বিনোদন ডেস্ক
ঢাকা: ২০ বছর আগের কথা। ২০০১ সালে ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ দিয়ে হলিউডে শুরু হয়েছিল এক অন্য রকম ফ্র্যাঞ্চাইজির। সিরিজের আটটি ছবি মুক্তি পেয়ে গেছে। সামনে আসছে আরও একটি ছবি। এখনো সমান আবেদন ধরে রেখেছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। দীর্ঘ এই যাত্রায় ভক্তরা পল ওয়াকারকে হারালেও এখনো স্টিয়ারিং ধরে আছেন ভিন ডিজেল।
ফ্র্যাঞ্চাইজির নবম ছবি ‘এফ নাইন’ আসবে ২৫ জুন। তার আগে ডমিনিক টরেটো চরিত্রের অভিনেতা ভিন ডিজেল জানালেন খানিকটা মন খারাপের খবর। সম্প্রতি বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’–এর পরে এই ফ্র্যাঞ্চাইজির আর দুটি ছবি তৈরি হবে। এরপর আর কখনো আসবে না ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’।
ভিন ডিজেল বলেছেন, ‘সব গল্পেরই শেষ আছে। আমি জানি, মানুষ চাইছে না এটা শেষ হোক। কিন্তু আমার মতে, সব ভালো জিনিসেরই একটা সুন্দর সমাপ্তি প্রাপ্য।’ অভিনেতা জানিয়েছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’–এর শেষ ছবি দুটি মুক্তি পাবে ২০২৩ ও ২০২৪ সালে।
ডমিনিট টরেটো হয়ে শুরু থেকেই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে আছেন ভিন ডিজেল। তুমুল অ্যাকশন আর অবৈধ রেসিংয়ে ভরপুর এ ছবিতে আরও দেখা গেছে মিশেল রড্রিগেজ, ডোয়াইন দ্য রক জনসন, রাইরিস গিবসন, জেসন স্টেথাম আর পল ওয়াকারকে।
ফ্র্যাঞ্চাইজির নবম ছবি ‘এফ নাইন’ আসার কথা ছিল গত বছর। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচারস তাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। আশা করা হচ্ছে, ‘এফ নাইন’ হবে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ব্যবসাসফল ছবি।
ঢাকা: ২০ বছর আগের কথা। ২০০১ সালে ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ দিয়ে হলিউডে শুরু হয়েছিল এক অন্য রকম ফ্র্যাঞ্চাইজির। সিরিজের আটটি ছবি মুক্তি পেয়ে গেছে। সামনে আসছে আরও একটি ছবি। এখনো সমান আবেদন ধরে রেখেছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। দীর্ঘ এই যাত্রায় ভক্তরা পল ওয়াকারকে হারালেও এখনো স্টিয়ারিং ধরে আছেন ভিন ডিজেল।
ফ্র্যাঞ্চাইজির নবম ছবি ‘এফ নাইন’ আসবে ২৫ জুন। তার আগে ডমিনিক টরেটো চরিত্রের অভিনেতা ভিন ডিজেল জানালেন খানিকটা মন খারাপের খবর। সম্প্রতি বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’–এর পরে এই ফ্র্যাঞ্চাইজির আর দুটি ছবি তৈরি হবে। এরপর আর কখনো আসবে না ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’।
ভিন ডিজেল বলেছেন, ‘সব গল্পেরই শেষ আছে। আমি জানি, মানুষ চাইছে না এটা শেষ হোক। কিন্তু আমার মতে, সব ভালো জিনিসেরই একটা সুন্দর সমাপ্তি প্রাপ্য।’ অভিনেতা জানিয়েছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’–এর শেষ ছবি দুটি মুক্তি পাবে ২০২৩ ও ২০২৪ সালে।
ডমিনিট টরেটো হয়ে শুরু থেকেই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে আছেন ভিন ডিজেল। তুমুল অ্যাকশন আর অবৈধ রেসিংয়ে ভরপুর এ ছবিতে আরও দেখা গেছে মিশেল রড্রিগেজ, ডোয়াইন দ্য রক জনসন, রাইরিস গিবসন, জেসন স্টেথাম আর পল ওয়াকারকে।
ফ্র্যাঞ্চাইজির নবম ছবি ‘এফ নাইন’ আসার কথা ছিল গত বছর। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচারস তাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। আশা করা হচ্ছে, ‘এফ নাইন’ হবে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে ব্যবসাসফল ছবি।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
১ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
২ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৭ ঘণ্টা আগে