নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য সায়ানের গান ‘আমার নাম প্যালেস্টাইন’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১৭: ৫৫
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৮: ৪০

নিজের সঞ্চিত অভিজ্ঞতা ও জীবনদর্শন থেকেই সৃষ্টি সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের গানগুলো। তাঁর প্রতিটি গানেই আছে অনুভূতির অনুরণন, আছে গভীরতর ভাবনা। জীবনকে দেখার মধ্য দিয়ে উদ্ভূত এ গানকে তাই কেউ বলেন ‘জীবনমুখী গান’, কেউ বলেন ‘প্রতিবাদী গান’। এবার গাজায় সংঘটিত ইসরায়েলের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গান গেয়েছেন সায়ান। ‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামের গানটি তিনি গেয়েছেন নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য।

আজ মঙ্গলবার সায়ান তাঁর ফেসবুকে গানটি পোস্ট করেছেন। জানিয়েছেন, তাঁর ইউটিউব চ্যানেল থেকে শিগগির প্রকাশিত হবে এটি। ‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামের গানটির সংগীত আয়োজন করেছেন শফিকুজ্জামান শাওন আর গানটির ভিডিও নির্মাণ করেছেন প্রভাত।

সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। ছবি: সংগৃহীতগানটি শেয়ার করে সায়ান লিখেছেন, ‘প্যালেস্টাইনের পক্ষের মানুষ আমি। আমার অস্তিত্বের ভেতরে প্যালেস্টাইনের অস্তিত্ব মুক্ত, স্বাধীন এবং স্থায়ী। এই ধরণির বুকে তাকে স্বাধীনতার মর্যাদা দেওয়ার সংগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্যালেস্টাইনের পক্ষে কথা বলা বন্ধ করবেন না!’

উল্লেখ্য, কয়েক দিন আগে সায়ান গেয়েছেন মহান স্বাধীনতাসংগ্রামের অবিস্মরণীয় নেতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন সায়ান নিজেই। সংগীতায়োজন করেছেন শুভ সুলতান। ভিডিও নির্মাণ করেছেন সৌখিন ও সানী।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পোশাক রপ্তানিতে নতুন সুযোগের দরজা খুলছে

রাতারাতি ফেরানো যাবে না হাসিনাকে

বেতন-ভাতা নিয়ে ক্ষোভে জাহাজের মাস্টারকে হত্যা, তথ্য ফাঁসের ভয়ে আরও ৬ খুন: র‍্যাব

জনপ্রশাসন সংস্কার: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে প্রশাসন ক্যাডারদের সভা

লাঞ্ছিত মুক্তিযোদ্ধার ১০০ কোটি টাকার মানহানির মামলা, শীর্ষ ২ আসামি জামায়াতের বহিষ্কৃত সমর্থক

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত