১৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সমাপনী আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়। নির্মাতা জুলিয়া ২০১১ সালে জুনিয়র স্বল্পদৈর্ঘ্য দিয়ে প্রথম কানে পুরস্কার জয় করেন। পরে প্রথম সিনেমা ‘গ্রেভ’ দিয়ে ২০১৬ সালে ফিপরেস্কি জয় করেন।
উৎসবে সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন প্রখ্যাত ফরাসি পরিচালক লিও ক্যারাক্স। ‘অ্যানেট’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতলেন রিয়ুসুকে হামাগুচি। ‘ড্রাইভ মাই কার’ ছবির চিত্রনাট্যের জন্য সেরা হলেন তিনি।
এক নজরে দেখে নেওয়া যাক কারা হাসলেন শেষ হাসি:
পাম দর: টাইটেন, নির্মাতা জুলিয়া ডুকুরনো
গ্র্যান্ড প্রিক্স: অ্যা হিরো ও কমপার্টমেন্ট নম্বর সিক্স
জুরি প্রাইজ: ‘আহেদ স নি’ ও ‘মেমোরিয়া’
সেরা নির্মাতা: লিও কারাক্স (অ্যানেটে)
সেরা অভিনেতা: ক্যালেব ল্যান্দ্রি জোনস (নিট্রাম)
সেরা অভিনেত্রী: রেনেট রেইনসভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড)
সেরা চিত্রনাট্য: রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার)
ক্যামেরা দর: ‘মুরিনা’ (অ্যান্টোনেটা আলামত কুসিজানোভিচ)
শর্ট ফিল্ম পাম দর: টিয়ান জিয়া উ ইয়া (টাং ওয়াই)
বিশেষ জুরি (শর্ট ফিল্ম): চেউ ডে আগোস্তো (জাসমিন টেনুচি)
ফ্রান্সের জুলিয়া দুকুরনোর ‘টাইটেন’ ছবিটি ৭৪তম কান উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘স্বর্ণ পাম’ বা পাম দ্য’র জিতে নিয়েছে। এর ফলে কানের গত ২৮ বছর পর দ্বিতীয় নারী নির্মাতা হিসেবে জুলিয়া এ স্বাদ পেলেন। কানের ইতিহাসে নারী নির্মাতাদের মধ্যে কেবল জেন ক্যাম্পিয়ন স্বর্ণ পাম জিতেছেন ১৯৯৩ সালে। দ্বিতীয়বারের মতো কোনো নারী নির্মাতার ছবি স্বর্ণ পাম জিতে গেলো এবার। বিশ্ব সিনেমার তীর্থভূমি কানে (১৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সমাপনী আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়। নির্মাতা জুলিয়া ২০১১ সালে জুনিয়র স্বল্পদৈর্ঘ্য দিয়ে প্রথম কানে পুরস্কার জয় করেন। পরে প্রথম সিনেমা ‘গ্রেভ’ দিয়ে ২০১৬ সালে ফিপরেস্কি জয় করেন।
উৎসবে সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন প্রখ্যাত ফরাসি পরিচালক লিও ক্যারাক্স। ‘অ্যানেট’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতলেন রিয়ুসুকে হামাগুচি। ‘ড্রাইভ মাই কার’ ছবির চিত্রনাট্যের জন্য সেরা হলেন তিনি।
এক নজরে দেখে নেওয়া যাক কারা হাসলেন শেষ হাসি:
পাম দর: টাইটেন, নির্মাতা জুলিয়া ডুকুরনো
গ্র্যান্ড প্রিক্স: অ্যা হিরো ও কমপার্টমেন্ট নম্বর সিক্স
জুরি প্রাইজ: ‘আহেদ স নি’ ও ‘মেমোরিয়া’
সেরা নির্মাতা: লিও কারাক্স (অ্যানেটে)
সেরা অভিনেতা: ক্যালেব ল্যান্দ্রি জোনস (নিট্রাম)
সেরা অভিনেত্রী: রেনেট রেইনসভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড)
সেরা চিত্রনাট্য: রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার)
ক্যামেরা দর: ‘মুরিনা’ (অ্যান্টোনেটা আলামত কুসিজানোভিচ)
শর্ট ফিল্ম পাম দর: টিয়ান জিয়া উ ইয়া (টাং ওয়াই)
বিশেষ জুরি (শর্ট ফিল্ম): চেউ ডে আগোস্তো (জাসমিন টেনুচি)
সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
৩৫ মিনিট আগেনাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা
৪২ মিনিট আগেঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ। ১১ জানুয়ারি শুরু হয়েছিল সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই উৎসব। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। এবার ঢাকা উৎসবে প্রদর্শিত হয়েছে ৭৫ দেশের ২২০টি সিনেমা।
১ ঘণ্টা আগেএখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১৪ ঘণ্টা আগে