Ajker Patrika

কোহেন-ফিশারের বিবাহবিচ্ছেদ, ভেঙে গেল ১৩ বছরের সংসার

বিনোদন ডেস্ক
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৫: ১৪
কোহেন-ফিশারের বিবাহবিচ্ছেদ, ভেঙে গেল ১৩ বছরের সংসার

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের জনপ্রিয় জুটি ব্যারন কোহেন ও ইসলা ফিশার। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, গত বছর যৌথভাবে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন ফিশার ও ব্যারন কোহেন।

গতকাল শুক্রবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন ব্যারন-ফিশার। এতে বলা হয়, ‘২০ বছরেরও বেশি সময় ধরে দীর্ঘ টেনিস ম্যাচ চলার পর আমরা অবশেষে আমাদের র‍্যাকেট নামিয়ে রাখছি। ২০২৩ সালে আমরা যৌথভাবে বিচ্ছেদের জন্য আবেদন করেছি।’

পোস্টে এ দুই তারকাকে টেনিস জার্সিতে দেখা গেছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সব সময় আমাদের গোপনীয়তাকে প্রাধান্য দিয়েছি এবং এই পরিবর্তনের জন্য নীরবে কাজ করে যাচ্ছি।’

পোস্টের শেষে বলা হয়েছে, ‘সন্তানদের প্রতি চিরকাল আমাদের স্নেহ ও ভালোবাসা বজায় থাকবে। পারিবারিক গোপনীয়তা রক্ষার জন্য আপনাদের আন্তরিকভাবে সাধুবাদ জানাই।’

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন ব্যারন-ফিশার। ছবি: ইনস্টাগ্রাম২০০১ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে এক পার্টিতে প্রথম পরিচয় হয়েছিল এ দুই তারকার। ফিশার ও ব্যারন কোহেনের বাগদান সম্পন্ন হয়েছিল ২০০৪ সালে। এর তিন বছর পর জন্ম হয় তাঁদের প্রথম সন্তান অলিভ কোহেনের। ২০১০ সালের ১৫ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। সংসারজীবনে তিন সন্তানের বাবা-মা তাঁরা।

২০০৬ সালে ‘বোরাত’ সিনেমা দিয়ে পরিচিতি পান ব্যারন কোহেন। আর ফিশারের জনপ্রিয়তা শুরু ২০০৫ সালে ‘ওয়েডিং ক্র্যাশার’ ছবির মাধ্যমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত