বিনোদন ডেস্ক
ঢাকা: জর্জিয়ার তিন নারীর ব্যান্ড ‘ট্রিও ম্যানডিলি’। জর্জিয়ার ভাষায় এই নামের অর্থ দাঁড়ায় ‘মাথায় স্কার্ফ পরা তিন সদস্য’। তাতুলি এমগেলাডজে, তাকো সিকারি ও মারিয়াম কুরাসবেদানি—ব্যান্ড দলটির তিন সদস্য জর্জিয়ার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘পান্ডুরি’ বাজিয়ে গান করেন। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গিয়ে তারা গানের ভিডিও তৈরি করেন।
‘সংগীতের কোনো দেশ-জাতি-সীমানা এমনকি ভাষাও নেই।’ আর সেটাই যেন আরও একবার প্রমাণ করল জর্জিয়ান এই ব্যান্ড দল। সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে বেশ কয়েক মাস ধরেই এই ব্যান্ডের একাধিক গান বাঙালি শ্রোতা-দর্শকদেরও মুগ্ধ করে চলেছে। সম্প্রতি বহু বাঙালি শ্রোতা–দর্শককে দেখা গেছে দলটির বিভিন্ন পারফর্ম্যান্স আগ্রহের সঙ্গে শেয়ার করতে। আর এই মুগ্ধতার কারণ শুধু ব্যান্ডটির গান নয়, গানের পাশাপাশি তাদের অভিনব পারফর্ম্যান্সও বড় একটা কারণ।
প্রথম গান দিয়েই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল ব্যান্ডটি। দলটি একদিন একটি গ্রামের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে ‘আপারেকা’ গানটি গাইতে থাকে। তাদের তিন বন্ধুর একজন ক্যামেরা সেলফি মোডে দিয়ে ভিডিও করে এবং আপলোড দেয়। সেখান থেকেই তাদের রূপকথার গল্পের মতো যাত্রা শুরু।
শুধু ইউটিউব চ্যানেলেই এই ভিডিওর দর্শকসংখ্যা বর্তমানে ৭ মিলিয়নেরও বেশি। অন্যান্য সোশ্যাল মিডিয়ার ভিউ তো আছেই। ‘ট্রিও ম্যানডিলি’র সবচেয়ে বেশিবার দেখা গান ‘আই দুনিয়া’। গানটি এখন পর্যন্ত ১৪ মিলিয়ন ভিউ পেয়েছে, সংখ্যাটি বাড়ছেই।
২০১৫ সালে ‘ট্রিও ম্যানডিলি’ তাদের প্রথম অ্যালবাম ‘উইথ লাভ’ প্রকাশ করে। তাদের দ্বিতীয় অ্যালবাম ‘এনগুরো’ প্রকাশ পায় ২০১৭ সালে। ব্যান্ডটির সর্বশেষ প্রকাশ করা ‘কাকুড়ি’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
‘ট্রিও ম্যানডিলি’ ব্যান্ডের সদস্যরা ঘুরে বেড়ান বিশ্বের নানা প্রান্তে। অংশগ্রহণ করেন বিভিন্ন ফোক ফেস্টিভ্যালে। সলো কনসার্টও করেন। এই শিল্পীরা ইতিমধ্যে গান করে এসেছেন বেলজিয়াম, পোল্যান্ড, ইউক্রেন, বুলগেরিয়া, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও রাশিয়ায়। ব্যান্ডটি ফোক ধারার গান করে থাকে।
ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে জর্জিয়ার এই ব্যান্ড বাপ্পি লাহিড়ির জনপ্রিয় গান ‘গোরো কি না কালো কি’তে পারফর্ম করে। ১৯৮২ সালের হিট ছবি ‘ডিস্কো ড্যান্সার’-এর এই গান তারা নিজেদের চ্যানেলেও পোস্ট করে। গানটি কোটি দর্শকের মন জয় করে নেয়। এই গানের বদৌলতে ভারতেও বেশ প্রশংসা কুড়ায় দলটি।
শুনুন ‘ট্রিও ম্যানডিলি’র গান:
সূত্র: দ্য সিয়াসাত ডেইলি
