বিনোদন ডেস্ক
গত দুই মাস ধরে চলতে থাকা ‘গেরুয়া’ বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। গতকাল শনিবার কলকাতার অ্যাকোয়াটিকায় আয়োজন করা হয় অরিজিৎ সিংয়ের কনসার্টের। মঞ্চে দাঁড়িয়ে অরিজিৎ সিং বলেন, ‘আরে এই গানটা নিয়ে শুধু শুধু বিতর্ক তৈরি হলো। গেরুয়া তো সন্ন্যাসীদের রং। স্বামী বিবেকানন্দও তো গেরুয়া পরতেন। তিনি যদি সাদা পরতেন, তাহলে কি এত বিতর্ক হতো?’ গতকাল সন্ধ্যায়ও অরিজিৎ সিং তাঁর জনপ্রিয় গান ‘গেরুয়া’ গেয়ে ভক্তদের মাতিয়েছিলেন।
ঘটনার সূত্রপাত গত ১৫ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। সেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবদারে গান গেয়েছিলেন অরিজিৎ। গেয়েছিলেন তাঁর জনপ্রিয় গান ‘রং দে তু মহে গেরুয়া’। সেদিনের এই গানের জন্য বিতর্কে পড়েন অরিজিৎ। যদিও মুখ্যমন্ত্রী বারবারই বলে এসেছেন, গেরুয়ায় কারও ঠিকেদারি নেই। স্বামীজি গেরুয়া পরতেন।
গতকালের কনসার্টটি হওয়ার কথা ছিল কলকাতার ইকো পার্কে। কিন্তু শেষ মুহূর্তে ইকো পার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকায় আয়োজন করা হয় কনসার্টের। এর নেপথ্যের কারণ অরিজিৎ সিংয়ের গেরুয়া গান। অনুষ্ঠানের স্থান বদল নিয়ে অরিজিৎ রসিকতা করে বলেন, ‘শেষ অবধি তাহলে অনুষ্ঠান হচ্ছে। বলা হয়েছিল গন্ডগোল হতে পারে। এখানে কেউ গন্ডগোল করলে তাঁকে মঞ্চে নিয়ে আসব কিন্তু।’
গতকাল প্রায় তিন ঘণ্টা মঞ্চ মাতান অরিজিৎ। নিজের সুপারহিট গানগুলো পরিবেশন করেন তিনি। সঙ্গে গেয়েছেন কিশোর কুমার, লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দের গানও। বাদ গেল না সপ্তপদী, এমনকি শ্যামা সংগীতও। সবচেয়ে অবাক করছেন সুরজিৎ, অনিন্দ্য, শিলাজিৎ, রূপমের মতো বর্তমানের শিল্পীদের গান গেয়ে। এ ছাড়া কনসার্টে উপস্থিত ছিলেন রূপম ইসলাম। মঞ্চ থেকে নেমে রূপম ইসলামের কাছে যান অরিজিৎ সিং। দুজনে একসঙ্গে ‘এই একলা ঘর আমার দেশ’ গানটি ডুয়েট গান।
গত দুই মাস ধরে চলতে থাকা ‘গেরুয়া’ বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। গতকাল শনিবার কলকাতার অ্যাকোয়াটিকায় আয়োজন করা হয় অরিজিৎ সিংয়ের কনসার্টের। মঞ্চে দাঁড়িয়ে অরিজিৎ সিং বলেন, ‘আরে এই গানটা নিয়ে শুধু শুধু বিতর্ক তৈরি হলো। গেরুয়া তো সন্ন্যাসীদের রং। স্বামী বিবেকানন্দও তো গেরুয়া পরতেন। তিনি যদি সাদা পরতেন, তাহলে কি এত বিতর্ক হতো?’ গতকাল সন্ধ্যায়ও অরিজিৎ সিং তাঁর জনপ্রিয় গান ‘গেরুয়া’ গেয়ে ভক্তদের মাতিয়েছিলেন।
ঘটনার সূত্রপাত গত ১৫ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। সেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবদারে গান গেয়েছিলেন অরিজিৎ। গেয়েছিলেন তাঁর জনপ্রিয় গান ‘রং দে তু মহে গেরুয়া’। সেদিনের এই গানের জন্য বিতর্কে পড়েন অরিজিৎ। যদিও মুখ্যমন্ত্রী বারবারই বলে এসেছেন, গেরুয়ায় কারও ঠিকেদারি নেই। স্বামীজি গেরুয়া পরতেন।
গতকালের কনসার্টটি হওয়ার কথা ছিল কলকাতার ইকো পার্কে। কিন্তু শেষ মুহূর্তে ইকো পার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকায় আয়োজন করা হয় কনসার্টের। এর নেপথ্যের কারণ অরিজিৎ সিংয়ের গেরুয়া গান। অনুষ্ঠানের স্থান বদল নিয়ে অরিজিৎ রসিকতা করে বলেন, ‘শেষ অবধি তাহলে অনুষ্ঠান হচ্ছে। বলা হয়েছিল গন্ডগোল হতে পারে। এখানে কেউ গন্ডগোল করলে তাঁকে মঞ্চে নিয়ে আসব কিন্তু।’
গতকাল প্রায় তিন ঘণ্টা মঞ্চ মাতান অরিজিৎ। নিজের সুপারহিট গানগুলো পরিবেশন করেন তিনি। সঙ্গে গেয়েছেন কিশোর কুমার, লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দের গানও। বাদ গেল না সপ্তপদী, এমনকি শ্যামা সংগীতও। সবচেয়ে অবাক করছেন সুরজিৎ, অনিন্দ্য, শিলাজিৎ, রূপমের মতো বর্তমানের শিল্পীদের গান গেয়ে। এ ছাড়া কনসার্টে উপস্থিত ছিলেন রূপম ইসলাম। মঞ্চ থেকে নেমে রূপম ইসলামের কাছে যান অরিজিৎ সিং। দুজনে একসঙ্গে ‘এই একলা ঘর আমার দেশ’ গানটি ডুয়েট গান।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৬ মিনিট আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৩৭ মিনিট আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
১ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৬ ঘণ্টা আগে