বিনোদন ডেস্ক
ঢাকা: ২০১৮ সালে মুক্তি পায় ‘আ কোয়ায়েট প্লেস’। হরর সিনেমা। তবে আর দশটা ভৌতিক গল্পের মতো নয়। বরং ভয়ের আবহের আড়ালে মানবিকতার গল্পই বলে ‘আ কোয়ায়েট প্লেস’। তাই দর্শকদের কাছে ছবিটির আবেদন অন্য রকম। মুক্তির পর থেকেই দর্শকদের চাওয়া ছিল দ্বিতীয় পর্বের।
গত বছরের মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল ‘আ কোয়ায়েট প্লেস’–এর সিক্যুয়েল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত দিনের এক বছরেরও বেশি সময় পর এসেছে ছবিটি। এসেই যথারীতি বাজার মাত করেছে। প্রাণ ফিরিয়েছে সিনেমা হলগুলোতে। দর্শক থেকে সমালোচক- সব মহলেই এ ছবির জয়জয়কার।
মুক্তির প্রথম দিনেই ‘আ কোয়ায়েট প্লেস’ আয় করেছে ২ কোটি ডলারেরও বেশি। প্রথম তিন দিনে আয় ৫ কোটি ডলার। মহামারির মধ্যে এটিই কোনো ছবির তিন দিনে সর্বোচ্চ আয়। এর আগে ‘গডজিলা ভার্সেস কং’ প্রথম তিন দিনে আয় করেছিল ৩ কোটি ২ লাখ ডলার।
প্যারামাউন্ট পিকচারসের ব্যানারে নির্মিত হয়েছে ‘আ কোয়ায়েট প্লেস’। বানিয়েছেন জন ক্র্যাসিনস্কি। সিক্যুয়েলটি নির্মাণে খরচ হয়েছে ৬১ মিলিয়ন ডলার। প্রথম পর্বের মতো সিক্যুয়েলেও অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, মিলিসেন্ট সিমন্ডস, নোয়া জুপ, সিলিয়ান মারফি ও জিমস হানসো।
ঢাকা: ২০১৮ সালে মুক্তি পায় ‘আ কোয়ায়েট প্লেস’। হরর সিনেমা। তবে আর দশটা ভৌতিক গল্পের মতো নয়। বরং ভয়ের আবহের আড়ালে মানবিকতার গল্পই বলে ‘আ কোয়ায়েট প্লেস’। তাই দর্শকদের কাছে ছবিটির আবেদন অন্য রকম। মুক্তির পর থেকেই দর্শকদের চাওয়া ছিল দ্বিতীয় পর্বের।
গত বছরের মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল ‘আ কোয়ায়েট প্লেস’–এর সিক্যুয়েল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত দিনের এক বছরেরও বেশি সময় পর এসেছে ছবিটি। এসেই যথারীতি বাজার মাত করেছে। প্রাণ ফিরিয়েছে সিনেমা হলগুলোতে। দর্শক থেকে সমালোচক- সব মহলেই এ ছবির জয়জয়কার।
মুক্তির প্রথম দিনেই ‘আ কোয়ায়েট প্লেস’ আয় করেছে ২ কোটি ডলারেরও বেশি। প্রথম তিন দিনে আয় ৫ কোটি ডলার। মহামারির মধ্যে এটিই কোনো ছবির তিন দিনে সর্বোচ্চ আয়। এর আগে ‘গডজিলা ভার্সেস কং’ প্রথম তিন দিনে আয় করেছিল ৩ কোটি ২ লাখ ডলার।
প্যারামাউন্ট পিকচারসের ব্যানারে নির্মিত হয়েছে ‘আ কোয়ায়েট প্লেস’। বানিয়েছেন জন ক্র্যাসিনস্কি। সিক্যুয়েলটি নির্মাণে খরচ হয়েছে ৬১ মিলিয়ন ডলার। প্রথম পর্বের মতো সিক্যুয়েলেও অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, মিলিসেন্ট সিমন্ডস, নোয়া জুপ, সিলিয়ান মারফি ও জিমস হানসো।
সম্প্রতি একক নাটকের প্রভাবে ধারাবাহিক নাটক কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ব্যতিক্রম ‘মাশরাফি জুনিয়র’। চার বছর আগে প্রচার শুরু হওয়া নাটকটি আজ স্পর্শ করতে যাচ্ছে ১২০০ পর্বের মাইলফলক। আজ রাত ৮টায় দীপ্ত টিভিতে দেখা যাবে মাশরাফি জুনিয়রের বিশেষ এই পর্ব।
২ ঘণ্টা আগেশিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশীদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এমন অনুরোধে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্যজন মামুনুর রশীদ।
১২ ঘণ্টা আগেজন লেনন যখন এই চিঠি লিখছেন এরিক ক্ল্যাপটনকে, ততদিনে তিনি দ্য বিটলস থেকে বেরিয়ে এসেছেন। প্লাস্টিক ওনো ব্যান্ড নিয়েই সমস্ত ব্যস্ততা তখন। তবুও নতুন ব্যান্ডের কথা ভাবছিলেন লেনন। ক্ল্যাপটনের জীবনও তখন ছিল নানা সমস্যায় জর্জরিত।
১৩ ঘণ্টা আগেসম্প্রতি ঢাকার আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা চালু করেছেন ওমর সানী। সানী জানিয়েছেন, দেশে চলমান আন্দোলনের কারণে রেস্টুরেন্টের নতুন শাখাটি নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
১৭ ঘণ্টা আগে