বিনোদন প্রতিবেদক, ঢাকা
কবি নির্মলেন্দু গুণের কবিতা থেকে গান বাঁধলেন সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। নির্মাতা সোহেল রানা বয়াতির প্রথম সিনেমা ‘নয়া মানুষ’-এর জন্য তৈরি হয়েছে গানটি। কবির ‘বাংলার মাটি বাংলার জল’ কাব্যগ্রন্থের ‘পুরো মানুষের গান’ কবিতা থেকে তৈরি হলো সিনেমার ‘মানুষ’ শিরোনামের গানটি। গানের সুর ও কণ্ঠ দিয়েছেন বেলাল খান। সংগীত আয়োজন করেছেন শোভন রায়।
নয়া মানুষ সিনেমার গানটি নিয়ে কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘এই কঠিন কবিতার বাণীকে সুরের শিকলে বাঁধা কঠিন। এই কঠিন কাজটি করার জন্য সুরকার, কণ্ঠশিল্পী, চলচ্চিত্রটির নির্মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। গানটি আমার খুবই ভালো লেগেছে।’
নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘নির্মলেন্দু গুণ দাদাকে একদিন জানালাম আমার প্রথম সিনেমার জন্য গান প্রয়োজন। সিনেমার বিষয়বস্তু জেনে দাদা কবিতাটি আমাকে দিয়ে বললেন, “প্রথম দুটি স্তবক থেকে গানটা করতে পারো, খুব ভালো হবে।” তাঁর মতো কবির ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। এই ভালোবাসা নয়া মানুষ সিনেমার টিমকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে।’
বেলাল খান বলেন, ‘কবিতাকে গানে রূপ দেওয়া বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি খুব আনন্দিত। কারণ, কবি নির্মলেন্দু গুণের কবিতা দিয়ে অদ্ভুত সুন্দর একটা সুর তৈরি করতে পেরেছি। গানটি করতে পেরে পুরোপুরি তৃপ্ত। আমার বিশ্বাস, গানটি মানুষ অনেক দিন মনে রাখবে।’
আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত নয়া মানুষ সিনেমার দৃশ্য ধারণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী প্রমুখ।
কবি নির্মলেন্দু গুণের কবিতা থেকে গান বাঁধলেন সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। নির্মাতা সোহেল রানা বয়াতির প্রথম সিনেমা ‘নয়া মানুষ’-এর জন্য তৈরি হয়েছে গানটি। কবির ‘বাংলার মাটি বাংলার জল’ কাব্যগ্রন্থের ‘পুরো মানুষের গান’ কবিতা থেকে তৈরি হলো সিনেমার ‘মানুষ’ শিরোনামের গানটি। গানের সুর ও কণ্ঠ দিয়েছেন বেলাল খান। সংগীত আয়োজন করেছেন শোভন রায়।
নয়া মানুষ সিনেমার গানটি নিয়ে কবি নির্মলেন্দু গুণ বলেন, ‘এই কঠিন কবিতার বাণীকে সুরের শিকলে বাঁধা কঠিন। এই কঠিন কাজটি করার জন্য সুরকার, কণ্ঠশিল্পী, চলচ্চিত্রটির নির্মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। গানটি আমার খুবই ভালো লেগেছে।’
নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘নির্মলেন্দু গুণ দাদাকে একদিন জানালাম আমার প্রথম সিনেমার জন্য গান প্রয়োজন। সিনেমার বিষয়বস্তু জেনে দাদা কবিতাটি আমাকে দিয়ে বললেন, “প্রথম দুটি স্তবক থেকে গানটা করতে পারো, খুব ভালো হবে।” তাঁর মতো কবির ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। এই ভালোবাসা নয়া মানুষ সিনেমার টিমকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছে।’
বেলাল খান বলেন, ‘কবিতাকে গানে রূপ দেওয়া বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি খুব আনন্দিত। কারণ, কবি নির্মলেন্দু গুণের কবিতা দিয়ে অদ্ভুত সুন্দর একটা সুর তৈরি করতে পেরেছি। গানটি করতে পেরে পুরোপুরি তৃপ্ত। আমার বিশ্বাস, গানটি মানুষ অনেক দিন মনে রাখবে।’
আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত নয়া মানুষ সিনেমার দৃশ্য ধারণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী প্রমুখ।
চলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা।
২ ঘণ্টা আগেবলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
২ ঘণ্টা আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
২ ঘণ্টা আগেসংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ।
২ ঘণ্টা আগে