ঢাকা: জর্জিয়ার তিন নারীর ব্যান্ড ‘ট্রিও ম্যানডিলি’। জর্জিয়ার ভাষায় এই নামের অর্থ দাঁড়ায় ‘মাথায় স্কার্ফ পরা তিন সদস্য’। তাতুলি এমগেলাডজে, তাকো সিকারি ও মারিয়াম কুরাসবেদানি—ব্যান্ড দলটির তিন সদস্য জর্জিয়ার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘পান্ডুরি’ বাজিয়ে গান করেন। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গিয়ে তারা গানের ভিডিও তৈরি করেন।
‘সংগীতের কোনো দেশ-জাতি-সীমানা এমনকি ভাষাও নেই।’ আর সেটাই যেন আরও একবার প্রমাণ করল জর্জিয়ান এই ব্যান্ড দল। সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে বেশ কয়েক মাস ধরেই এই ব্যান্ডের একাধিক গান বাঙালি শ্রোতা-দর্শকদেরও মুগ্ধ করে চলেছে। সম্প্রতি বহু বাঙালি শ্রোতা–দর্শককে দেখা গেছে দলটির বিভিন্ন পারফর্ম্যান্স আগ্রহের সঙ্গে শেয়ার করতে। আর এই মুগ্ধতার কারণ শুধু ব্যান্ডটির গান নয়, গানের পাশাপাশি তাদের অভিনব পারফর্ম্যান্সও বড় একটা কারণ।
প্রথম গান দিয়েই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল ব্যান্ডটি। দলটি একদিন একটি গ্রামের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে ‘আপারেকা’ গানটি গাইতে থাকে। তাদের তিন বন্ধুর একজন ক্যামেরা সেলফি মোডে দিয়ে ভিডিও করে এবং আপলোড দেয়। সেখান থেকেই তাদের রূপকথার গল্পের মতো যাত্রা শুরু।
শুধু ইউটিউব চ্যানেলেই এই ভিডিওর দর্শকসংখ্যা বর্তমানে ৭ মিলিয়নেরও বেশি। অন্যান্য সোশ্যাল মিডিয়ার ভিউ তো আছেই। ‘ট্রিও ম্যানডিলি’র সবচেয়ে বেশিবার দেখা গান ‘আই দুনিয়া’। গানটি এখন পর্যন্ত ১৪ মিলিয়ন ভিউ পেয়েছে, সংখ্যাটি বাড়ছেই।
২০১৫ সালে ‘ট্রিও ম্যানডিলি’ তাদের প্রথম অ্যালবাম ‘উইথ লাভ’ প্রকাশ করে। তাদের দ্বিতীয় অ্যালবাম ‘এনগুরো’ প্রকাশ পায় ২০১৭ সালে। ব্যান্ডটির সর্বশেষ প্রকাশ করা ‘কাকুড়ি’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
‘ট্রিও ম্যানডিলি’ ব্যান্ডের সদস্যরা ঘুরে বেড়ান বিশ্বের নানা প্রান্তে। অংশগ্রহণ করেন বিভিন্ন ফোক ফেস্টিভ্যালে। সলো কনসার্টও করেন। এই শিল্পীরা ইতিমধ্যে গান করে এসেছেন বেলজিয়াম, পোল্যান্ড, ইউক্রেন, বুলগেরিয়া, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও রাশিয়ায়। ব্যান্ডটি ফোক ধারার গান করে থাকে।
ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে জর্জিয়ার এই ব্যান্ড বাপ্পি লাহিড়ির জনপ্রিয় গান ‘গোরো কি না কালো কি’তে পারফর্ম করে। ১৯৮২ সালের হিট ছবি ‘ডিস্কো ড্যান্সার’-এর এই গান তারা নিজেদের চ্যানেলেও পোস্ট করে। গানটি কোটি দর্শকের মন জয় করে নেয়। এই গানের বদৌলতে ভারতেও বেশ প্রশংসা কুড়ায় দলটি।
শুনুন ‘ট্রিও ম্যানডিলি’র গান:
সূত্র: দ্য সিয়াসাত ডেইলি
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
২০ মিনিট আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগে