Ajker Patrika

বিচ্ছেদের ১৭ বছর পর ‘বেনিফার’

বিনোদন ডেস্ক
আপডেট : ২৮ মে ২০২১, ২০: ০৫
বিচ্ছেদের ১৭ বছর পর ‘বেনিফার’

ঢাকা: অস্কারজয়ী অভিনেতা বেন অ্যাফ্লেক ও মার্কিন পপষ্টার জেনিফার লোপেজ। ২০০১ সালে ‘গিগলি’ সিনেমার শুটিংয়ে তাঁদের প্রথম আলাপ। এর পরের বছর নভেম্বরে তাঁদের বাগদান হয়। ২০০৩ সালের সেপ্টেম্বরে বিয়ের তারিখ ঘোষণা করেন বেন ও লোপেজ। কিন্তু কপাল মন্দ! বিয়ের নির্ধারিত তারিখের কিছুদিন আগে জানা যায়, বিয়ে স্থগিত! এরপর এক বছর দোটানায় কাটে। ২০০৪ সালে এসে আনুষ্ঠানিকভাবে তাঁরা সম্পর্ক ভাঙার কথা জানান।

অভিনেতা বেন অ্যাফ্লেক ও পপ তারকা জেনিফার লোপেজবেন-লোপেজের বিচ্ছেদের ঘটনা পেরিয়ে গেছে ১৭ বছর। এতদিন পর এসে আবারও সম্পর্ক নিয়ে খবরের শিরোনামে তাঁরা। কিছুদিন আগে তাঁদেরকে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে মায়ামিতে। গত ২ মে লস অ্যাঞ্জেলসে ‘ভ্যাক্স লাইভ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই দুই তারকা। যদিও অনুষ্ঠানে আলাদাভাবে এসেছিলেন তাঁরা। এই অনুষ্ঠান শেষেই নাকি মন্টানার ইয়েলো স্টোন ক্লাবের উদ্দেশ্যে পাড়ি দেন। লক্ষ্য, নিরিবিলিতে একান্তে সময় কাটানো। সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ এ প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, একই গাড়িতে ঘুরছেন বেন-লোপেজ।

অভিনেতা বেন অ্যাফ্লেক ও পপ তারকা জেনিফার লোপেজকদিন আগে সংবাদমাধ্যমে তাঁদের আরও একটি ছবি এসেছে। মায়ামির একটি জিমে একসঙ্গে ব্যায়াম করছিলেন। সেখানেই পরস্পরের ঠোঁটে ঠোঁট রেখেছেন তাঁরা। মেতেছিলেন খুনসুটিতে। পুরনো এ জুটির নতুন খবরে আশায় বুক বাঁধছেন বেন ও লোপেজ অনুরাগীরা। অপেক্ষায় আছেন তাঁদের ‘পুনর্মিলন’ এর।

 

সম্প্রতি অ্যালেক্স রডরিগেজের সঙ্গে ৪ বছরের সম্পর্কের ইতি টেনেছেন জেনিফার। অন্যদিকে গত জানুয়ারিতে অভিনেত্রী আনা দে আর্মাসের সঙ্গে সম্পর্ক চুকিয়েছেন বেনও। দুজনই এখন একা। হতে পারে, তাই বেন-লোপেজ পরস্পর আস্থা রেখেছেন পুরনো বন্ধুত্বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত