বিনোদন ডেস্ক
ঢাকা: ১০ নম্বর ছবি মু্ক্তি পাওয়ার পর সিনেমা বানানো ছেড়ে দেবেন বিশ্বখ্যাত পরিচালক কোয়েন্টিন টারান্টিনো। আমেরিকান এই পরিচালকের এমন সিদ্ধান্তে অবশ্য হতবাক হয়নি বিশ্ব সিনেমাপ্রেমীরা। কারণ গেল বছর থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে তিনি তাঁর অবসরের আঁচ দিচ্ছিলেন।
‘পাল্প ফিকশন’, ‘কিল বিল’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ থেকে শুরু করে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’—৯টি ছবি বানিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বয়স হয়েছে ৫৮। ইতিহাস বলে, বহু পরিচালকের থেকেও বেশি বয়স পর্যন্ত ছবি বানিয়েছেন। কিন্তু টারান্টিনো তাঁর পেশা ও নেশায় ইতি টানলেন। সিদ্ধান্ত নিয়েছেন, ১০ নম্বর ছবি বানিয়ে অবসর নেবেন বিশ্ববিখ্যাত পরিচালক। তাঁর এই ঘোষণায় আহত তাঁর বিশ্বজোড়া অনুরাগীরা।
২০১৯ সালে মুক্তি পাওয়া তাঁর ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ অবলম্বনে একই নামের উপন্যাস লিখেছেন টারান্টিনো। সেটার প্রচারে এসেছিলেন উপস্থাপক-কমেডিয়ান বিল মাহেরের অনুষ্ঠানে। অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন করেছেন পরিচালককে, ‘আপনি এখন এই জগতের শীর্ষে। তা ছা়ড়া চলচ্চিত্র জগৎ ছাড়ার জন্য যথেষ্ট বয়স হয়নি আপনার।’ পরিচালক জানিয়েছেন, ঠিক এ কারণেই তিনি ছবি বানাতে চান না আর। তাঁর মতে, তিনি চলচ্চিত্রের ইতিহাসের কথা ভেবে দেখেছেন, পরিচালকেরা এর থেকে ভালো কাজ আর করতে পারবেন না, তাই তিনি চান না তাঁর বানানো ছবির মান নেমে যাক।
চলচ্চিত্রে তাঁর নতুন করে আর কিছু দেওয়ার নেই বলেও মন্তব্য করেন স্বর্ণপামজয়ী এই পরিচালক, ‘যদিও অন্য পরিচালকদের মতো অনেক ছবি করতে পারিনি, তবে ৩০ বছরের ক্যারিয়ারে যত বেশি সম্ভব ছবি করেছি। আমার ক্যারিয়ার দীর্ঘ, সত্যিই বেশ দীর্ঘ এবং আমার যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি।’
ঢাকা: ১০ নম্বর ছবি মু্ক্তি পাওয়ার পর সিনেমা বানানো ছেড়ে দেবেন বিশ্বখ্যাত পরিচালক কোয়েন্টিন টারান্টিনো। আমেরিকান এই পরিচালকের এমন সিদ্ধান্তে অবশ্য হতবাক হয়নি বিশ্ব সিনেমাপ্রেমীরা। কারণ গেল বছর থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে তিনি তাঁর অবসরের আঁচ দিচ্ছিলেন।
‘পাল্প ফিকশন’, ‘কিল বিল’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’ থেকে শুরু করে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’—৯টি ছবি বানিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বয়স হয়েছে ৫৮। ইতিহাস বলে, বহু পরিচালকের থেকেও বেশি বয়স পর্যন্ত ছবি বানিয়েছেন। কিন্তু টারান্টিনো তাঁর পেশা ও নেশায় ইতি টানলেন। সিদ্ধান্ত নিয়েছেন, ১০ নম্বর ছবি বানিয়ে অবসর নেবেন বিশ্ববিখ্যাত পরিচালক। তাঁর এই ঘোষণায় আহত তাঁর বিশ্বজোড়া অনুরাগীরা।
২০১৯ সালে মুক্তি পাওয়া তাঁর ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ অবলম্বনে একই নামের উপন্যাস লিখেছেন টারান্টিনো। সেটার প্রচারে এসেছিলেন উপস্থাপক-কমেডিয়ান বিল মাহেরের অনুষ্ঠানে। অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন করেছেন পরিচালককে, ‘আপনি এখন এই জগতের শীর্ষে। তা ছা়ড়া চলচ্চিত্র জগৎ ছাড়ার জন্য যথেষ্ট বয়স হয়নি আপনার।’ পরিচালক জানিয়েছেন, ঠিক এ কারণেই তিনি ছবি বানাতে চান না আর। তাঁর মতে, তিনি চলচ্চিত্রের ইতিহাসের কথা ভেবে দেখেছেন, পরিচালকেরা এর থেকে ভালো কাজ আর করতে পারবেন না, তাই তিনি চান না তাঁর বানানো ছবির মান নেমে যাক।
চলচ্চিত্রে তাঁর নতুন করে আর কিছু দেওয়ার নেই বলেও মন্তব্য করেন স্বর্ণপামজয়ী এই পরিচালক, ‘যদিও অন্য পরিচালকদের মতো অনেক ছবি করতে পারিনি, তবে ৩০ বছরের ক্যারিয়ারে যত বেশি সম্ভব ছবি করেছি। আমার ক্যারিয়ার দীর্ঘ, সত্যিই বেশ দীর্ঘ এবং আমার যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি।’
শিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশীদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এমন অনুরোধে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্যজন মামুনুর রশীদ।
১০ ঘণ্টা আগেজন লেনন যখন এই চিঠি লিখছেন এরিক ক্ল্যাপটনকে, ততদিনে তিনি দ্য বিটলস থেকে বেরিয়ে এসেছেন। প্লাস্টিক ওনো ব্যান্ড নিয়েই সমস্ত ব্যস্ততা তখন। তবুও নতুন ব্যান্ডের কথা ভাবছিলেন লেনন। ক্ল্যাপটনের জীবনও তখন ছিল নানা সমস্যায় জর্জরিত।
১১ ঘণ্টা আগেসম্প্রতি ঢাকার আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা চালু করেছেন ওমর সানী। সানী জানিয়েছেন, দেশে চলমান আন্দোলনের কারণে রেস্টুরেন্টের নতুন শাখাটি নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
১৫ ঘণ্টা আগেদক্ষিণি অভিনেতা ধানুশ ও অভিনেত্রী নয়নতারার দ্বন্দ্ব আরও বড় আকার নিল। নয়নতারা ও তাঁর স্বামী পরিচালক ভিগনেশ শিবানের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন ধানুশ। আজ মাদ্রাজ হাই কোর্টে মামলাটি করা হয় ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে।
১৫ ঘণ্টা আগে