বিনোদন প্রতিবেদক, ঢাকা
উপমহাদেশের কিংবদন্তি শিল্পী কবীর সুমনের কণ্ঠে এল বাংলাদেশের গীতিকার এনামুল কবির সুজনের লেখা গান। আজ প্রকাশ হয়েছে ‘যাচ্ছে জীবন’ শিরোনামের এই গানের ভিডিও। কবীর সুমনের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে গানটি। রূপকথা মিউজিক এর ইউটিউব চ্যানেল ও এনটিভির ফেসবুক পেজসহ আমাজান, স্পোটিফাই, অ্যাপল স্টোর ও বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে একযোগে মুক্তি দেয়া হচ্ছে এই গান। কিছু দিন আগেই গানটিতে কণ্ঠ দেন কবীর সুমন। চলছিল ভিডিও নির্মাণের কাজ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গানের বিভিন্ন সিকোয়েন্সে অভিনয় করেছেন গীতিকার এনামুল কবির সুজন, জিয়াউল হাসান কিসলুসহ অনেকে।
গানটি প্রসঙ্গে এক অডিও বার্তায় কবীর সুমন বলেন,‘গানটি সুজন ও আমার একটি মাইলষ্টোন গান হিসেবে বেঁচে থাকবে।’
গীতিকবি সুজন বলেন, ‘এটি আমার জীবনের এক পরম পাওয়া, আমি ভবিষ্যতেও এই ধরণের কথা লিখতে চাই।’
সুজনের অনেক গানই কণ্ঠস্থ হয়েছে দেশের সিনিয়র এবং হালের জনপ্রিয় সংগীত তারকার কণ্ঠেও। পাশাপাশি তিনি একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রযোজনা করেছেন।
কিংবদন্তি কবীর সুমন আজ (১৬ মার্চ) ৭৩তম জন্মদিনে পা রেখেছেন। জীবনের বিশেষ দিনটিতে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। ১৯৪৯ সালের ১৬ মার্চ কবীর সুমনের জন্ম ভারতের উড়িষ্যায়। তার পূর্ব নাম সুমন চট্টোপাধ্যায়। বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার জন্য ২০০০ সালে ধর্মান্তরিত হয়ে নিজের নাম নিজেই রেখেছিলেন কবীর সুমন। গানের বাইরেও বিভিন্ন পরিচয়ে কাজ করেছেন তিনি। অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার এবং সংসদ সদস্য হিসেবেও বিভিন্ন সময় তাকে পাওয়া গেছে।
উপমহাদেশের কিংবদন্তি শিল্পী কবীর সুমনের কণ্ঠে এল বাংলাদেশের গীতিকার এনামুল কবির সুজনের লেখা গান। আজ প্রকাশ হয়েছে ‘যাচ্ছে জীবন’ শিরোনামের এই গানের ভিডিও। কবীর সুমনের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে গানটি। রূপকথা মিউজিক এর ইউটিউব চ্যানেল ও এনটিভির ফেসবুক পেজসহ আমাজান, স্পোটিফাই, অ্যাপল স্টোর ও বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে একযোগে মুক্তি দেয়া হচ্ছে এই গান। কিছু দিন আগেই গানটিতে কণ্ঠ দেন কবীর সুমন। চলছিল ভিডিও নির্মাণের কাজ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গানের বিভিন্ন সিকোয়েন্সে অভিনয় করেছেন গীতিকার এনামুল কবির সুজন, জিয়াউল হাসান কিসলুসহ অনেকে।
গানটি প্রসঙ্গে এক অডিও বার্তায় কবীর সুমন বলেন,‘গানটি সুজন ও আমার একটি মাইলষ্টোন গান হিসেবে বেঁচে থাকবে।’
গীতিকবি সুজন বলেন, ‘এটি আমার জীবনের এক পরম পাওয়া, আমি ভবিষ্যতেও এই ধরণের কথা লিখতে চাই।’
সুজনের অনেক গানই কণ্ঠস্থ হয়েছে দেশের সিনিয়র এবং হালের জনপ্রিয় সংগীত তারকার কণ্ঠেও। পাশাপাশি তিনি একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রযোজনা করেছেন।
কিংবদন্তি কবীর সুমন আজ (১৬ মার্চ) ৭৩তম জন্মদিনে পা রেখেছেন। জীবনের বিশেষ দিনটিতে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। ১৯৪৯ সালের ১৬ মার্চ কবীর সুমনের জন্ম ভারতের উড়িষ্যায়। তার পূর্ব নাম সুমন চট্টোপাধ্যায়। বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার জন্য ২০০০ সালে ধর্মান্তরিত হয়ে নিজের নাম নিজেই রেখেছিলেন কবীর সুমন। গানের বাইরেও বিভিন্ন পরিচয়ে কাজ করেছেন তিনি। অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার এবং সংসদ সদস্য হিসেবেও বিভিন্ন সময় তাকে পাওয়া গেছে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
২ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৮ ঘণ্টা আগে