বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকার কনসার্টে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত বছরের শেষ দিকে পারফর্ম করে গেছে জাল ব্যান্ড, আতিফ আসলাম, আবদুল হান্নান ও রাহাত ফতেহ আলী খান। নতুন বছরের শুরুতেই ঢাকার দর্শকদের মাতাতে আসছে পাকিস্তানের ব্যান্ড কাভিশ। ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্টে টানা দুই দিন পারফর্ম করবে কাভিশ।
ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করবে দেশের ব্যান্ড শূন্য, লেভেল ফাইভ, সংগীতশিল্পী অর্ণব, সুনিধি নায়েক, আরমীন মুসা ও তাঁর দল ঘাসফড়িং কয়ার। দুই দিনব্যাপী এই কনসার্ট আয়োজন করছে ব্লু ব্রিক কমিউনিকেশনস।
১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে কাভিশ ব্যান্ড। দলটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’, যা প্রকাশ পেয়েছিল ২০০৯ সালে। ব্যান্ডটির পরিচিত গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’ ইত্যাদি।
এবারই প্রথম বাংলাদেশে কনসার্ট করছে কাভিশ। কাভিশের মেলোডি ও সুরের সঙ্গে ঢাকার শান্ত পরিবেশ মিলিয়ে একটি অনন্য অভিজ্ঞতার সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস।
১০ জানুয়ারি প্রথম দিনের আয়োজন শুরু হবে ব্যান্ড লেভেল ফাইভের পরিবেশনা দিয়ে। এরপর মঞ্চে আসবে ব্যান্ড শূন্য। কাভিশের পারফরম্যান্স দিয়ে শেষ হবে আয়োজন। দ্বিতীয় দিন ১১ জানুয়ারি শুরু হবে আরমীন মুসা এবং ঘাসফড়িং কয়ারের পরিবেশনা দিয়ে। এই দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শায়ান চৌধুরী অর্ণব এবং সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা। শেষ দিনেও কনসার্ট শেষ করবে কাভিশ।
আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেন, ‘আমরা এমন একটি শ্রুতিমধুর, শান্ত ও সুরেলা কনসার্টের আয়োজন করছি, যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্থায়ী হবে। আমাদের বিশ্বাস, কাভিশ ছাড়াও দেশের ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট হবে আমাদের আয়োজন করা সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।’
ঢাকা ড্রিমস কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে টিকিটভাই ওয়েবসাইটে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। একটি টিকিট দিয়ে একজন দর্শক এক দিন কনসার্ট উপভোগ করতে পারবেন। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে প্রতিদিন বেলা ৩টায়।
ঢাকার কনসার্টে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত বছরের শেষ দিকে পারফর্ম করে গেছে জাল ব্যান্ড, আতিফ আসলাম, আবদুল হান্নান ও রাহাত ফতেহ আলী খান। নতুন বছরের শুরুতেই ঢাকার দর্শকদের মাতাতে আসছে পাকিস্তানের ব্যান্ড কাভিশ। ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্টে টানা দুই দিন পারফর্ম করবে কাভিশ।
ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করবে দেশের ব্যান্ড শূন্য, লেভেল ফাইভ, সংগীতশিল্পী অর্ণব, সুনিধি নায়েক, আরমীন মুসা ও তাঁর দল ঘাসফড়িং কয়ার। দুই দিনব্যাপী এই কনসার্ট আয়োজন করছে ব্লু ব্রিক কমিউনিকেশনস।
১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে কাভিশ ব্যান্ড। দলটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’, যা প্রকাশ পেয়েছিল ২০০৯ সালে। ব্যান্ডটির পরিচিত গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’ ইত্যাদি।
এবারই প্রথম বাংলাদেশে কনসার্ট করছে কাভিশ। কাভিশের মেলোডি ও সুরের সঙ্গে ঢাকার শান্ত পরিবেশ মিলিয়ে একটি অনন্য অভিজ্ঞতার সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস।
১০ জানুয়ারি প্রথম দিনের আয়োজন শুরু হবে ব্যান্ড লেভেল ফাইভের পরিবেশনা দিয়ে। এরপর মঞ্চে আসবে ব্যান্ড শূন্য। কাভিশের পারফরম্যান্স দিয়ে শেষ হবে আয়োজন। দ্বিতীয় দিন ১১ জানুয়ারি শুরু হবে আরমীন মুসা এবং ঘাসফড়িং কয়ারের পরিবেশনা দিয়ে। এই দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শায়ান চৌধুরী অর্ণব এবং সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা। শেষ দিনেও কনসার্ট শেষ করবে কাভিশ।
আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেন, ‘আমরা এমন একটি শ্রুতিমধুর, শান্ত ও সুরেলা কনসার্টের আয়োজন করছি, যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্থায়ী হবে। আমাদের বিশ্বাস, কাভিশ ছাড়াও দেশের ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট হবে আমাদের আয়োজন করা সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।’
ঢাকা ড্রিমস কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে টিকিটভাই ওয়েবসাইটে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। একটি টিকিট দিয়ে একজন দর্শক এক দিন কনসার্ট উপভোগ করতে পারবেন। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে প্রতিদিন বেলা ৩টায়।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আমাদের দেশে চলচ্চিত্রবিষয়ক সবচেয়ে বৃহৎ ও সমৃদ্ধ আয়োজন। এ আয়োজনে নিজের সিনেমা থাকা আনন্দের ও সম্মানের। এই প্রথম বাংলাদেশে নীলপদ্ম সিনেমার প্রদর্শনী হচ্ছে। উৎসবে দুটি প্রদর্শনী আছে। একটি ১৫ জানুয়ারি জাতীয় জাদুঘরে সন্ধ্যা ৭টায়, আরেকটি ১৯ জানুয়ারি বেলা ৩টায় নর্থ সাউথ বিশ্
২ ঘণ্টা আগেভিসা জটিলতায় টালিউডের ‘প্রতীক্ষা’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছিলেন তাসনিয়া ফারিণ। অভিজিৎ সেনের পরিচালনায় এতে ফারিণের অভিনয় করার কথা ছিল মিঠুন চক্রবর্তী ও দেবের সঙ্গে। নভেম্বরে শুরু হওয়ার কথা ছিল সিনেমার শুটিং। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। এবার একাধিক ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, সিনেমাটি হবে।
২ ঘণ্টা আগেনিয়াজ মাহবুবের পরিচালনায় প্রথমবার একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন অভিনয়শিল্পী মোশাররফ করিম, নাজিয়া হক অর্ষা ও স্বর্ণলতা দেবনাথ। নাটকের নাম ‘টেনশন’। রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির।
২ ঘণ্টা আগেজাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৭ ঘণ্টা আগে