উচ্ছ্বসিত হৃদয়

বিনোদন প্রতিবেদক
Thumbnail image

ঢাকা: নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হৃদয় খান। নিজের ইউটিউব চ্যানেলে ‘আবেগী এ মন’ শিরোনামের গানটি প্রকাশ করেন তিনি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় খান নিজেই। কথা লিখেছেন মিলন মাহমুদ। রোমান্টিক ধাঁচের গানটি লিরিক্যাল ভিডিও আকারে ছাড়া হয়েছে। হৃদয় খান বলেন, ‘মাঝে নিয়মিতই গান বানাতাম, প্রকাশ করতাম। তবে এক বছর ধরে করোনার কারণে নতুন গান প্রকাশ করছি কম। কোভিড পরিস্থিতিতে মানুষের মনে আনন্দ নেই। তারপরও আমার ভক্তদের কথা মাথায় রেখে এবারের গানটি প্রকাশ করেছি।’

গানটি থেকে বেশ প্রশংসা পাচ্ছেন। হৃদয় খান বলেন, ‘এমন একটা সময়। যখন কোনো কিছু নিয়ে কোনো প্রত্যাশা নেই। মানুষের যতটুকু রেসপন্স পাই সেটাকেই আমার অনেক বড় পাওয়া ধরে নিই। ইউটিউবেও ভালো স্ট্রিম হচ্ছে। এই সময়েও যে মানুষ গান শুনতে চায়, এড়িয়ে যায় না; সেটাই বড় ব্যাপার।’

আপাতত লিরিক্যাল আকারে প্রকাশ করলেও পরে অফিশিয়াল ভিডিও আকারে গানটি আবার প্রকাশ করার পরিকল্পনা আছে তাঁর। ভিডিওটির শুটিং হবে আউটডোরে। পরিচালনা করবেন তিনি নিজেই। হৃদয় খান বলেন, ‘গানটির কথা হাতে পাওয়ার পর ইচ্ছে ছিল গিটারকেই প্রাধান্য দিয়ে তৈরি করব। গানটি যখন সুর করি তখন একদমই ফ্রেশ রোমান্টিক একটা গল্প মাথায় এল। গানটা এমনভাব তৈরি করলাম যে গানটার মধ্যে একটা জার্নি আছে। জার্নিতে শোনার মতো একটা ফিলিংস আছে। সেই ভাবনা থেকে ভিজ্যুয়াল একটা গল্প চিন্তা করেছিলাম। বাইকে একটা ছেলে ও মেয়ে ট্র্যাভেল করছে। সেই সময় তাদের একটা অনুভূতির গান এইটা। ’

 হৃদয় খাননিজের পাশাপাশি অন্যদের নিয়েও নিয়মিত কাজ করছেন হৃদয়। গত নভেম্বরে লিজার সঙ্গে যৌথভাবে ‘ভাবনা’ নামে একটি গান প্রকাশ করেছিলেন। আগামী মাসে আসবে হৃদয়ের সুর-সংগীতে ঐশীর গান ‘বদলে গেছি’। এ গানটির ভিডিও নির্মাতাও হৃদয়। নতুন শিল্পীদের সঙ্গে কাজ বেশি করছেন। কারণটাও জানালেন, ‘বাবার কারণে ছোটবেলা থেকে বিনোদন অঙ্গনের মানুষের সঙ্গে নিয়মিত ওঠাবসা ছিল। সেই সময় দেখেছি নতুনদের নিয়ে অনেকেই কাজ করতে চাইতেন না। যে কারণে আমি নতুনদের নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। ‘হৃদয় মিক্স’ সিরিজ অ্যালবামের মধ্য দিয়ে নতুন ও প্রতিভাবান শিল্পীদের কাজ তুলে ধরছি। আমার এই অ্যালবামের অনেক শিল্পীই এখন কিন্তু বেশ ভালো কাজ করছেন।’

রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করছেন। কেমন লাগছে প্রতিভা অন্বেষণের এই সফর? ‘বাংলাদেশের আনাচকানাচে অনেক প্রতিভা ছড়িয়ে আছে। প্রতিযোগীরা নাচ, গান, আবৃত্তি, মার্শাল আর্ট, চিত্রশিল্পসহ নানা বিষয়ে প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। অনেকেই খুব ভালো করেছেন। যেজন্য প্রতিযোগীদের বিচার করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। নির্দিষ্ট এক বিষয় নিয়ে অনেক রিয়েলিটি শো হচ্ছে। কিন্তু একই রিয়েলিটি শোতে এত প্রতিভা তুলে আনা এটিই প্রথম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত