বিনোদন ডেস্ক
অনুষ্ঠান শেষে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের রোষানলে পড়েছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী রুপম ইসলাম। দিনকয়েক ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের আলোচনা। একাংশ যেমন রুপমের পক্ষ নিচ্ছেন আবার কেউ কেউ তাঁকে নিয়ে করছেন সমালোচনা। এবার এর এর মাঝেই সবাইকে চমকে দিয়ে গান ছাড়ার ঘোষণা দিলেন রুপম।
সম্প্রতি এক কনসার্টে রুপম বলেন, ‘আপনাদের সমাজ খুব শিষ্ট সমাজ, আপনারা এ রকমই থাকুন। কিন্তু আমি একজন রক শিল্পী। আপনাদের ছাঁচে নিজেকে মেলাতে পারব না। আপনারা অন্য কাউকে বেছে নিন। যে কটা অনুষ্ঠান করার কথা আমি করব। তারপর আর গান গাইব না।’
রুপম আরও বলেন, ‘আশা করি আমার আর নতুন করে কিছুই দেওয়ার নেই আপনাদের। আমাদের পৃথিবী একেবারেই আলাদা। এ পৃথিবী ফেসবুকের পৃথিবী। এই পৃথিবী সেলফি তোলার পৃথিবী। এই পৃথিবী আমার মতো শিল্পীর পৃথিবী নয়। ঠোঁটকাটা লোকেদের জন্য তো একেবারেই নয়। আমি একেবারেই বেমানান। যেটা আমার বলার আমি সেটাই বলব। আমি আমার বৈঠকখানায় বসে বলব। সেখানে আসা করি কেউ ক্যামেরা নিয়ে ঢুকে আসবে না। আমাকে মার্জনা করবেন। যে ক’টি অনুষ্ঠান ঘোষিত আছে, সেগুলো অবশ্যই করব। কিন্তু, তারপর আর নয়।’
অনুষ্ঠান শেষে ছবির আবদার রাখা এক ভক্তের উদ্দেশ্যে অশ্লীল ভাষা প্রয়োগ নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন অনেকেই। তাই রূপম ইসলামের কথায়, ‘আমার বাবা-মা কখনো রক গান লেখেননি। আমার বাবা বলেছিলেন, তুই তো ক্ল্যাসিক্যাল গান গাস, তাহলে তুই কেন এই ছাইপাঁশ করতে গেলি! আমি সেদিন গিটারটা ছুড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম। আমিই সেই লোক। মনে রাখবেন আমি সেই লোক। হ্যাঁ লোকটা অহংকারী, হয়তো জানোয়ার। কিন্তু, আমি আমিই।’
অনুষ্ঠান শেষে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের রোষানলে পড়েছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী রুপম ইসলাম। দিনকয়েক ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের আলোচনা। একাংশ যেমন রুপমের পক্ষ নিচ্ছেন আবার কেউ কেউ তাঁকে নিয়ে করছেন সমালোচনা। এবার এর এর মাঝেই সবাইকে চমকে দিয়ে গান ছাড়ার ঘোষণা দিলেন রুপম।
সম্প্রতি এক কনসার্টে রুপম বলেন, ‘আপনাদের সমাজ খুব শিষ্ট সমাজ, আপনারা এ রকমই থাকুন। কিন্তু আমি একজন রক শিল্পী। আপনাদের ছাঁচে নিজেকে মেলাতে পারব না। আপনারা অন্য কাউকে বেছে নিন। যে কটা অনুষ্ঠান করার কথা আমি করব। তারপর আর গান গাইব না।’
রুপম আরও বলেন, ‘আশা করি আমার আর নতুন করে কিছুই দেওয়ার নেই আপনাদের। আমাদের পৃথিবী একেবারেই আলাদা। এ পৃথিবী ফেসবুকের পৃথিবী। এই পৃথিবী সেলফি তোলার পৃথিবী। এই পৃথিবী আমার মতো শিল্পীর পৃথিবী নয়। ঠোঁটকাটা লোকেদের জন্য তো একেবারেই নয়। আমি একেবারেই বেমানান। যেটা আমার বলার আমি সেটাই বলব। আমি আমার বৈঠকখানায় বসে বলব। সেখানে আসা করি কেউ ক্যামেরা নিয়ে ঢুকে আসবে না। আমাকে মার্জনা করবেন। যে ক’টি অনুষ্ঠান ঘোষিত আছে, সেগুলো অবশ্যই করব। কিন্তু, তারপর আর নয়।’
অনুষ্ঠান শেষে ছবির আবদার রাখা এক ভক্তের উদ্দেশ্যে অশ্লীল ভাষা প্রয়োগ নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন অনেকেই। তাই রূপম ইসলামের কথায়, ‘আমার বাবা-মা কখনো রক গান লেখেননি। আমার বাবা বলেছিলেন, তুই তো ক্ল্যাসিক্যাল গান গাস, তাহলে তুই কেন এই ছাইপাঁশ করতে গেলি! আমি সেদিন গিটারটা ছুড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম। আমিই সেই লোক। মনে রাখবেন আমি সেই লোক। হ্যাঁ লোকটা অহংকারী, হয়তো জানোয়ার। কিন্তু, আমি আমিই।’
শিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশীদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এমন অনুরোধে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্যজন মামুনুর রশীদ।
৩ ঘণ্টা আগেজন লেনন যখন এই চিঠি লিখছেন এরিক ক্ল্যাপটনকে, ততদিনে তিনি দ্য বিটলস থেকে বেরিয়ে এসেছেন। প্লাস্টিক ওনো ব্যান্ড নিয়েই সমস্ত ব্যস্ততা তখন। তবুও নতুন ব্যান্ডের কথা ভাবছিলেন লেনন। ক্ল্যাপটনের জীবনও তখন ছিল নানা সমস্যায় জর্জরিত।
৩ ঘণ্টা আগেসম্প্রতি ঢাকার আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা চালু করেছেন ওমর সানী। সানী জানিয়েছেন, দেশে চলমান আন্দোলনের কারণে রেস্টুরেন্টের নতুন শাখাটি নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
৭ ঘণ্টা আগেদক্ষিণি অভিনেতা ধানুশ ও অভিনেত্রী নয়নতারার দ্বন্দ্ব আরও বড় আকার নিল। নয়নতারা ও তাঁর স্বামী পরিচালক ভিগনেশ শিবানের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন ধানুশ। আজ মাদ্রাজ হাই কোর্টে মামলাটি করা হয় ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে।
৮ ঘণ্টা আগে