বিনোদন ডেস্ক
আজ মুক্তি পাচ্ছে কিয়ানু রিভস অভিনীত ‘ম্যাট্রিক্স ৪ রিসারেকশনস’-এর ট্রেলার। আর এই ট্রেলার দেখার জন্য এক অভিনব আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। ‘হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স ডট কম’ নামের সাইটে ছবির ট্রেলার দেখা যাবে। এই সাইটের লিঙ্কে রাখা হয়েছে দুটি পিল বা ক্যাপসুল আকারের ‘ক্লিক’ অপশন। এই ক্যাপসুলের একটির রং লাল, অন্যটি নীল। দুটি ক্যাপসুলে দুই ধরনের ট্রেলার অপশন রেখেছেন আয়োজকরা। এটা ম্যাট্রিক্সপ্রেমীদের মন কাড়বে বলেই মনে করছে ওয়ার্নার ব্রাদার্স।
নীল রঙের ক্যাপসুলে ক্লিক করা মানে ম্যাট্রিক্স বলবে বাস্তবতার কথা। আর লাল রঙের ক্যাপসুলে ক্লিক করা মানে এমন এক দুনিয়ার সামনে হাজির হতে হবে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। দুই রঙের ক্যাপসুলের পেছনে আরও গল্প আছে। দুটি ক্যাপসুলে ক্লিক করলে দুটি ভিন্ন জগতের গল্প মিলে সিনেপ্রেমীরা ‘ম্যাট্রিক্স ৪- রিসারকেশনস’-এর মূল কাহিনি সম্পর্কে খানিকটা অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।
যাঁরা লাল রঙের ক্যাপসুলে ক্লিক করবেন, তাঁরা শুনতে পাবেন ছবির অন্যতম চরিত্র আব্দুল-মাটিনের ভয়েস ওভার। যিনি বলছেন বর্তমান সময়েই তাঁদের বেশি ভরসা। এর বাইরে কিছু নেই। যাঁকে তাঁরা সত্যি বলে মনে করেন এবং সত্যকে ছাড়িয়ে অন্য কিছুর অস্তিত্ব থাকতে পারে না। আরও একটি মজার ব্যাপার রয়েছে। এই দুই ক্যাপসুলে যতবার ক্লিক করা যাবে, ততবারই ভিডিওতে কিছু পরিবর্তন আসবে।
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান-অস্ট্রেলিয়ান বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর এই ছবিটি পুরো বিশ্বে সাড়া ফেলেছিল। এরপর এই সিরিজের আরও দুটি পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ মুক্তি পায়।
আজ মুক্তি পাচ্ছে কিয়ানু রিভস অভিনীত ‘ম্যাট্রিক্স ৪ রিসারেকশনস’-এর ট্রেলার। আর এই ট্রেলার দেখার জন্য এক অভিনব আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। ‘হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স ডট কম’ নামের সাইটে ছবির ট্রেলার দেখা যাবে। এই সাইটের লিঙ্কে রাখা হয়েছে দুটি পিল বা ক্যাপসুল আকারের ‘ক্লিক’ অপশন। এই ক্যাপসুলের একটির রং লাল, অন্যটি নীল। দুটি ক্যাপসুলে দুই ধরনের ট্রেলার অপশন রেখেছেন আয়োজকরা। এটা ম্যাট্রিক্সপ্রেমীদের মন কাড়বে বলেই মনে করছে ওয়ার্নার ব্রাদার্স।
নীল রঙের ক্যাপসুলে ক্লিক করা মানে ম্যাট্রিক্স বলবে বাস্তবতার কথা। আর লাল রঙের ক্যাপসুলে ক্লিক করা মানে এমন এক দুনিয়ার সামনে হাজির হতে হবে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। দুই রঙের ক্যাপসুলের পেছনে আরও গল্প আছে। দুটি ক্যাপসুলে ক্লিক করলে দুটি ভিন্ন জগতের গল্প মিলে সিনেপ্রেমীরা ‘ম্যাট্রিক্স ৪- রিসারকেশনস’-এর মূল কাহিনি সম্পর্কে খানিকটা অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।
যাঁরা লাল রঙের ক্যাপসুলে ক্লিক করবেন, তাঁরা শুনতে পাবেন ছবির অন্যতম চরিত্র আব্দুল-মাটিনের ভয়েস ওভার। যিনি বলছেন বর্তমান সময়েই তাঁদের বেশি ভরসা। এর বাইরে কিছু নেই। যাঁকে তাঁরা সত্যি বলে মনে করেন এবং সত্যকে ছাড়িয়ে অন্য কিছুর অস্তিত্ব থাকতে পারে না। আরও একটি মজার ব্যাপার রয়েছে। এই দুই ক্যাপসুলে যতবার ক্লিক করা যাবে, ততবারই ভিডিওতে কিছু পরিবর্তন আসবে।
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান-অস্ট্রেলিয়ান বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর এই ছবিটি পুরো বিশ্বে সাড়া ফেলেছিল। এরপর এই সিরিজের আরও দুটি পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ মুক্তি পায়।
শিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশীদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এমন অনুরোধে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্যজন মামুনুর রশীদ।
৮ ঘণ্টা আগেজন লেনন যখন এই চিঠি লিখছেন এরিক ক্ল্যাপটনকে, ততদিনে তিনি দ্য বিটলস থেকে বেরিয়ে এসেছেন। প্লাস্টিক ওনো ব্যান্ড নিয়েই সমস্ত ব্যস্ততা তখন। তবুও নতুন ব্যান্ডের কথা ভাবছিলেন লেনন। ক্ল্যাপটনের জীবনও তখন ছিল নানা সমস্যায় জর্জরিত।
৮ ঘণ্টা আগেসম্প্রতি ঢাকার আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা চালু করেছেন ওমর সানী। সানী জানিয়েছেন, দেশে চলমান আন্দোলনের কারণে রেস্টুরেন্টের নতুন শাখাটি নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগেদক্ষিণি অভিনেতা ধানুশ ও অভিনেত্রী নয়নতারার দ্বন্দ্ব আরও বড় আকার নিল। নয়নতারা ও তাঁর স্বামী পরিচালক ভিগনেশ শিবানের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন ধানুশ। আজ মাদ্রাজ হাই কোর্টে মামলাটি করা হয় ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে।
১৩ ঘণ্টা আগে