বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল ১৭ বছর পর নিজেদের তৃতীয় অ্যালবাম প্রকাশ করেছে। ‘অতৃতীয়’ শিরোনামের অ্যালবামটি গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘গান’ নামে একটি মিউজিক্যাল অ্যাপে মুক্তি পায়। যেখানে মোট গান রয়েছে ১১টি।
এর আগে ২০০২ সালে আর্টসেলের প্রথম অ্যালবাম ‘অন্য সময়’ প্রকাশিত হয়। যেটির গানগুলো এখনো দারুণ দর্শকপ্রিয়। এর চার বছর পর ২০০৬ সালে ‘অনিকেত প্রান্তর’ রিলিজ হওয়ার পর বাকিটা যেন ইতিহাস। অনিকেত প্রান্তর অ্যালবামটি বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের একটি।
দীর্ঘদিন ধরেই আর্টসেলের নতুন অ্যালবামের অপেক্ষায় ছিল তাদের শ্রোতারা। অনিকেত প্রান্তর অ্যালবাম রিলিজের ১৭ বছর পার হলেও এত দিন নতুন কোনো অ্যালবাম আনেনি তারা। ‘অতৃতীয়’ অ্যালবামের সব গান শুনতে হলে ভক্তদের ৩০০ টাকা খরচ করতে হবে। আর আগামী ৯ মার্চ থেকে জি সিরিজের ইউটিউব চ্যানেলে বিনা মূল্যেই শোনা যাবে অ্যালবামের সব গান।
দীর্ঘ সময় পর আর্টসেলের ‘অতৃতীয়’ অ্যালবাম মুক্তির খবরে ব্যান্ডটির ভক্তদের পাশাপাশি বেশ উচ্ছ্বসিত আর্টসেল। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস-ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।
আর্টসেল জানিয়েছে, তাদের প্রকাশিত নতুন অ্যালবামের ১১টি গানের সময় ধার্য করা হয়েছে ৮২ মিনিট ৪২ সেকেন্ড। গানগুলোর কথা, সুর ও সংগীত আয়োজন করেছে দলের সদস্যরাই। এবারের অ্যালবামের লাইনআপেও বেশ পরিবর্তন হয়েছে। আর্টসেলের বর্তমান লাইনআপে আছেন লিড ভোকালিস্ট ও গিটারিস্ট লিংকন ডি কস্তা, লিড গিটারে ইকবাল আসিফ জুয়েল ও কাজী ফয়সাল আহমেদ, ড্রামে কাজী সাজ্জাদুল আশেকীন, বেজ গিটার সাইফ আল নাজি।
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল ১৭ বছর পর নিজেদের তৃতীয় অ্যালবাম প্রকাশ করেছে। ‘অতৃতীয়’ শিরোনামের অ্যালবামটি গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘গান’ নামে একটি মিউজিক্যাল অ্যাপে মুক্তি পায়। যেখানে মোট গান রয়েছে ১১টি।
এর আগে ২০০২ সালে আর্টসেলের প্রথম অ্যালবাম ‘অন্য সময়’ প্রকাশিত হয়। যেটির গানগুলো এখনো দারুণ দর্শকপ্রিয়। এর চার বছর পর ২০০৬ সালে ‘অনিকেত প্রান্তর’ রিলিজ হওয়ার পর বাকিটা যেন ইতিহাস। অনিকেত প্রান্তর অ্যালবামটি বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের একটি।
দীর্ঘদিন ধরেই আর্টসেলের নতুন অ্যালবামের অপেক্ষায় ছিল তাদের শ্রোতারা। অনিকেত প্রান্তর অ্যালবাম রিলিজের ১৭ বছর পার হলেও এত দিন নতুন কোনো অ্যালবাম আনেনি তারা। ‘অতৃতীয়’ অ্যালবামের সব গান শুনতে হলে ভক্তদের ৩০০ টাকা খরচ করতে হবে। আর আগামী ৯ মার্চ থেকে জি সিরিজের ইউটিউব চ্যানেলে বিনা মূল্যেই শোনা যাবে অ্যালবামের সব গান।
দীর্ঘ সময় পর আর্টসেলের ‘অতৃতীয়’ অ্যালবাম মুক্তির খবরে ব্যান্ডটির ভক্তদের পাশাপাশি বেশ উচ্ছ্বসিত আর্টসেল। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস-ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।
আর্টসেল জানিয়েছে, তাদের প্রকাশিত নতুন অ্যালবামের ১১টি গানের সময় ধার্য করা হয়েছে ৮২ মিনিট ৪২ সেকেন্ড। গানগুলোর কথা, সুর ও সংগীত আয়োজন করেছে দলের সদস্যরাই। এবারের অ্যালবামের লাইনআপেও বেশ পরিবর্তন হয়েছে। আর্টসেলের বর্তমান লাইনআপে আছেন লিড ভোকালিস্ট ও গিটারিস্ট লিংকন ডি কস্তা, লিড গিটারে ইকবাল আসিফ জুয়েল ও কাজী ফয়সাল আহমেদ, ড্রামে কাজী সাজ্জাদুল আশেকীন, বেজ গিটার সাইফ আল নাজি।
২৪ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহ ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘রিকশা গার্ল’। বাংলাদেশের রিকশাচিত্র ও রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেয়েছে সিনেমার মিউজিক ভিডিও ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’।
৩ ঘণ্টা আগেইকবাল হোসেন চৌধুরীর ‘বলী’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আজ বিকেল ৪টায় শুরু হয় সমাপনী আয়োজন। এরপর ঘোষণা করা হয় উৎসবের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃত
৩ ঘণ্টা আগেশাহিদ কাপুর ও কারিনা কাপুরের প্রেম একসময় বলিউডে মুখে মুখে ছিল। তবে বিচ্ছেদের পর একে অপরকে এড়িয়ে চলেন তাঁরা। কথা বলা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ তাঁদের। প্রেমিকার সঙ্গে তিক্ততা থাকলেও তাঁর স্বামী সাইফ আলী খানের জন্য উদ্বেগ প্রকাশ করলেন শাহিদ কাপুর।
৮ ঘণ্টা আগেপল্লিকবি জসীমউদ্দীনের কবিতায় ইমন চৌধুরী তৈরি করলেন গান। কবির ‘হলুদ বরণী’ কবিতা অবলম্বনে তৈরি হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ শিরোনামের গানটি। এই গান দিয়ে শুরু হলো ইমন চৌধুরীর নতুন মিউজিক প্রজেক্ট বেঙ্গল সিম্ফনি।
৯ ঘণ্টা আগে