বিনোদন প্রতিবেদক, ঢাকা
অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। আজ শনিবার রাজধানীর কুর্মিটোলায় তাঁর গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সময়মতো গাড়ি থেকে নেমে যাওয়ায় কোনো ক্ষতি হয়নি।
আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার কথা জানিয়ে পারশা লেখেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হসপিটালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!’
এর আগে একটি ভিডিও প্রকাশ করেছেন পারশা। সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে আগুন জ্বলছে। ধোঁয়া উড়ছে। পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।
পারশা জানান, বিজ্ঞাপনের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিংয়ের জন্য বসুন্ধরা থেকে বনানী যাচ্ছিলেন তিনি। কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতেই হুট করে গাড়িতে আগুন লেগে যায়। দ্রুত গাড়ির দরজা খুলে নেমে পড়েন তিনি।
গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান দিয়ে আলোচনায় আসেন পারশা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ইউনেসকো সদর দপ্তরে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশ হিসেবে পারফর্ম করেন তিনি।
গানের পাশাপাশি অভিনয়ে নিজের নাম জড়িয়েছেন পারশা। গত বছর প্রবীর রায় চৌধুরীর নাটক ‘লাভ লাইন’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। সম্প্রতি মুক্তি পেয়েছে পারশার প্রথম ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’।
অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। আজ শনিবার রাজধানীর কুর্মিটোলায় তাঁর গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সময়মতো গাড়ি থেকে নেমে যাওয়ায় কোনো ক্ষতি হয়নি।
আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার কথা জানিয়ে পারশা লেখেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হসপিটালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!’
এর আগে একটি ভিডিও প্রকাশ করেছেন পারশা। সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে আগুন জ্বলছে। ধোঁয়া উড়ছে। পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।
পারশা জানান, বিজ্ঞাপনের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিংয়ের জন্য বসুন্ধরা থেকে বনানী যাচ্ছিলেন তিনি। কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতেই হুট করে গাড়িতে আগুন লেগে যায়। দ্রুত গাড়ির দরজা খুলে নেমে পড়েন তিনি।
গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান দিয়ে আলোচনায় আসেন পারশা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ইউনেসকো সদর দপ্তরে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশ হিসেবে পারফর্ম করেন তিনি।
গানের পাশাপাশি অভিনয়ে নিজের নাম জড়িয়েছেন পারশা। গত বছর প্রবীর রায় চৌধুরীর নাটক ‘লাভ লাইন’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। সম্প্রতি মুক্তি পেয়েছে পারশার প্রথম ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’।
সেই ফোনালাপ ফিরে এসেছে রায়হান রাফীর ‘আমলনামা’ ওয়েব ফিল্মে। নির্মাতা কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ না করলেও একরামুল হকের ঘটনা থেকে আমলনামা নির্মিত হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এতে বিব্রত একরামুল হকের পরিবার।
৬ ঘণ্টা আগেরোববার সকাল সাড়ে ৭টার দিকে বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন এ আর রাহমান। জানা যায়, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।
৮ ঘণ্টা আগেশনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরেছিলেন এ আর রাহমান। সে সময় অস্বস্তির কথা জানাচ্ছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
১০ ঘণ্টা আগে‘আজ যে শিশু’ তিন দশকের পুরোনো গান। ১৯৯৩ সালে রেনেসাঁ ব্যান্ডের ‘তৃতীয় বিশ্ব’ অ্যালবামে ছিল গানটি। দুই বছর পর বিটিভির জলসা অনুষ্ঠানের মাধ্যমে গানটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন সময়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছে আজ যে শিশু গানটি। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আবারও সামনে এসেছে আজ যে শিশু।
১৪ ঘণ্টা আগে