Ajker Patrika

শাফিনের জন্য গাইবে পাঁচ ব্যান্ড

বিনোদন প্রতিবেদক, ঢাকা
শাফিন আহমেদ। ছবি: সংগৃহীত
শাফিন আহমেদ। ছবি: সংগৃহীত

গত বছরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়েছিলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখান থেকে আর ফেরা হয়নি তাঁর। গত ২০ জুলাই ভার্জিনিয়াতে দ্বিতীয় কনসার্ট শুরুর আগে অসুস্থ বোধ করলে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। দুদিন লাইফ সাপোর্টে রাখার পর ২৪ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। দেখতে দেখতে শাফিন চলে যাওয়ার প্রায় সাত মাস হতে চলল। তাঁকে ট্রিবিউট করে এবার আয়োজন করা হয়েছে কনসার্ট। ১৩ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে অনুষ্ঠিত হবে ‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ শিরোনামের কনসার্টটি। এ অনুষ্ঠানে গানে গানে শাফিনকে স্মরণ করবেন তাঁর গানের সহযোদ্ধারা।

‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ কনসার্টে গাইবেন শাফিন আহমেদের সাবেক ব্যান্ড মাইলস। এই ব্যান্ডের ভোকাল হিসেবেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন শাফিন। মাইলস ছাড়া এ কনসার্টে আরও গান শোনাবে ব্যান্ড ফিডব্যাক, দলছুট, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও র‍্যাপার অজি। গানের পাশাপাশি প্রদর্শিত হবে শাফিন আহমেদ সম্পর্কিত বিভিন্ন স্মারক। এ ছাড়া দেখানো হবে তাঁর জীবন ও ক্যারিয়ারের আলোকে তৈরি ডকুমেন্টারি ভিডিও।

শাফিন আহমেদ মারা যাওয়ার পর স্থবির হয়ে পড়েছিল তাঁর ফেসবুক পেজের কার্যক্রম। গত বৃহস্পতিবার এই পেজে তাঁর পরিবার থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, পেজটিতে এখন থেকে নিয়মিত শাফিন আহমেদের গান, বিভিন্ন সময়ের স্মৃতি শেয়ার করা হবে। এমনটা জানানোর এক দিন পরেই শাফিন আহমেদ স্মরণে কনসার্টের খবরটি জানানো হলো শিল্পীর পেজ থেকে।

সেখানে কনসার্টের বিস্তারিত তথ্য জানিয়ে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সংগীতের একজন সত্যিকারের আইকন শাফিন আহমেদের জীবন ও সমৃদ্ধ কর্মজীবন স্মরণ করার জন্য অবিস্মরণীয় এক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। ইকোস অব আ লিজেন্ড তাঁকে উৎসর্গ করে কেবল একটি কনসার্ট নয়, রক ও পপ জগতে শাফিন আহমেদের অতুলনীয় অবদানের কথা তুলে ধরা হবে এ আয়োজনে।’

‘শাফিন আহমেদ: ইকোস অব আ লিজেন্ড’ কনসার্টটি আয়োজন করেছে ভেলভেট ইভেন্টস। ইতিমধ্যে গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট; দাম ৩ হাজার টাকা (ভিআইপি) ও ১ হাজার ৫০০ টাকা (রেগুলার)। আয়োজন শুরু হবে ১৩ ফেব্রুয়ারি রাত ৯টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।

গাইবে যারা:

  • মাইলস
  • দলছুট
  • ফিডব্যাক
  • আর্টসেল
  • অ্যাভয়েড রাফা
  • র‍্যাপার অজি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত