বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছোটবেলা থেকেই সংগীতের আবহে বেড়ে উঠেছেন সুরকার ও সংগীতশিল্পী এহসান রাহী। শিল্পী হওয়ার স্বপ্নে ২০০১ সালে রাজশাহী থেকে ঢাকায় যাতায়াত শুরু। ২০১০ সালে নিজের কথা ও সুরে প্রকাশ করেন প্রথম একক অ্যালবাম ‘প্রশ্ন’। এর পর থেকে সুরকার ও শিল্পী হিসেবে নিয়মিত কাজ করছেন। গত শুক্রবার প্রকাশ পেয়েছে এহসান রাহীর নতুন মৌলিক গান ‘খুব কাছে থেকে’।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি খুব কাছে থেকে গানের সুর করেছেন রাহী। পাঁচ বছর পর রাহীর নিজের সুর করা কোনো গান প্রকাশ পেল। লিখেছেন রাজু চৌধুরী, মিউজিক কম্পোজিশনে সেতু চৌধুরী। ভিডিও বানিয়েছেন আল মাসুদ। শব্দ কারিগর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
নতুন এই গান নিয়ে রাহী বলেন, ‘আমি সাধারণত যে ধরনের গান করি, তার চেয়ে একেবারেই ভিন্ন ঘরানার গান এটি। সেতু চৌধুরীর মিউজিক কম্পোজিশনের সঙ্গে রাজু চৌধুরীর লেখা গানটি শ্রুতিমধুর করে তুলেছে।’
সর্বশেষ ২০১৮ সালে প্রকাশ পেয়েছিল রাহীর নিজের সুরে মৌলিক গান ‘কথা দিলাম’। পাঁচ বছর বিরতি প্রসঙ্গে রাহী বলেন, ‘এই সময়ে নাটক, সিনেমা, ওটিটি এবং দ্বৈত অনেক গান করেছি। এ ছাড়া নিয়মিত সুরকার হিসেবে কাজ করে যাচ্ছি। মৌলিক গান প্রকাশ করা হয়ে উঠছিল না। অনেক দিন ধরে মৌলিক গান প্রকাশের পরিকল্পনা করছিলাম। অবশেষে পাঁচ বছর পর নিজের সুরে নতুন গান প্রকাশ করলাম।’
এহসান রাহী জানান, নিজের সুরে মৌলিক গান নিয়ে কাজ করছেন। নাম দিয়েছেন এহসান রাহী বুনোবক। ফেসবুকে এই নামের পেজ থেকে প্রকাশ পাবে গানগুলো। তিনি বলেন, ‘৬০টির মতো গান আছে এই প্রজেক্টে। ইতিমধ্যে ছয়টি গান প্রস্তুত করেছি। আশা করছি, আগামী বছরের শুরু থেকে নিয়মিত গানগুলো প্রকাশ পাবে।’ মৌলিক গানের পাশাপাশি সিনেমা এবং ওটিটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাহী।
ছোটবেলা থেকেই সংগীতের আবহে বেড়ে উঠেছেন সুরকার ও সংগীতশিল্পী এহসান রাহী। শিল্পী হওয়ার স্বপ্নে ২০০১ সালে রাজশাহী থেকে ঢাকায় যাতায়াত শুরু। ২০১০ সালে নিজের কথা ও সুরে প্রকাশ করেন প্রথম একক অ্যালবাম ‘প্রশ্ন’। এর পর থেকে সুরকার ও শিল্পী হিসেবে নিয়মিত কাজ করছেন। গত শুক্রবার প্রকাশ পেয়েছে এহসান রাহীর নতুন মৌলিক গান ‘খুব কাছে থেকে’।
কণ্ঠ দেওয়ার পাশাপাশি খুব কাছে থেকে গানের সুর করেছেন রাহী। পাঁচ বছর পর রাহীর নিজের সুর করা কোনো গান প্রকাশ পেল। লিখেছেন রাজু চৌধুরী, মিউজিক কম্পোজিশনে সেতু চৌধুরী। ভিডিও বানিয়েছেন আল মাসুদ। শব্দ কারিগর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
নতুন এই গান নিয়ে রাহী বলেন, ‘আমি সাধারণত যে ধরনের গান করি, তার চেয়ে একেবারেই ভিন্ন ঘরানার গান এটি। সেতু চৌধুরীর মিউজিক কম্পোজিশনের সঙ্গে রাজু চৌধুরীর লেখা গানটি শ্রুতিমধুর করে তুলেছে।’
সর্বশেষ ২০১৮ সালে প্রকাশ পেয়েছিল রাহীর নিজের সুরে মৌলিক গান ‘কথা দিলাম’। পাঁচ বছর বিরতি প্রসঙ্গে রাহী বলেন, ‘এই সময়ে নাটক, সিনেমা, ওটিটি এবং দ্বৈত অনেক গান করেছি। এ ছাড়া নিয়মিত সুরকার হিসেবে কাজ করে যাচ্ছি। মৌলিক গান প্রকাশ করা হয়ে উঠছিল না। অনেক দিন ধরে মৌলিক গান প্রকাশের পরিকল্পনা করছিলাম। অবশেষে পাঁচ বছর পর নিজের সুরে নতুন গান প্রকাশ করলাম।’
এহসান রাহী জানান, নিজের সুরে মৌলিক গান নিয়ে কাজ করছেন। নাম দিয়েছেন এহসান রাহী বুনোবক। ফেসবুকে এই নামের পেজ থেকে প্রকাশ পাবে গানগুলো। তিনি বলেন, ‘৬০টির মতো গান আছে এই প্রজেক্টে। ইতিমধ্যে ছয়টি গান প্রস্তুত করেছি। আশা করছি, আগামী বছরের শুরু থেকে নিয়মিত গানগুলো প্রকাশ পাবে।’ মৌলিক গানের পাশাপাশি সিনেমা এবং ওটিটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাহী।
প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রায় ৭২ ঘণ্টা ধরেই শিরোনামে। নেটিজেনদের কৌতূহল যেন থামছেই না। এরই মধ্যে যেন আগুনে ঘি পড়েছে তাঁর দলের বেস গিটারিস্টেরও বিবাহ বিচ্ছেদের ঘোষণায়। একদিনের ব্যবধানে দুজনের বিচ্ছেদকে জুড়ে দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় মেতেছেন নেটিজেনরা...
৪ ঘণ্টা আগেঅডিও অ্যালবামের যুগ শেষ হওয়ার পর হারিয়ে যেতে বসেছে মিক্সড অ্যালবামের প্রচলন। ইউটিউবে যে যার মতো একক কিংবা দ্বৈত গান প্রকাশ করছেন। এমন সময় ৫৪ শিল্পীকে নিয়ে ৬৩ গানের উদ্যোগ নিয়েছেন স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। নাম দিয়েছেন ‘যেটা আমাদের নিজের মতোন’।
৫ ঘণ্টা আগেএকটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘হৃদয়ে বসবাস’। জামিউর রহমান লেমনের রচনায় হৃদয়ে বসবাস নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক। আজ রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে প্রচারিত হবে নাটকটি।
৫ ঘণ্টা আগেচলতি সপ্তাহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। তবে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল দুটি হলিউড সিনেমা। সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে উইকড ও রেড ওয়ান।
৬ ঘণ্টা আগে