অনলাইন ডেস্ক
তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার কেন্দ্রবিন্দু। এবার সেলেনা গোমেজকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্ত-অনুরাগীরা। প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী-গায়িকা সেলেনা। বিশেষ মুহূর্তের সেই একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
প্রথম ছবিতে সেলেনার আঙুলে ঝলমলে হিরের আংটি স্পষ্ট। দ্বিতীয় ছবিতে নিজের আংটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন তিনি। তৃতীয় ছবিতে হাসিতে ভরা মুখে বাগদানের আনন্দ উপভোগ করছেন। আর চতুর্থ ছবিতে বেনিকে পাশে নিয়ে গালে চুম্বনের মুহূর্ত ধরে রেখেছেন ক্যামেরায়।
পোস্টের ক্যাপশনে সেলেনা লিখেছেন, ‘ফরএভার বিগিনস নাও।’ মন্তব্যে বেনি রসিকতা করে লিখেছেন, ‘ওয়েট...এটা তো আমার স্ত্রী।’
এর আগে গত জুলাইতে নিজের ৩২ তম জন্মদিনে সেলেনা তাঁর প্রেমিক বেনির প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন। হলুদ পোশাকে সজ্জিত সেলেনা জন্মদিন উদ্যাপনের ছবিতে পাম গাছের নিচে বেলুন দিয়ে লেখা ‘হ্যাপি বার্থডে সেলেনা’ শেয়ার করেন। একটি ছবিতে সেলেনার গলায় ছিল বেনির নামাঙ্কিত চেইন, যা ছিল বেবি গোল্ড ব্র্যান্ডের ডায়মন্ড গথিক ওল্ড ইংলিশ ইনিশিয়াল চার্ম। সেলেনা ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার জীবনের ভালোবাসা।’
সেলেনা ও বেনির সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। সেলেনা তখন ইনস্টাগ্রামে তাঁদের সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন। ২০১৯ সালে একটি গানে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বর্তমানে সেলেনা ও বেনি তাঁদের সম্পর্ক নিয়ে খুবই সুখী। ভক্তরা তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।
তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার কেন্দ্রবিন্দু। এবার সেলেনা গোমেজকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর ভক্ত-অনুরাগীরা। প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী-গায়িকা সেলেনা। বিশেষ মুহূর্তের সেই একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
প্রথম ছবিতে সেলেনার আঙুলে ঝলমলে হিরের আংটি স্পষ্ট। দ্বিতীয় ছবিতে নিজের আংটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন তিনি। তৃতীয় ছবিতে হাসিতে ভরা মুখে বাগদানের আনন্দ উপভোগ করছেন। আর চতুর্থ ছবিতে বেনিকে পাশে নিয়ে গালে চুম্বনের মুহূর্ত ধরে রেখেছেন ক্যামেরায়।
পোস্টের ক্যাপশনে সেলেনা লিখেছেন, ‘ফরএভার বিগিনস নাও।’ মন্তব্যে বেনি রসিকতা করে লিখেছেন, ‘ওয়েট...এটা তো আমার স্ত্রী।’
এর আগে গত জুলাইতে নিজের ৩২ তম জন্মদিনে সেলেনা তাঁর প্রেমিক বেনির প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন। হলুদ পোশাকে সজ্জিত সেলেনা জন্মদিন উদ্যাপনের ছবিতে পাম গাছের নিচে বেলুন দিয়ে লেখা ‘হ্যাপি বার্থডে সেলেনা’ শেয়ার করেন। একটি ছবিতে সেলেনার গলায় ছিল বেনির নামাঙ্কিত চেইন, যা ছিল বেবি গোল্ড ব্র্যান্ডের ডায়মন্ড গথিক ওল্ড ইংলিশ ইনিশিয়াল চার্ম। সেলেনা ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার জীবনের ভালোবাসা।’
সেলেনা ও বেনির সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। সেলেনা তখন ইনস্টাগ্রামে তাঁদের সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন। ২০১৯ সালে একটি গানে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বর্তমানে সেলেনা ও বেনি তাঁদের সম্পর্ক নিয়ে খুবই সুখী। ভক্তরা তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।
নিজেকে শুধু গানেই আটকে রাখেননি সংগীতশিল্পী সাবরিনা পড়শী। হয়েছেন রেডিও জকি, করেছেন অভিনয়ও। এবার নতুন আরও এক পরিচয়ে দেখা গেল তাঁকে। নিজের ফেসবুক পেজে খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন পড়শী। অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘কুক উইদ পড়শী’।
২১ ঘণ্টা আগেপর্দায় বিদ্যা বালানের অভিনয় দেখে মুগ্ধ হন দর্শক, আর বিদ্যাকে মুগ্ধ করে অভিনয়। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, ইদানীং কোন কোন সিনেমা-সিরিজ ভালো লেগেছে তাঁর। এসব কনটেন্ট দেখার জন্য ভক্তদেরও পরামর্শ দিলেন তিনি।
২১ ঘণ্টা আগেএকঝাঁক কিশোরের স্কুলজীবন, শৈশবের দুষ্টুমি ও বন্ধুত্বের গল্পে মাবরুর রশীদ বান্নাহ বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপাইন’। প্রচার হয়েছিল ইউটিউবে। অভিনয় করেছিলেন প্রত্যয় হিরন, মাখনুন সুলতানা মাহিমা, রাশেদ আমরান, বাপ্পী আশরাফ প্রমুখ।
২১ ঘণ্টা আগে১৯৯৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘প্রেমের সমাধি’। মুক্তির ২৯ বছর পর আলোচনায় এ সিনেমার ‘চাচা হেনা কোথায়’ সংলাপটি। ছেলে-বুড়ো সবাই মেতেছেন এই ট্রেন্ডে। এমনকি ঈদের পোশাক, নাটক কিংবা গান—সব জায়গায় ছড়িয়ে পড়েছে হেনা।
২১ ঘণ্টা আগে