Ajker Patrika

রেকর্ড গড়ল ব্রিটিশ ব্যান্ড কোল্ড প্লে

বিনোদন ডেস্ক
কোল্ড প্লের সদস্যরা। ছবি: সংগৃহীত
কোল্ড প্লের সদস্যরা। ছবি: সংগৃহীত

মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। তাদের ওয়ার্ল্ড ট্যুর ‘মিউজিক অব দ্য স্ফেয়ার্স ট্যুর’ শেষ হতে আরও আট মাস বাকি। তার আগেই বিশ্ব রেকর্ড গড়ল ব্যান্ডটি। চলতি মাসেই ভারতের মুম্বাই ও আহমেদাবাদে মোট পাঁচটি শো করেছেন ক্রিস মার্টিনরা। যদিও এই ওয়ার্ল্ড ট্যুরে ভারতে একটি মাত্র কনসার্ট করার কথা ছিল তাদের। তবে, ভক্তদের চাপে মুম্বাই ও আহমেদাবাদ মিলিয়ে পাঁচটি শো করতে হয় তাদের। সব অনুষ্ঠানে ছিল উপচে পড়ে ভিড়।

গত ২৬ জানুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস বুকে নাম লেখাল কোল্ড প্লে। এর আগে এই রেকর্ডটি ছিল টেলর সুইফটের দখলে। মার্কিন এই গায়িকার ‘দ্য ইরাস ট্যুরে’ সবচেয়ে বেশি দর্শক হয়েছিল। এ ছাড়া, মিউজিক ট্যুর বাদে বৃহত্তম কনসার্টের রেকর্ডটি রয়েছে ইতালির গায়ক ভাস্কো রোসির দখলে। ২০১৭ সালে ইতালির মডেনা পার্কে ২ লাখ ২৫ হাজার দর্শক হয়েছিল ভাস্কো রোসির কনসার্টে।

বৃহস্পতিবার গিনেস বুক অব ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানানো হয়, মিউজিক ট্যুরের নিরিখে ইতিহাস গড়েছে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। এই প্রথমবার কোনো মিউজিক ট্যুরে এত বেশি দর্শক হয়েছে। নতুন নজির গড়া কোল্ড প্লেকে শুভেচ্ছাও জানানো হয়েছে গিনেসের পক্ষ থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত