বিনোদন ডেস্ক
প্রাপ্য সম্মানী ও ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ), স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) ও আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টের (এএফটিআরএ) আন্দোলনে স্থবির হয়ে আছে হলিউড। ন্যায্য পারিশ্রমিক ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত রেখে শিল্পীদের সৃজনশীলতার মূল্যায়নের দাবি নিয়ে গত ২ মে থেকে আন্দোলন শুরু করেন ডব্লিউজি-এর সদস্যরা। কিছুদিন পর তাঁদের সঙ্গে একাত্মতা জানান এসএজি এবং এএফটিআরএ-এর শিল্পীরা। কেটে গেছে আন্দোলনের ১৩৪তম দিন। হলিউডের লেখক ও অভিনয়শিল্পীরা আছেন কর্মবিরতিতে। ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো ইন্ডাস্ট্রি। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত লেখক ও অভিনয়শিল্পীরা আন্দোলন চালিয়ে নিতে নির্ভর করছেন বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত অনুদানের ওপর। শুরু থেকেই এই আন্দোলনের অন্যতম সহযোগী হিসেবে পাশে ছিলেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ ও তাঁর স্ত্রী অভিনেত্রী কেট ক্যাপশো। এ দম্পতি এখন পর্যন্ত প্রায় দেড় মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন লেখক ও শিল্পীদের সংগঠনগুলোকে।
স্পিলবার্গ ও তাঁর স্ত্রীর কাছ থেকে পাওয়া অর্থ ব্যবহার হচ্ছে সংগঠনগুলোর এন্টারটেইনমেন্ট কমিউনিটি ফান্ডে। এ ফান্ড থেকে অভিনয়শিল্পীদের জীবনযাপনের খরচ দেওয়া হচ্ছে আন্দোলনের শুরু থেকে। এখন পর্যন্ত সাড়ে ৬ মিলিয়ন ডলার বিতরণ করা হয়েছে।
এ ছাড়া এ দম্পতির অনুদানের অর্থ দিয়ে ইমারজেন্সি ফিন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম নামে একটি তহবিল করা হয়েছে। অসচ্ছলদের সহায়তায় ব্যবহার হবে এই তহবিল। সদস্যদের আবেদনের ভিত্তিতে ৫০ থেকে ১০০ জনকে অনুদান দেওয়া হবে। তাঁরা পাবেন বাড়িভাড়া, খাবার খরচ, চিকিৎসা খরচ ও প্রয়োজনীয় অন্যান্য খরচ বাবদ আর্থিক সহযোগিতা।
লেখক ও শিল্পীদের আন্দোলনে এখনো শামিল হয়নি ডিরেক্টরস গিল্ড। স্পিলবার্গের এ অনুদান সাহস জোগাচ্ছে আন্দোলনকারীদের, উৎসাহ জোগাচ্ছে অন্য পরিচালকদের। তাই স্পিলবার্গ দম্পতির পাশাপাশি পরিচালক গ্রেগ বার্ল্যান্টি, রায়ান মারফি ও পল ফিগ নাম লিখিয়েছেন অনুদানদাতার তালিকায়।
প্রাপ্য সম্মানী ও ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ), স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) ও আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টের (এএফটিআরএ) আন্দোলনে স্থবির হয়ে আছে হলিউড। ন্যায্য পারিশ্রমিক ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সীমিত রেখে শিল্পীদের সৃজনশীলতার মূল্যায়নের দাবি নিয়ে গত ২ মে থেকে আন্দোলন শুরু করেন ডব্লিউজি-এর সদস্যরা। কিছুদিন পর তাঁদের সঙ্গে একাত্মতা জানান এসএজি এবং এএফটিআরএ-এর শিল্পীরা। কেটে গেছে আন্দোলনের ১৩৪তম দিন। হলিউডের লেখক ও অভিনয়শিল্পীরা আছেন কর্মবিরতিতে। ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো ইন্ডাস্ট্রি। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত লেখক ও অভিনয়শিল্পীরা আন্দোলন চালিয়ে নিতে নির্ভর করছেন বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত অনুদানের ওপর। শুরু থেকেই এই আন্দোলনের অন্যতম সহযোগী হিসেবে পাশে ছিলেন পরিচালক স্টিভেন স্পিলবার্গ ও তাঁর স্ত্রী অভিনেত্রী কেট ক্যাপশো। এ দম্পতি এখন পর্যন্ত প্রায় দেড় মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন লেখক ও শিল্পীদের সংগঠনগুলোকে।
স্পিলবার্গ ও তাঁর স্ত্রীর কাছ থেকে পাওয়া অর্থ ব্যবহার হচ্ছে সংগঠনগুলোর এন্টারটেইনমেন্ট কমিউনিটি ফান্ডে। এ ফান্ড থেকে অভিনয়শিল্পীদের জীবনযাপনের খরচ দেওয়া হচ্ছে আন্দোলনের শুরু থেকে। এখন পর্যন্ত সাড়ে ৬ মিলিয়ন ডলার বিতরণ করা হয়েছে।
এ ছাড়া এ দম্পতির অনুদানের অর্থ দিয়ে ইমারজেন্সি ফিন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম নামে একটি তহবিল করা হয়েছে। অসচ্ছলদের সহায়তায় ব্যবহার হবে এই তহবিল। সদস্যদের আবেদনের ভিত্তিতে ৫০ থেকে ১০০ জনকে অনুদান দেওয়া হবে। তাঁরা পাবেন বাড়িভাড়া, খাবার খরচ, চিকিৎসা খরচ ও প্রয়োজনীয় অন্যান্য খরচ বাবদ আর্থিক সহযোগিতা।
লেখক ও শিল্পীদের আন্দোলনে এখনো শামিল হয়নি ডিরেক্টরস গিল্ড। স্পিলবার্গের এ অনুদান সাহস জোগাচ্ছে আন্দোলনকারীদের, উৎসাহ জোগাচ্ছে অন্য পরিচালকদের। তাই স্পিলবার্গ দম্পতির পাশাপাশি পরিচালক গ্রেগ বার্ল্যান্টি, রায়ান মারফি ও পল ফিগ নাম লিখিয়েছেন অনুদানদাতার তালিকায়।
ছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১১ মিনিট আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১৪ মিনিট আগেদীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। বেতন না পেয়ে প্রায়ই আন্দোলন করতে দেখা যায় এফডিসির কর্মচারীদের। এফডিসিকে আবারও চাঙা করতে সম্প্রতি কমানো হয়েছে শুটিং ফ্লোর ও যন্ত্রপাতির ভাড়া। এবার নজর দেওয়া হচ্ছে এফডিসির পাওনা টাকা আদায়ে। গতকাল নবনিযুক্ত ব্যবস্থাপনা...
১৯ মিনিট আগে‘লাভ হোস্টেল’ থেকে ‘রেস থ্রি’, ‘আশ্রম’ থেকে ‘অ্যানিমেল’—বারবার খলনায়কের চরিত্রে অভিনয় করে মানুষের মন জিতে নিয়েছেন ববি দেওল। খলনায়কের চরিত্রে তিনি এতটাই আকর্ষণীয় হয়ে উঠেছেন যে এখন অন্য চরিত্রে ভাবাই যায় না তাঁকে। কিন্তু ববি নিজেও কি নিজেকে বারবার ভিলেনের চরিত্রে দেখতে চান? পুরোনো রোমান্টিক...
২৫ মিনিট আগে