ঢাকায় টানা দুই দিন গাইবে পাকিস্তানি ব্যান্ড কাভিশ, থাকছে দেশের একাধিক ব্যান্ড ও শিল্পী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৮: ৫৪
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৮: ১৯
Thumbnail image
কাভিশ ব্যান্ডের দুই সদস্য মাজ মাউদুদ ও জাফর জাইদি। ছবি: সংগৃহীত

ঢাকার কনসার্টে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত বছরের শেষ দিকে পারফর্ম করে গেছে জাল ব্যান্ড, আতিফ আসলাম, আবদুল হান্নান ও রাহাত ফতেহ আলী খান। নতুন বছরের শুরুতেই ঢাকার দর্শকদের মাতাতে আসছে পাকিস্তানের ব্যান্ড কাভিশ। ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্টে টানা দুই দিন পারফর্ম করবে কাভিশ।

সুনিধি নায়েক ও শায়ান চৌধুরী অর্ণব
সুনিধি নায়েক ও শায়ান চৌধুরী অর্ণব

ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করবে দেশের ব্যান্ড শূন্য, লেভেল ফাইভ, সংগীতশিল্পী অর্ণব, সুনিধি নায়েক, আরমীন মুসা ও তাঁর দল ঘাসফড়িং কয়ার। দুই দিনব্যাপী এই কনসার্ট আয়োজন করছে ব্লু ব্রিক কমিউনিকেশনস।

১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে কাভিশ ব্যান্ড। দলটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’, যা প্রকাশ পেয়েছিল ২০০৯ সালে। ব্যান্ডটির পরিচিত গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’ ইত্যাদি।

আরমীন মুসা। ছবি: সংগৃহীত
আরমীন মুসা। ছবি: সংগৃহীত

এবারই প্রথম বাংলাদেশে কনসার্ট করছে কাভিশ। কাভিশের মেলোডি ও সুরের সঙ্গে ঢাকার শান্ত পরিবেশ মিলিয়ে একটি অনন্য অভিজ্ঞতার সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস।

১০ জানুয়ারি প্রথম দিনের আয়োজন শুরু হবে ব্যান্ড লেভেল ফাইভের পরিবেশনা দিয়ে। এরপর মঞ্চে আসবে ব্যান্ড শূন্য। কাভিশের পারফরম্যান্স দিয়ে শেষ হবে আয়োজন। দ্বিতীয় দিন ১১ জানুয়ারি শুরু হবে আরমীন মুসা এবং ঘাসফড়িং কয়ারের পরিবেশনা দিয়ে। এই দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শায়ান চৌধুরী অর্ণব এবং সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা। শেষ দিনেও কনসার্ট শেষ করবে কাভিশ।

ব্যান্ড শূন্য
ব্যান্ড শূন্য

আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেন, ‘আমরা এমন একটি শ্রুতিমধুর, শান্ত ও সুরেলা কনসার্টের আয়োজন করছি, যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্থায়ী হবে। আমাদের বিশ্বাস, কাভিশ ছাড়াও দেশের ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট হবে আমাদের আয়োজন করা সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।’

ব্যান্ড লেভেল ফাইভ
ব্যান্ড লেভেল ফাইভ

ঢাকা ড্রিমস কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে টিকিটভাই ওয়েবসাইটে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। একটি টিকিট দিয়ে একজন দর্শক এক দিন কনসার্ট উপভোগ করতে পারবেন। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে প্রতিদিন বেলা ৩টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উপাচার্যের সঙ্গে ‘বাগ্‌বিতণ্ডা,’ ঢাবি ছাত্রদলের ৪ নেতাকে শোকজ

ফরিদপুরে আজকের পত্রিকার সাংবাদিক সৌগত বসুর বাড়িতে হামলা, বাবা-মাকে কুপিয়ে জখম

৬ জানুয়ারি ফরিদপুরে সমাবেশ করবেন সারজিস-হাসনাত

আ.লীগ নেতাকে নিজেদের কর্মী দাবি জামায়াতের, থানা থেকে ছাড়াতে তদবির

জিম্বাবুয়ের বিপক্ষেই এবার আফগানের রেকর্ড ভাঙলেন আফগান ক্রিকেটার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত