অনলাইন ডেস্ক
একটি জাপানি রক ব্যান্ডের নতুন গান ‘কলম্বাস’ মুক্তির পরই তুমুল বিতর্কের মুখে পড়েছে। গানের মিউজিক ভিডিওতে ক্রিস্টোফার কলম্বাসকে বানরের মতো দেখতে মানুষের সঙ্গে দেখানো হয়েছে। নেটিভ আমেরিকানদের এভাবে চিত্রিত করায় আপত্তির মুখে শেষ পর্যন্ত মিউজিক ভিডিওটি প্রত্যাহার করা হয়েছে।
ভিডিওটিতে তিনটি ঐতিহাসিক ব্যক্তিত্বকে দেখানো হয়েছে। এই ব্যক্তিরা বানরের মতো প্রাণীদের বিভিন্ন কাজ করতে শেখান, যেমন: ঘোড়ায় চড়া, বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদি।
ভিডিওটি গত বুধবার প্রকাশিত হওয়ার পরই পরই সমালোচনার মুখে পড়ে। মাত্র একদিন পরই সেটি সরিয়ে ফেলা হয়েছে।
মিসেস গ্রিন অ্যাপল নামে জাপানি ব্যান্ডটি বৃহস্পতিবার (১৩ জুন) ক্ষমা চেয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, ভিডিওটিতে ‘ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পটভূমি বোঝার অভাব রয়েছে এমন অভিব্যক্তি ফুটে উঠেছে’।
মিউজিক ভিডিওতে ব্যান্ডের তিন সদস্যকে—কলম্বাস, নেপোলিয়ন এবং বেটোভেনকে চিত্রিত করা পোশাকে দেখানো হয়েছে। ভিডিওতে দেখানো হয়, তাঁরা একটি দ্বীপ আবিষ্কার করেছেন। সেখানে বানরের মতো দেখতে মানুষের বসবাস।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভিডিওটিকে বর্ণবাদী বলে সমালোচনা করেছেন। কেউ কেউ এটিকে দাসপ্রথাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা বলে অভিযুক্ত করেছেন।
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, ‘আমার মনে হয়, যেই লোকেরা এই ভিডিওটি বানিয়েছেন তাঁরা উত্তর আমেরিকার ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। কলম্বাসকে অনেক আমেরিকান ঘৃণা করে, যেখানে কলম্বাস দিবস [অনেক জায়গায়] অদৃশ্য হয়ে গেছে।’
বৃহস্পতিবার পোস্ট করা দুটি বিবৃতির মধ্যে একটিতে ব্যান্ডটি বলেছে, তাঁরা ‘হোম পার্টিতে মগ্ন বিভিন্ন বয়সে জীবনের ধরন’ চিত্রিত করতে চেয়েছিলেন। এটিকে বৈষম্যমূলক অভিব্যক্তি হিসেবে দেখা হতে পারে—এটি নিয়ে শুরু থেকে উদ্বিগ্ন ছিলেন। কিন্তু তাঁদের বানরের সঙ্গে মানুষের তুলনা করার কোনো উদ্দেশ্য ছিল না। তাঁরা কখনই বিষয়বস্তুকে বৈষম্যমূলক বা এমন কিছু করতে চাননি যা দুঃখজনক ইতিহাসকে ন্যায্যতা দেয়।
বহুজাতিক কোমলপানীয় কোম্পানি কোকাকোলার কোক স্টুডিওতে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। তবে পরে সেখান থেকেও সরিয়ে নেওয়া হয়েছে।
মিসেস গ্রিন অ্যাপল ব্যান্ডের ইউটিউবে প্রায় ৩৪ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। এই ব্যান্ডটি জনপ্রিয় জাপানি অ্যানিমে সিরিজ ওয়ান পিস–এর বেশ কয়েকটি গানের নেপথ্যে রয়েছে।
