বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছোটবেলা থেকেই সংগীতের আবহে বেড়ে উঠেছেন সুরকার ও সংগীতশিল্পী এহসান রাহী। শিল্পী হওয়ার স্বপ্নে ২০০১ সালে রাজশাহী থেকে ঢাকায় যাতায়াত শুরু। ২০১০ সালে নিজের কথা ও সুরে প্রকাশ করেন প্রথম একক অ্যালবাম ‘প্রশ্ন’। এর পর থেকে সুরকার ও শিল্পী হিসেবে নিয়মিত কাজ করছেন। গত শুক্রবার প্রকাশ পেয়েছে এহসান রাহীর নতুন মৌলিক গান ‘খুব কাছে থেকে’।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি খুব কাছে থেকে গানের সুর করেছেন রাহী। পাঁচ বছর পর রাহীর নিজের সুর করা কোনো গান প্রকাশ পেল। লিখেছেন রাজু চৌধুরী, মিউজিক কম্পোজিশনে সেতু চৌধুরী। ভিডিও বানিয়েছেন আল মাসুদ। শব্দ কারিগর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
নতুন এই গান নিয়ে রাহী বলেন, ‘আমি সাধারণত যে ধরনের গান করি, তার চেয়ে একেবারেই ভিন্ন ঘরানার গান এটি। সেতু চৌধুরীর মিউজিক কম্পোজিশনের সঙ্গে রাজু চৌধুরীর লেখা গানটি শ্রুতিমধুর করে তুলেছে।’
সর্বশেষ ২০১৮ সালে প্রকাশ পেয়েছিল রাহীর নিজের সুরে মৌলিক গান ‘কথা দিলাম’। পাঁচ বছর বিরতি প্রসঙ্গে রাহী বলেন, ‘এই সময়ে নাটক, সিনেমা, ওটিটি এবং দ্বৈত অনেক গান করেছি। এ ছাড়া নিয়মিত সুরকার হিসেবে কাজ করে যাচ্ছি। মৌলিক গান প্রকাশ করা হয়ে উঠছিল না। অনেক দিন ধরে মৌলিক গান প্রকাশের পরিকল্পনা করছিলাম। অবশেষে পাঁচ বছর পর নিজের সুরে নতুন গান প্রকাশ করলাম।’
এহসান রাহী জানান, নিজের সুরে মৌলিক গান নিয়ে কাজ করছেন। নাম দিয়েছেন এহসান রাহী বুনোবক। ফেসবুকে এই নামের পেজ থেকে প্রকাশ পাবে গানগুলো। তিনি বলেন, ‘৬০টির মতো গান আছে এই প্রজেক্টে। ইতিমধ্যে ছয়টি গান প্রস্তুত করেছি। আশা করছি, আগামী বছরের শুরু থেকে নিয়মিত গানগুলো প্রকাশ পাবে।’ মৌলিক গানের পাশাপাশি সিনেমা এবং ওটিটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাহী।
ছোটবেলা থেকেই সংগীতের আবহে বেড়ে উঠেছেন সুরকার ও সংগীতশিল্পী এহসান রাহী। শিল্পী হওয়ার স্বপ্নে ২০০১ সালে রাজশাহী থেকে ঢাকায় যাতায়াত শুরু। ২০১০ সালে নিজের কথা ও সুরে প্রকাশ করেন প্রথম একক অ্যালবাম ‘প্রশ্ন’। এর পর থেকে সুরকার ও শিল্পী হিসেবে নিয়মিত কাজ করছেন। গত শুক্রবার প্রকাশ পেয়েছে এহসান রাহীর নতুন মৌলিক গান ‘খুব কাছে থেকে’।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি খুব কাছে থেকে গানের সুর করেছেন রাহী। পাঁচ বছর পর রাহীর নিজের সুর করা কোনো গান প্রকাশ পেল। লিখেছেন রাজু চৌধুরী, মিউজিক কম্পোজিশনে সেতু চৌধুরী। ভিডিও বানিয়েছেন আল মাসুদ। শব্দ কারিগর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
নতুন এই গান নিয়ে রাহী বলেন, ‘আমি সাধারণত যে ধরনের গান করি, তার চেয়ে একেবারেই ভিন্ন ঘরানার গান এটি। সেতু চৌধুরীর মিউজিক কম্পোজিশনের সঙ্গে রাজু চৌধুরীর লেখা গানটি শ্রুতিমধুর করে তুলেছে।’
সর্বশেষ ২০১৮ সালে প্রকাশ পেয়েছিল রাহীর নিজের সুরে মৌলিক গান ‘কথা দিলাম’। পাঁচ বছর বিরতি প্রসঙ্গে রাহী বলেন, ‘এই সময়ে নাটক, সিনেমা, ওটিটি এবং দ্বৈত অনেক গান করেছি। এ ছাড়া নিয়মিত সুরকার হিসেবে কাজ করে যাচ্ছি। মৌলিক গান প্রকাশ করা হয়ে উঠছিল না। অনেক দিন ধরে মৌলিক গান প্রকাশের পরিকল্পনা করছিলাম। অবশেষে পাঁচ বছর পর নিজের সুরে নতুন গান প্রকাশ করলাম।’
এহসান রাহী জানান, নিজের সুরে মৌলিক গান নিয়ে কাজ করছেন। নাম দিয়েছেন এহসান রাহী বুনোবক। ফেসবুকে এই নামের পেজ থেকে প্রকাশ পাবে গানগুলো। তিনি বলেন, ‘৬০টির মতো গান আছে এই প্রজেক্টে। ইতিমধ্যে ছয়টি গান প্রস্তুত করেছি। আশা করছি, আগামী বছরের শুরু থেকে নিয়মিত গানগুলো প্রকাশ পাবে।’ মৌলিক গানের পাশাপাশি সিনেমা এবং ওটিটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাহী।
বলিউডে পা রাখার পর থেকেই একের পর পর এক সম্পর্কে জড়িয়েছেন সইফকন্যা সারা আলী খান। কখনো সুশান্ত সিং রাজপুত, কখনো বা কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের খবর প্রকাশে আসে। আবারও গুঞ্জন রটেছে নতুন প্রেমে মজেছেন এই অভিনেত্রী, তবে এবার কোনো অভিনেতা নয়...
৪৪ মিনিট আগেগত বছর থেকেই অভিষেক–ঐশ্বরিয়ার সম্পর্ক ভাঙার খবর সংবাদমাধ্যমে শিরোনামে আসছে। তখন গুঞ্জন উঠেছিল ঐশ্বরিয়া বচ্চন পরিবার ছেড়ে আলাদা থাকতে শুরু করেছেন।
২ ঘণ্টা আগেআলিয়া ফাখরির বিরুদ্ধে সরাসরি হত্যার চারটি এবং হত্যার সঙ্গে সম্পৃক্ততার চারটি অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, একটি গ্র্যান্ড জুরি তাঁকে অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত করেছে। সরাসরি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হলে, আলিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি।
৪ ঘণ্টা আগেঢাকার মঞ্চে প্রথম গান গেয়েছে পেনোয়া। সমুদ্রের পাড় কক্সবাজার থেকে রাজধানী ঢাকা। কংক্রিটের নগরে এসে মুগ্ধতা ছড়াল তাদের বিচিত্র কথা আর সুরের মায়া। গত ৩০ নভেম্বর প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’ শিরোনামে সন্ধ্যাকালীন আয়োজনে রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে গান শোনায় ব্যান্ডটি।
৬ ঘণ্টা আগে