Ajker Patrika

জন্মদিনে কবীর সুমনের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
জন্মদিনে কবীর সুমনের গান

উপমহাদেশের কিংবদন্তি শিল্পী কবীর সুমনের কণ্ঠে এল বাংলাদেশের গীতিকার এনামুল কবির সুজনের লেখা গান। আজ প্রকাশ হয়েছে ‌‘যাচ্ছে জীবন’ শিরোনামের এই গানের ভিডিও। কবীর সুমনের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে গানটি। রূপকথা মিউজিক এর ইউটিউব চ্যানেল ও এনটিভির ফেসবুক পেজসহ আমাজান, স্পোটিফাই, অ্যাপল স্টোর ও বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে একযোগে মুক্তি দেয়া হচ্ছে এই গান। কিছু দিন আগেই গানটিতে কণ্ঠ দেন কবীর সুমন। চলছিল ভিডিও নির্মাণের কাজ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গানের বিভিন্ন সিকোয়েন্সে অভিনয় করেছেন গীতিকার এনামুল কবির সুজন, জিয়াউল হাসান কিসলুসহ অনেকে।

গানটি প্রসঙ্গে এক অডিও বার্তায় কবীর সুমন বলেন,‘গানটি সুজন ও আমার একটি মাইলষ্টোন গান হিসেবে বেঁচে থাকবে।’

গীতিকবি সুজন বলেন, ‘এটি আমার জীবনের এক পরম পাওয়া, আমি ভবিষ্যতেও এই ধরণের কথা লিখতে চাই।’

সুজনের অনেক গানই কণ্ঠস্থ হয়েছে দেশের সিনিয়র এবং হালের জনপ্রিয় সংগীত তারকার কণ্ঠেও। পাশাপাশি তিনি একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রযোজনা করেছেন।

কিংবদন্তি কবীর সুমন আজ (১৬ মার্চ) ৭৩তম জন্মদিনে পা রেখেছেন। জীবনের বিশেষ দিনটিতে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। ১৯৪৯ সালের ১৬ মার্চ কবীর সুমনের জন্ম ভারতের উড়িষ্যায়। তার পূর্ব নাম সুমন চট্টোপাধ্যায়। বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করার জন্য ২০০০ সালে ধর্মান্তরিত হয়ে নিজের নাম নিজেই রেখেছিলেন কবীর সুমন। গানের বাইরেও বিভিন্ন পরিচয়ে কাজ করেছেন তিনি। অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার এবং সংসদ সদস্য হিসেবেও বিভিন্ন সময় তাকে পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত