বিনোদন ডেস্ক
শত কষ্ট, মনে ঝড় নিয়ে হাসিমুখে পারফর্ম করতে হয় শিল্পীদের। জীবনে সমস্যার মাঝেও হাসিমুখে স্টেজে ওঠেন, ক্যামেরায় পোজ দেন। সম্প্রতি তেমনই যন্ত্রণার কথা জানালেন ভারতীয় সংগীতশিল্পী শান। আর তাঁর এই যন্ত্রণা প্রয়াত ওস্তাদ রশিদ খানের সঙ্গে শেষবার না দেখা হওয়ার। তাঁর অকালেই চলে যাওয়ার। মনে থেকে যাওয়া সেই কষ্ট যন্ত্রণার কথায় ইনস্টাগ্রামে লিখেছেন শান।
গত ৯ জানুয়ারি কলকাতায় ওস্তাদ রশিদ খানের মৃত্যু হয়। আর সেদিন সেসময় শান শো করতে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। আচমকা রশিদ খানের মৃত্যুর কথা জেনে ভারাক্রান্ত মন নিয়েই সেদিন স্টেজে গান গেয়েছিলেন তিনি। তাঁর গলায় শোনা গিয়েছিল ‘আওগে যাব তুম সাজনা’। যে গানটি ‘যাব উই মেট’ সিনেমার জন্য গেয়েছিলেন ওস্তাদ রশিদ খান। সেদিন অগ্রজ রশিদ খানকে শ্রদ্ধা জানিয়ে, তাঁর আত্মার শান্তি কামনা করে গানটি গেয়েছিলেন শিল্পী। তবে বুকে কান্না চেপে গান গাওয়াটা মোটেও সহজ নয়।
শান ইনস্টাগ্রামে রশিদ খানের কিছু মুহূর্তের ছবি, সেই সঙ্গে সেদিন ওস্তাদকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সেই গানের কোলাজ ভিডিও শেয়ার করেছেন। লিখেছেন, ‘অনেক সময় মনে দুঃখ চেপে রেখে শিল্পীদের গান গাইতে হয়, তবে দর্শকদের সঙ্গে সেই দুঃখ ভাগ করে নিলে অনেক সময় সেই কষ্ট কিছুটা লাঘব হয়। এরপর হয়তো আপনি গান চালিয়ে যেতে পারবেন। গত ৯ই জানুয়ারি বেঙ্গালুরু থেকে একটি মুহূর্ত শেয়ার করছি, ওস্তাদ রশিদ খান সাহেবের আত্মা শান্তিতে থাকুক। তবে তাঁর সংগীতের উত্তরাধিকার বয়ে চলবে এবং লাখ লাখ মানুষের হৃদয়কে প্রশমিত করবে।’
উল্লেখ্য, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন ওস্তাদ রশিদ খান। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি, চিকিৎসা চলছিল। তারপর কিছুদিন আগে তাঁর মস্তিষ্কের রক্তক্ষরণ হয়। এরপর গত ৯ জানুয়ারি মৃত্যু হয় তাঁর। কলকাতায় গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় ওস্তাদকে। এরপর তাঁর জন্মভিটা উত্তর প্রদেশের বদায়ূঁতে নিয়ে যাওয়া হয় রশিদ খানকে। সেখানেই তাঁকে দাফন করা হয়।
শত কষ্ট, মনে ঝড় নিয়ে হাসিমুখে পারফর্ম করতে হয় শিল্পীদের। জীবনে সমস্যার মাঝেও হাসিমুখে স্টেজে ওঠেন, ক্যামেরায় পোজ দেন। সম্প্রতি তেমনই যন্ত্রণার কথা জানালেন ভারতীয় সংগীতশিল্পী শান। আর তাঁর এই যন্ত্রণা প্রয়াত ওস্তাদ রশিদ খানের সঙ্গে শেষবার না দেখা হওয়ার। তাঁর অকালেই চলে যাওয়ার। মনে থেকে যাওয়া সেই কষ্ট যন্ত্রণার কথায় ইনস্টাগ্রামে লিখেছেন শান।
