বিনোদন প্রতিবেদক, ঢাকা
উপমহাদেশের কিংবদন্তি শিল্পী কবীর সুমনের কণ্ঠে এল বাংলাদেশের গীতিকার এনামুল কবির সুজনের লেখা গান। আজ প্রকাশ হয়েছে ‘যাচ্ছে জীবন’ শিরোনামের এই গানের ভিডিও। কবীর সুমনের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে গানটি। রূপকথা মিউজিক এর ইউটিউব চ্যানেল ও এনটিভির ফেসবুক পেজসহ আমাজান, স্পোটিফাই, অ্যাপল স্টোর ও বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে একযোগে মুক্তি দেয়া হচ্ছে এই গান। কিছু দিন আগেই গানটিতে কণ্ঠ দেন কবীর সুমন। চলছিল ভিডিও নির্মাণের কাজ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গানের বিভিন্ন সিকোয়েন্সে অভিনয় করেছেন গীতিকার এনামুল কবির সুজন, জিয়াউল হাসান কিসলুসহ অনেকে।
গানটি প্রসঙ্গে এক অডিও বার্তায় কবীর সুমন বলেন,‘গানটি সুজন ও আমার একটি মাইলষ্টোন গান হিসেবে বেঁচে থাকবে।’
গীতিকবি সুজন বলেন, ‘এটি আমার জীবনের এক পরম পাওয়া, আমি ভবিষ্যতেও এই ধরণের কথা লিখতে চাই।’
সুজনের অনেক গানই কণ্ঠস্থ হয়েছে দেশের সিনিয়র এবং হালের জনপ্রিয় সংগীত তারকার কণ্ঠেও। পাশাপাশি তিনি একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রযোজনা করেছেন।
কিংবদন্তি কবীর সুমন আজ (১৬ মার্চ) ৭৩তম জন্মদিনে পা রেখেছেন। জীবনের বিশেষ দিনটিতে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। ১৯৪৯ সালের ১৬ মার্চ কবীর সুমনের জন্ম ভারতের উড়িষ্যায়। তার পূর্ব নাম সুমন চট্টোপাধ্যায়। বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার জন্য ২০০০ সালে ধর্মান্তরিত হয়ে নিজের নাম নিজেই রেখেছিলেন কবীর সুমন। গানের বাইরেও বিভিন্ন পরিচয়ে কাজ করেছেন তিনি। অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার এবং সংসদ সদস্য হিসেবেও বিভিন্ন সময় তাকে পাওয়া গেছে।
উপমহাদেশের কিংবদন্তি শিল্পী কবীর সুমনের কণ্ঠে এল বাংলাদেশের গীতিকার এনামুল কবির সুজনের লেখা গান। আজ প্রকাশ হয়েছে ‘যাচ্ছে জীবন’ শিরোনামের এই গানের ভিডিও। কবীর সুমনের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে গানটি। রূপকথা মিউজিক এর ইউটিউব চ্যানেল ও এনটিভির ফেসবুক পেজসহ আমাজান, স্পোটিফাই, অ্যাপল স্টোর ও বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে একযোগে মুক্তি দেয়া হচ্ছে এই গান। কিছু দিন আগেই গানটিতে কণ্ঠ দেন কবীর সুমন। চলছিল ভিডিও নির্মাণের কাজ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গানের বিভিন্ন সিকোয়েন্সে অভিনয় করেছেন গীতিকার এনামুল কবির সুজন, জিয়াউল হাসান কিসলুসহ অনেকে।
গানটি প্রসঙ্গে এক অডিও বার্তায় কবীর সুমন বলেন,‘গানটি সুজন ও আমার একটি মাইলষ্টোন গান হিসেবে বেঁচে থাকবে।’
গীতিকবি সুজন বলেন, ‘এটি আমার জীবনের এক পরম পাওয়া, আমি ভবিষ্যতেও এই ধরণের কথা লিখতে চাই।’
সুজনের অনেক গানই কণ্ঠস্থ হয়েছে দেশের সিনিয়র এবং হালের জনপ্রিয় সংগীত তারকার কণ্ঠেও। পাশাপাশি তিনি একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রযোজনা করেছেন।
কিংবদন্তি কবীর সুমন আজ (১৬ মার্চ) ৭৩তম জন্মদিনে পা রেখেছেন। জীবনের বিশেষ দিনটিতে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। ১৯৪৯ সালের ১৬ মার্চ কবীর সুমনের জন্ম ভারতের উড়িষ্যায়। তার পূর্ব নাম সুমন চট্টোপাধ্যায়। বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার জন্য ২০০০ সালে ধর্মান্তরিত হয়ে নিজের নাম নিজেই রেখেছিলেন কবীর সুমন। গানের বাইরেও বিভিন্ন পরিচয়ে কাজ করেছেন তিনি। অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার এবং সংসদ সদস্য হিসেবেও বিভিন্ন সময় তাকে পাওয়া গেছে।
দক্ষিণ ইন্ডাস্ট্রির আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় তো বটেই, ‘আজ কি রাত’–এর মতো আইটেম গানে ঘায়েল করেছেন লাখো পুরুষের মন। সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই থাকেন চর্চায়। একসময় গুঞ্জন ওঠে, অভিনেতা বিজয় বর্মাকে মন দিয়েছেন তিনি। অবশ্য ২০২৩ সালে সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে প্রেমের কথা...
১০ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং...
১৪ ঘণ্টা আগেআসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর
১৪ ঘণ্টা আগে‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল উদ্যাপন করবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে এক দিন আগে ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দলটি আয়োজন করেছে সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনীর।
১৫ ঘণ্টা আগে