বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শিরোনামে এক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী। তাঁদের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘সহিংসতাবিরোধী কনসার্ট’। আজ ২২ অক্টোবর বেলা ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। কনসার্টের উদ্দেশ্য দেশব্যাপী চলমান সহিংসতার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ। এ প্রতিবাদের ভাষা হবে গান, নৃত্য, কবিতা।
কনসার্টে দেশের পরিচিত ব্যান্ডের পাশাপাশি থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা। অংশ নেবে ব্যান্ড শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিক, অসৃক, অর্জন, বুনোফুল, শিল্পী জয় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, নাঈম মাহমুদ, প্রিয়াঙ্কা পাণ্ডে, যশ নমুদার, উদয়, অপু, উপায়, অনিন্দ্য প্রমুখ। নৃত্য পরিবেশন করবেন উম্মে হাবিবা, আবু ইবনে রাফি। মূকাভিনয় করবেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান জিয়া বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কনসার্টে অংশ নেওয়া। আবহমানকাল ধরে আমাদের যে ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি তা হুমকির মুখে। ধর্মের নামে যারা বাড়াবাড়ি করে, তারা অন্যের ক্ষতি করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সব সময়ই ছিল, আছে, থাকবে।’
শিল্পী সাহস মোস্তাফিজ বলেন, ‘ভাবতেও কষ্ট হয় এই বাংলার বুকে এমন সহিংসতা, এত ধর্মান্ধতা, এত বোধশূন্যতা! সাংস্কৃতিক বোধই পারে এই অন্ধকার দূর করতে। সেই আওয়াজ উঠুক ঘরে, বাইরে—সবখানে।’
‘সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শিরোনামে এক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী। তাঁদের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘সহিংসতাবিরোধী কনসার্ট’। আজ ২২ অক্টোবর বেলা ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। কনসার্টের উদ্দেশ্য দেশব্যাপী চলমান সহিংসতার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ। এ প্রতিবাদের ভাষা হবে গান, নৃত্য, কবিতা।
কনসার্টে দেশের পরিচিত ব্যান্ডের পাশাপাশি থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা। অংশ নেবে ব্যান্ড শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিক, অসৃক, অর্জন, বুনোফুল, শিল্পী জয় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, নাঈম মাহমুদ, প্রিয়াঙ্কা পাণ্ডে, যশ নমুদার, উদয়, অপু, উপায়, অনিন্দ্য প্রমুখ। নৃত্য পরিবেশন করবেন উম্মে হাবিবা, আবু ইবনে রাফি। মূকাভিনয় করবেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান জিয়া বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কনসার্টে অংশ নেওয়া। আবহমানকাল ধরে আমাদের যে ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি তা হুমকির মুখে। ধর্মের নামে যারা বাড়াবাড়ি করে, তারা অন্যের ক্ষতি করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সব সময়ই ছিল, আছে, থাকবে।’
শিল্পী সাহস মোস্তাফিজ বলেন, ‘ভাবতেও কষ্ট হয় এই বাংলার বুকে এমন সহিংসতা, এত ধর্মান্ধতা, এত বোধশূন্যতা! সাংস্কৃতিক বোধই পারে এই অন্ধকার দূর করতে। সেই আওয়াজ উঠুক ঘরে, বাইরে—সবখানে।’
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
১ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৫ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৭ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
৭ ঘণ্টা আগে