বিনোদন ডেস্ক
হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক ডোয়াইন জনসন। অ্যাকশন নায়ক হিসেবে তাঁর জনপ্রিয়তা সারা পৃথিবী জুড়ে। ভক্তদের কাছে ‘দ্য রক’ নামেই বেশি খ্যাত এই সাবেক রেসলিং তারকা। নেটফ্লিক্সে সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘রেড নোটিস’। মুক্তি পাওয়ার পরপরই ছবিটি বেশ প্রশংসা পায়। এই অ্যাকশন-কমেডি ছবিতে ‘রক’-এর পাশাপাশি অভিনয় করেছেন গল গাদত এবং রায়ান রেনল্ডস। এই ছবি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডোয়াইন জনসন জানান, এখন পর্যন্ত তিনি বলিউড থেকে অভিনয়ের ডাক পাননি। তবে পেলে সানন্দে তিনি অভিনয় করতে রাজি হবেন।
ভারতেও যে অসম্ভব জনপ্রিয় ‘দ্য রক’, সে খবর নতুন নয়। বলিউড তারকা বরুণ ধাওয়ানও তাঁর অন্ধ ভক্ত। চার বছর আগে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘বেওয়াচ’ ছবিতেও দেখা গেছে এই হলিউড তারকাকে। ‘বেওয়াচ’ হলিউডের জনপ্রিয় ছবি।
ফেরা যাক বলিউড প্রসঙ্গে। ওই সংবাদ সম্মেলনে ডোয়াইন বলেন,‘আমি এখন পর্যন্ত বলিউডের পক্ষ থেকে কোনো ডাক পাইনি। কিন্তু পেলে দারুণ লাগবে। তাছাড়া আমি আগেও বলেছি এইমুহূর্তে সারা বিশ্বে বিনোদনের জগতে হলিউড ও বলিউড অন্যতম দু'টি শক্তিশালী নাম। তাই তারা যদি একসঙ্গে হাত মিলিয়ে কাজ করে তাহলে নিঃসন্দেহে দারুণ একটি ব্যাপার হবে! সে ব্যাপারে আমি অন্তত নিশ্চিত’।
‘দ্য রক’ এর কথা শেষ হতে না হতেই পাশে বসা ‘ওয়ান্ডার ওম্যান’ ছবি খ্যাত তারকা গল গাদত বলেন,‘বলিউডে কিন্তু দারুণ মানিয়ে যাবে ডোয়েনকে। দুর্দান্ত নাচতেও পারে ও'। হাসিমুখে পাল্টা জবাবে রক জানান যে নাচের ব্যাপারে তাঁর থেকে কয়েকগুণ এগিয়ে গল।
বলিউডের ব্যাপারে নিজের মতামত প্রকাশ করেন রায়ান রেনল্ডস। তিনি জানান বলিউড নিয়ে তাঁর আগ্রহের কথা। জানান, তাঁর বিখ্যাত ‘ডেডপুল’ চরিত্রটিকে বলিউডে দেখতে চান তিনি। রায়ানের কথায়, ‘আমি একেবারে নিশ্চিত যে বলিউডে এই ধাচের কোনো চরিত্রে আমাকে নিলে বেশ ভালো করবো।’
আরও পড়ুন:
হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক ডোয়াইন জনসন। অ্যাকশন নায়ক হিসেবে তাঁর জনপ্রিয়তা সারা পৃথিবী জুড়ে। ভক্তদের কাছে ‘দ্য রক’ নামেই বেশি খ্যাত এই সাবেক রেসলিং তারকা। নেটফ্লিক্সে সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘রেড নোটিস’। মুক্তি পাওয়ার পরপরই ছবিটি বেশ প্রশংসা পায়। এই অ্যাকশন-কমেডি ছবিতে ‘রক’-এর পাশাপাশি অভিনয় করেছেন গল গাদত এবং রায়ান রেনল্ডস। এই ছবি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডোয়াইন জনসন জানান, এখন পর্যন্ত তিনি বলিউড থেকে অভিনয়ের ডাক পাননি। তবে পেলে সানন্দে তিনি অভিনয় করতে রাজি হবেন।
ভারতেও যে অসম্ভব জনপ্রিয় ‘দ্য রক’, সে খবর নতুন নয়। বলিউড তারকা বরুণ ধাওয়ানও তাঁর অন্ধ ভক্ত। চার বছর আগে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘বেওয়াচ’ ছবিতেও দেখা গেছে এই হলিউড তারকাকে। ‘বেওয়াচ’ হলিউডের জনপ্রিয় ছবি।
ফেরা যাক বলিউড প্রসঙ্গে। ওই সংবাদ সম্মেলনে ডোয়াইন বলেন,‘আমি এখন পর্যন্ত বলিউডের পক্ষ থেকে কোনো ডাক পাইনি। কিন্তু পেলে দারুণ লাগবে। তাছাড়া আমি আগেও বলেছি এইমুহূর্তে সারা বিশ্বে বিনোদনের জগতে হলিউড ও বলিউড অন্যতম দু'টি শক্তিশালী নাম। তাই তারা যদি একসঙ্গে হাত মিলিয়ে কাজ করে তাহলে নিঃসন্দেহে দারুণ একটি ব্যাপার হবে! সে ব্যাপারে আমি অন্তত নিশ্চিত’।
‘দ্য রক’ এর কথা শেষ হতে না হতেই পাশে বসা ‘ওয়ান্ডার ওম্যান’ ছবি খ্যাত তারকা গল গাদত বলেন,‘বলিউডে কিন্তু দারুণ মানিয়ে যাবে ডোয়েনকে। দুর্দান্ত নাচতেও পারে ও'। হাসিমুখে পাল্টা জবাবে রক জানান যে নাচের ব্যাপারে তাঁর থেকে কয়েকগুণ এগিয়ে গল।
বলিউডের ব্যাপারে নিজের মতামত প্রকাশ করেন রায়ান রেনল্ডস। তিনি জানান বলিউড নিয়ে তাঁর আগ্রহের কথা। জানান, তাঁর বিখ্যাত ‘ডেডপুল’ চরিত্রটিকে বলিউডে দেখতে চান তিনি। রায়ানের কথায়, ‘আমি একেবারে নিশ্চিত যে বলিউডে এই ধাচের কোনো চরিত্রে আমাকে নিলে বেশ ভালো করবো।’
আরও পড়ুন:
একের পর এক দুর্ঘটনার কবলে বলিউড তারকারা। সইফ আলি খানের ওপর হামলার ঘটনার রেশ এখনো কাটেনি বলিপাড়ায়। এরই মধ্যে এবার দুর্ঘটনার সম্মুখীন অর্জুন কাপুর। ছাদ ভেঙে গুরুতর জখম হয়েছেন এই অভিনেতা।
১ ঘণ্টা আগেবলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়...
৩ ঘণ্টা আগেসৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে ঢাকা চলচ্চিত্র উৎসবে পদাতিক দেখার সুযোগ পেয়েছেন..
৪ ঘণ্টা আগেনাট্যসংগঠন বটতলা এবং যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’র দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনূদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকের পরপর দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে ২০ ও ২১ জানুয়ারি প্রতিদিন সন্ধ্যা
৪ ঘণ্টা আগে