বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছোটবেলা থেকেই সংগীতের আবহে বেড়ে উঠেছেন সুরকার ও সংগীতশিল্পী এহসান রাহী। শিল্পী হওয়ার স্বপ্নে ২০০১ সালে রাজশাহী থেকে ঢাকায় যাতায়াত শুরু। ২০১০ সালে নিজের কথা ও সুরে প্রকাশ করেন প্রথম একক অ্যালবাম ‘প্রশ্ন’। এর পর থেকে সুরকার ও শিল্পী হিসেবে নিয়মিত কাজ করছেন। গত শুক্রবার প্রকাশ পেয়েছে এহসান রাহীর নতুন মৌলিক গান ‘খুব কাছে থেকে’।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি খুব কাছে থেকে গানের সুর করেছেন রাহী। পাঁচ বছর পর রাহীর নিজের সুর করা কোনো গান প্রকাশ পেল। লিখেছেন রাজু চৌধুরী, মিউজিক কম্পোজিশনে সেতু চৌধুরী। ভিডিও বানিয়েছেন আল মাসুদ। শব্দ কারিগর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
নতুন এই গান নিয়ে রাহী বলেন, ‘আমি সাধারণত যে ধরনের গান করি, তার চেয়ে একেবারেই ভিন্ন ঘরানার গান এটি। সেতু চৌধুরীর মিউজিক কম্পোজিশনের সঙ্গে রাজু চৌধুরীর লেখা গানটি শ্রুতিমধুর করে তুলেছে।’
সর্বশেষ ২০১৮ সালে প্রকাশ পেয়েছিল রাহীর নিজের সুরে মৌলিক গান ‘কথা দিলাম’। পাঁচ বছর বিরতি প্রসঙ্গে রাহী বলেন, ‘এই সময়ে নাটক, সিনেমা, ওটিটি এবং দ্বৈত অনেক গান করেছি। এ ছাড়া নিয়মিত সুরকার হিসেবে কাজ করে যাচ্ছি। মৌলিক গান প্রকাশ করা হয়ে উঠছিল না। অনেক দিন ধরে মৌলিক গান প্রকাশের পরিকল্পনা করছিলাম। অবশেষে পাঁচ বছর পর নিজের সুরে নতুন গান প্রকাশ করলাম।’
এহসান রাহী জানান, নিজের সুরে মৌলিক গান নিয়ে কাজ করছেন। নাম দিয়েছেন এহসান রাহী বুনোবক। ফেসবুকে এই নামের পেজ থেকে প্রকাশ পাবে গানগুলো। তিনি বলেন, ‘৬০টির মতো গান আছে এই প্রজেক্টে। ইতিমধ্যে ছয়টি গান প্রস্তুত করেছি। আশা করছি, আগামী বছরের শুরু থেকে নিয়মিত গানগুলো প্রকাশ পাবে।’ মৌলিক গানের পাশাপাশি সিনেমা এবং ওটিটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাহী।
ছোটবেলা থেকেই সংগীতের আবহে বেড়ে উঠেছেন সুরকার ও সংগীতশিল্পী এহসান রাহী। শিল্পী হওয়ার স্বপ্নে ২০০১ সালে রাজশাহী থেকে ঢাকায় যাতায়াত শুরু। ২০১০ সালে নিজের কথা ও সুরে প্রকাশ করেন প্রথম একক অ্যালবাম ‘প্রশ্ন’। এর পর থেকে সুরকার ও শিল্পী হিসেবে নিয়মিত কাজ করছেন। গত শুক্রবার প্রকাশ পেয়েছে এহসান রাহীর নতুন মৌলিক গান ‘খুব কাছে থেকে’।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি খুব কাছে থেকে গানের সুর করেছেন রাহী। পাঁচ বছর পর রাহীর নিজের সুর করা কোনো গান প্রকাশ পেল। লিখেছেন রাজু চৌধুরী, মিউজিক কম্পোজিশনে সেতু চৌধুরী। ভিডিও বানিয়েছেন আল মাসুদ। শব্দ কারিগর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
নতুন এই গান নিয়ে রাহী বলেন, ‘আমি সাধারণত যে ধরনের গান করি, তার চেয়ে একেবারেই ভিন্ন ঘরানার গান এটি। সেতু চৌধুরীর মিউজিক কম্পোজিশনের সঙ্গে রাজু চৌধুরীর লেখা গানটি শ্রুতিমধুর করে তুলেছে।’
সর্বশেষ ২০১৮ সালে প্রকাশ পেয়েছিল রাহীর নিজের সুরে মৌলিক গান ‘কথা দিলাম’। পাঁচ বছর বিরতি প্রসঙ্গে রাহী বলেন, ‘এই সময়ে নাটক, সিনেমা, ওটিটি এবং দ্বৈত অনেক গান করেছি। এ ছাড়া নিয়মিত সুরকার হিসেবে কাজ করে যাচ্ছি। মৌলিক গান প্রকাশ করা হয়ে উঠছিল না। অনেক দিন ধরে মৌলিক গান প্রকাশের পরিকল্পনা করছিলাম। অবশেষে পাঁচ বছর পর নিজের সুরে নতুন গান প্রকাশ করলাম।’
এহসান রাহী জানান, নিজের সুরে মৌলিক গান নিয়ে কাজ করছেন। নাম দিয়েছেন এহসান রাহী বুনোবক। ফেসবুকে এই নামের পেজ থেকে প্রকাশ পাবে গানগুলো। তিনি বলেন, ‘৬০টির মতো গান আছে এই প্রজেক্টে। ইতিমধ্যে ছয়টি গান প্রস্তুত করেছি। আশা করছি, আগামী বছরের শুরু থেকে নিয়মিত গানগুলো প্রকাশ পাবে।’ মৌলিক গানের পাশাপাশি সিনেমা এবং ওটিটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাহী।
মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি...
১৩ ঘণ্টা আগেবিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল...
১৫ ঘণ্টা আগেভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
১৬ ঘণ্টা আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
১৮ ঘণ্টা আগে