গত ৯ জানুয়ারি কলকাতায় ওস্তাদ রশিদ খানের মৃত্যু হয়। আর সেদিন সেসময় শান শো করতে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। আচমকা রশিদ খানের মৃত্যুর কথা জেনে ভারাক্রান্ত মন নিয়েই সেদিন স্টেজে গান গেয়েছিলেন তিনি। তাঁর গলায় শোনা গিয়েছিল ‘আওগে যাব তুম সাজনা’। যে গানটি ‘যাব উই মেট’ সিনেমার জন্য গেয়েছিলেন ওস্তাদ রশিদ খান। সেদিন অগ্রজ রশিদ খানকে শ্রদ্ধা জানিয়ে, তাঁর আত্মার শান্তি কামনা করে গানটি গেয়েছিলেন শিল্পী। তবে বুকে কান্না চেপে গান গাওয়াটা মোটেও সহজ নয়।
শান ইনস্টাগ্রামে রশিদ খানের কিছু মুহূর্তের ছবি, সেই সঙ্গে সেদিন ওস্তাদকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সেই গানের কোলাজ ভিডিও শেয়ার করেছেন। লিখেছেন, ‘অনেক সময় মনে দুঃখ চেপে রেখে শিল্পীদের গান গাইতে হয়, তবে দর্শকদের সঙ্গে সেই দুঃখ ভাগ করে নিলে অনেক সময় সেই কষ্ট কিছুটা লাঘব হয়। এরপর হয়তো আপনি গান চালিয়ে যেতে পারবেন। গত ৯ই জানুয়ারি বেঙ্গালুরু থেকে একটি মুহূর্ত শেয়ার করছি, ওস্তাদ রশিদ খান সাহেবের আত্মা শান্তিতে থাকুক। তবে তাঁর সংগীতের উত্তরাধিকার বয়ে চলবে এবং লাখ লাখ মানুষের হৃদয়কে প্রশমিত করবে।’
উল্লেখ্য, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন ওস্তাদ রশিদ খান। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি, চিকিৎসা চলছিল। তারপর কিছুদিন আগে তাঁর মস্তিষ্কের রক্তক্ষরণ হয়। এরপর গত ৯ জানুয়ারি মৃত্যু হয় তাঁর। কলকাতায় গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় ওস্তাদকে। এরপর তাঁর জন্মভিটা উত্তর প্রদেশের বদায়ূঁতে নিয়ে যাওয়া হয় রশিদ খানকে। সেখানেই তাঁকে দাফন করা হয়।
শিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশীদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এমন অনুরোধে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্যজন মামুনুর রশীদ।
৩ ঘণ্টা আগেজন লেনন যখন এই চিঠি লিখছেন এরিক ক্ল্যাপটনকে, ততদিনে তিনি দ্য বিটলস থেকে বেরিয়ে এসেছেন। প্লাস্টিক ওনো ব্যান্ড নিয়েই সমস্ত ব্যস্ততা তখন। তবুও নতুন ব্যান্ডের কথা ভাবছিলেন লেনন। ক্ল্যাপটনের জীবনও তখন ছিল নানা সমস্যায় জর্জরিত।
৪ ঘণ্টা আগেসম্প্রতি ঢাকার আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা চালু করেছেন ওমর সানী। সানী জানিয়েছেন, দেশে চলমান আন্দোলনের কারণে রেস্টুরেন্টের নতুন শাখাটি নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
৮ ঘণ্টা আগেদক্ষিণি অভিনেতা ধানুশ ও অভিনেত্রী নয়নতারার দ্বন্দ্ব আরও বড় আকার নিল। নয়নতারা ও তাঁর স্বামী পরিচালক ভিগনেশ শিবানের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন ধানুশ। আজ মাদ্রাজ হাই কোর্টে মামলাটি করা হয় ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে।
৮ ঘণ্টা আগে