একটি জাপানি রক ব্যান্ডের নতুন গান ‘কলম্বাস’ মুক্তির পরই তুমুল বিতর্কের মুখে পড়েছে। গানের মিউজিক ভিডিওতে ক্রিস্টোফার কলম্বাসকে বানরের মতো দেখতে মানুষের সঙ্গে দেখানো হয়েছে। নেটিভ আমেরিকানদের এভাবে চিত্রিত করায় আপত্তির মুখে শেষ পর্যন্ত মিউজিক ভিডিওটি প্রত্যাহার করা হয়েছে।
ভিডিওটিতে তিনটি ঐতিহাসিক ব্যক্তিত্বকে দেখানো হয়েছে। এই ব্যক্তিরা বানরের মতো প্রাণীদের বিভিন্ন কাজ করতে শেখান, যেমন: ঘোড়ায় চড়া, বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদি।
ভিডিওটি গত বুধবার প্রকাশিত হওয়ার পরই পরই সমালোচনার মুখে পড়ে। মাত্র একদিন পরই সেটি সরিয়ে ফেলা হয়েছে।
মিসেস গ্রিন অ্যাপল নামে জাপানি ব্যান্ডটি বৃহস্পতিবার (১৩ জুন) ক্ষমা চেয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, ভিডিওটিতে ‘ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পটভূমি বোঝার অভাব রয়েছে এমন অভিব্যক্তি ফুটে উঠেছে’।
মিউজিক ভিডিওতে ব্যান্ডের তিন সদস্যকে—কলম্বাস, নেপোলিয়ন এবং বেটোভেনকে চিত্রিত করা পোশাকে দেখানো হয়েছে। ভিডিওতে দেখানো হয়, তাঁরা একটি দ্বীপ আবিষ্কার করেছেন। সেখানে বানরের মতো দেখতে মানুষের বসবাস।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভিডিওটিকে বর্ণবাদী বলে সমালোচনা করেছেন। কেউ কেউ এটিকে দাসপ্রথাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা বলে অভিযুক্ত করেছেন।
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, ‘আমার মনে হয়, যেই লোকেরা এই ভিডিওটি বানিয়েছেন তাঁরা উত্তর আমেরিকার ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না। কলম্বাসকে অনেক আমেরিকান ঘৃণা করে, যেখানে কলম্বাস দিবস [অনেক জায়গায়] অদৃশ্য হয়ে গেছে।’
বৃহস্পতিবার পোস্ট করা দুটি বিবৃতির মধ্যে একটিতে ব্যান্ডটি বলেছে, তাঁরা ‘হোম পার্টিতে মগ্ন বিভিন্ন বয়সে জীবনের ধরন’ চিত্রিত করতে চেয়েছিলেন। এটিকে বৈষম্যমূলক অভিব্যক্তি হিসেবে দেখা হতে পারে—এটি নিয়ে শুরু থেকে উদ্বিগ্ন ছিলেন। কিন্তু তাঁদের বানরের সঙ্গে মানুষের তুলনা করার কোনো উদ্দেশ্য ছিল না। তাঁরা কখনই বিষয়বস্তুকে বৈষম্যমূলক বা এমন কিছু করতে চাননি যা দুঃখজনক ইতিহাসকে ন্যায্যতা দেয়।
বহুজাতিক কোমলপানীয় কোম্পানি কোকাকোলার কোক স্টুডিওতে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। তবে পরে সেখান থেকেও সরিয়ে নেওয়া হয়েছে।
মিসেস গ্রিন অ্যাপল ব্যান্ডের ইউটিউবে প্রায় ৩৪ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। এই ব্যান্ডটি জনপ্রিয় জাপানি অ্যানিমে সিরিজ ওয়ান পিস–এর বেশ কয়েকটি গানের নেপথ্যে রয়েছে।
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৫ ঘণ্টা আগেআগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১৩ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৬ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৭ ঘণ্টা আগে