বিনোদন ডেস্ক
নতুন ইতিহাস গড়লেন জনপ্রিয় কোরীয় ব্যান্ড ‘বিটিএস’ তারকা জাংকুক। দেড় মাস আগে তাঁর গান ‘সেভেন’ প্রকাশের পরপরই হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। ইউটিউব তো বটেই, মিউজিক অ্যাপ স্পটিফাইতেও ‘সেভেন’ নিয়ে ভক্তদের উন্মাদনা জাংকুককে নিয়ে গেছেন রেকর্ড বইয়ে। জাংকুক দেড় মাসের কম সময়ের মধ্যে গড়েছেন ইতিহাস।
কোরিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সেরা গানের সাপ্তাহিক তালিকায় জাংকুকের ‘সেভেন’ টানা ৬ সপ্তাহ ধরে স্পটিফাইতে শীর্ষস্থান দখল করে রেখেছে। এ ছাড়া সাপ্তাহিক তালিকার পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে রয়েছে ‘সেভেন’।
স্পটিফাই জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী জাংকুকের গানটি প্রতিদিন ৭৬ লাখেরও বেশিবার শোনা হচ্ছে। এ ছাড়া একক গানের তালিকায় গানটি বিলবোর্ডের শীর্ষে জায়গা করে নিয়েছে এরই মধ্যে।
কোরীয় শিল্পীদের মধ্যে দ্বিতীয় কোনো শিল্পী হিসেবে বিলবোর্ডের শীর্ষস্থানে এলেন জাংকুক। এর আগে এপ্রিলে আরেক বিটিএস তারকা জিমিন তাঁর একক গান ‘লাইক ক্রেজি’ দিয়ে শীর্ষ উঠেছিলেন।
গত ১৪ জুলাই ‘বিটিএস’-এর এজেন্সি বিগহিট মিউজিক গ্রীষ্মকালীন এই গানটি প্রকাশ করে। ‘সেভেন’ প্রকাশের আগে কোনো আড়ম্বর ছাড়াই নিজের আরও ‘স্টিল উইথ ইউ’ এবং ‘মাই ইউ’ এবং 'ইউফোরিয়া' শিরোনামের তিনটি গান জাংকুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
তবে ওই গানগুলো জাংকুক করেছিলেন ‘বিটিএস’-এর তত্ত্বাবধানে। এবার ‘সেভেন’ দিয়ে আরও এগিয়ে গেলেন জনপ্রিয় কোরীয় এই শিল্পী।
গত বছর কাতারে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছিলেন জাংকুক।
গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ব্যান্ড সদস্যরা। বিরতির মধ্যে জাংকুকের আগে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান এনেছিলেন।
এদিকে কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এডিওআর এর ব্যানারে একক অ্যালবাম নিয়ে আসছেন ‘বিটিএস’র আরেক তারকা ভি। ব্যান্ডের শেষ সদস্য হিসেবে ‘লেওভার’ নামে ভির অ্যালবামটি প্রকাশ হবে আগামী ৮ সেপ্টেম্বর। ওই অ্যালবামে শিরোনাম সংগীত ‘স্লো ড্যান্সিং’সহ মোট পাঁচটি গান থাকছে।
নতুন ইতিহাস গড়লেন জনপ্রিয় কোরীয় ব্যান্ড ‘বিটিএস’ তারকা জাংকুক। দেড় মাস আগে তাঁর গান ‘সেভেন’ প্রকাশের পরপরই হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। ইউটিউব তো বটেই, মিউজিক অ্যাপ স্পটিফাইতেও ‘সেভেন’ নিয়ে ভক্তদের উন্মাদনা জাংকুককে নিয়ে গেছেন রেকর্ড বইয়ে। জাংকুক দেড় মাসের কম সময়ের মধ্যে গড়েছেন ইতিহাস।
কোরিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সেরা গানের সাপ্তাহিক তালিকায় জাংকুকের ‘সেভেন’ টানা ৬ সপ্তাহ ধরে স্পটিফাইতে শীর্ষস্থান দখল করে রেখেছে। এ ছাড়া সাপ্তাহিক তালিকার পাশাপাশি স্পটিফাইয়ের দৈনিক তালিকাতেও ৪২ দিন ধরে শীর্ষে রয়েছে ‘সেভেন’।
স্পটিফাই জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী জাংকুকের গানটি প্রতিদিন ৭৬ লাখেরও বেশিবার শোনা হচ্ছে। এ ছাড়া একক গানের তালিকায় গানটি বিলবোর্ডের শীর্ষে জায়গা করে নিয়েছে এরই মধ্যে।
কোরীয় শিল্পীদের মধ্যে দ্বিতীয় কোনো শিল্পী হিসেবে বিলবোর্ডের শীর্ষস্থানে এলেন জাংকুক। এর আগে এপ্রিলে আরেক বিটিএস তারকা জিমিন তাঁর একক গান ‘লাইক ক্রেজি’ দিয়ে শীর্ষ উঠেছিলেন।
গত ১৪ জুলাই ‘বিটিএস’-এর এজেন্সি বিগহিট মিউজিক গ্রীষ্মকালীন এই গানটি প্রকাশ করে। ‘সেভেন’ প্রকাশের আগে কোনো আড়ম্বর ছাড়াই নিজের আরও ‘স্টিল উইথ ইউ’ এবং ‘মাই ইউ’ এবং 'ইউফোরিয়া' শিরোনামের তিনটি গান জাংকুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
তবে ওই গানগুলো জাংকুক করেছিলেন ‘বিটিএস’-এর তত্ত্বাবধানে। এবার ‘সেভেন’ দিয়ে আরও এগিয়ে গেলেন জনপ্রিয় কোরীয় এই শিল্পী।
গত বছর কাতারে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছিলেন জাংকুক।
গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ব্যান্ড সদস্যরা। বিরতির মধ্যে জাংকুকের আগে ব্যান্ডের সদস্য জে-হোপ, জিন, আরএম, জিমিন ও সুগার একক গান এনেছিলেন।
এদিকে কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এডিওআর এর ব্যানারে একক অ্যালবাম নিয়ে আসছেন ‘বিটিএস’র আরেক তারকা ভি। ব্যান্ডের শেষ সদস্য হিসেবে ‘লেওভার’ নামে ভির অ্যালবামটি প্রকাশ হবে আগামী ৮ সেপ্টেম্বর। ওই অ্যালবামে শিরোনাম সংগীত ‘স্লো ড্যান্সিং’সহ মোট পাঁচটি গান থাকছে।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৫ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৩ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৬ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৭ ঘণ্টা আগে